নবীগঞ্জে ভারী বর্ষণের ফলে
১১ অক্টোবর ২০২৩, ১২:০৭ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৩, ১২:০৭ এএম
টানা বৃষ্টিতে ক্রমাগত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পাহাড়ি এলাকায়। পাহাড় ধসের আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছে সাধারণ মানুষ। সাম্প্রতিক সময় পাহাড় ধসে ১০জন আহতের ঘটনায় আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। পরিবেশবিদরা বলছেন- পাহাড়-টিলার মাটি কেটে নেওয়া, অবাধে বৃক্ষনিধন, অপরিকল্পিতভাবে পাহাড়ের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য নষ্ট করে দেওয়া ও তার ওপরে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বসতি গড়ে তোলার কারণে পাহাড় ধসের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। পাহাড় ধস রোধে পাহাড় কাটা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও সচেতনা বৃদ্ধির আহ্বান তাদের।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা, গজনাইপুর ও দেবপাড়া ইউনিয়ন নিয়ে দিনারপুর পরগণা গঠিত। দিনারপুরে বছরের অধিকাংশ সময় বিভিন্ন স্থানে পরিবেশ আইনকে বৃদ্ধাগুলী দেখিয়ে পাহাড় ও টিলা কেটে উজার করছে একশ্রেনীর প্রভাবশালীরা। গত এক যুগে উপজেলার বেশকিছু সরকারী ও ব্যক্তি মালিকানাধীন পাহাড় টিলা সম্পূর্ণ এবং আংশিক কেটে সমান করা হয়েছে। ফলে এসব পাহারটিলা ধসে মৃত্যুর ঝুঁকি দিনদিন বৃদ্ধি পাচ্ছে। যুগের পর যুগ ধরে এই পাহাড়ি অঞ্চল খ্যাত দিনারপুরে পাহাড়ের পাদদেশে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করে আসছেন কয়েক হাজার পরিবার। মূষলধারে বৃষ্টি হলেই পাহাড়ে কিংবা পাদদেশে বসবাসরত বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বেড়ে যায় কয়েকগুণ। স্থানীয়রা জানান, বিগত ৮ বছরে দিনারপুর পরগনায় পাহাড় ধসে একই পরিবারের ৬ জনসহ ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দিনারপুর পরগণার পানিমউদা ইউনিয়নের গহীন পাহাড়ে ঘুমন্ত অবস্থায় পাহাড় ধসে একই পরিবারের ৬জন নিহত হয়। ২০১৭ সালের নভেম্বর মাসে গজনাইপুর ইউনিয়নের শংকরসেনা গ্রামে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়। তবুও ওইসব এলাকার অসহায় দারিদ্র দিন মুজুর মানুষ জীবন মৃত্যুর ঝুঁকি নিয়েই পাহাড়ের পাদদেশে বসবাস করে আসছেন। এদের পূর্ণবাসনে সরকারি উদ্যোগ গ্রহণ জরুরী বলে মনে করেন সচেতন মহল। কামারগাঁও গ্রামের আবুল কালাম বলেন- টিলার নিচে আমার ঘর, গত কিছুদিন আগে বৃষ্টিতে টিলার মাটি ঘরে ভেঙে পড়েছে। ঝুঁকিপূর্ণ ভাবে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছি, রাত হলে আতঙ্ক-উৎকণ্ঠায় থাকি।
গজনাইপুর ইউনিয়নের ইউপি সদস্য জাহেদ আহমেদ চৌধুরী বলেন, পাহাড় কাটায় প্রকৃত অপরাধীরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। এর ফলে নবীগঞ্জ উপজেলার পরিবেশ পরিস্থিতি হুমকির মুখে পড়েছে। পরিবেশ বিপর্যয় ঠেকাতে স্থানীয়ভাবে সচেতনা বৃদ্ধি ও নবীগঞ্জের দিনারপুর এলাকার শতাধিক পাহাড়-টিলা রক্ষায় প্রশাসনকে এগিয়ে আসতে হবে। পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান বলেন, পানিউমদা, গজনাইপুর, দেবপাড়া ইউনিয়ন নিয়ে দিনারপুর পরগণা গঠিত। নবীগঞ্জ উপজেলার একমাত্র পাহাড়ি অঞ্চল হিসেবে দিনারপুরের খ্যাতি রয়েছে। পাহাড়ের পাদদেশে প্রায় সহস্রাধিক পরিবার বসবাস করে। তাদের অন্যত্র যাওয়ার জায়গা নেই। সরকার ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে বসবাসকারীদের পুর্নবাসন করা উদ্যোগ নিলে মৃত্যুর ঝুঁকি এড়ানো যাবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, কিছু সংখ্যক প্রভাবশালীরা হবিগঞ্জের পাহাড়-টিলা থেকে মাটি-বালু কেটে পাহাড়কে ধ্বংস করে দিচ্ছে। বৃক্ষনিধন, অপরিকল্পিতভাবে পাহাড়ের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য নষ্ট করে দেওয়া ও তার ওপরে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বসতি গড়ে তোলার কারণে অল্পবৃষ্টি হলেই পাহাড়গুলো ধসে পড়ছে। ফলে ঘটছে প্রাণহানির ঘটনা। প্রাকৃতিক ভাবে গড়ে উঠা পাহাড়-টিলা কাটায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কঠোর আইন রয়েছে। আইনের সঠিক প্রয়োগ হলে পাহাড় কাটা রোধ করা যাবে। নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, কিছুদিন ধরে টানা বৃষ্টি হওয়ায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এজন্য আমরা পাহাড়ি এলাকায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ও প্রশাসনের পক্ষ থেকে মানুষের মাঝে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি। পাশাপাশি ঝুঁকি বাড়লে নিরাপদস্থানে অবস্থানের জন্য জনসাধারণের উদ্দেশ্যে মাইকিং করা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রশ্ন: পবিত্র কুরআন কাদের জন্য সুপারিশ করবে?
অবতরণের আগে ঠিক কী করেছিলেন অভিশপ্ত বিমানের পাইলট?
ইংল্যান্ডে টুখেল অধ্যায় শুরু
আত্মহত্যা ও ইসলাম
দেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে : মির্জা ফখরুল
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
এসএফসি (আর্মি) ব্যাডমিন্টন টুর্নামেন্ট সমাপ্ত
ভারত উপমহাদেশে মুসলিম সভ্যতার জাগরণে আবুল হাসান আলী নদভির শিক্ষাচিন্তা
আমরা বিনতে আব্দুর রহমান ঃ হাদিসের জগতের এক মহিয়সী নারী
সৈয়দপুরে জমি সংক্রান্ত দ্বন্দ্বে বাড়ীতে হামলা ও লুটপাট থানায় আভিযোগ
খালেদ এবার হাসনাতকে বললেন, মাস্তানি দেখাবেন? পেলেন যে সমুচিত জবাবও
মানিকগঞ্জে পুরস্কার পেলেন পুলিশের তিন ট্রাফিক কর্মকর্তা
রাবির দুই সহকারী প্রক্টরের নিয়োগ ঘিরে বিতর্ক, যোগদান থেকে বিরত
প্রাক্তনদের দুবাই ট্রিপ
আট বছর আইনি লড়াই শেষ করলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি
লোক নাট্যদলের (বনানী) নতুন কার্যনির্বাহী পরিষদ
রাবিতে পোষ্য কোটা বিতর্ক: ১ শতাংশ নির্ধারণ, সম্পূর্ণ বাতিলের দাবি শিক্ষার্থীদের
নতুন নাটকে ইরফান-বৃষ্টি
১২ মাসে ১২ গান প্রকাশের রেকর্ড
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে কনসার্টের অর্থ প্রদান