ভারত উপমহাদেশে মুসলিম সভ্যতার জাগরণে আবুল হাসান আলী নদভির শিক্ষাচিন্তা

Daily Inqilab শামসীর হারুনুর রশীদ

০২ জানুয়ারি ২০২৫, ০১:৫৪ এএম | আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ০১:৫৪ এএম

(পূর্বে প্রকাশিতের পর)
৬. জাতি গঠনে প্রয়োজন নিজস্ব শিক্ষাদর্শন: এ প্রসঙ্গে নদবি বলেন, প্রত্যেকটি জাতি তাদের নিজস্ব দর্শনের উপর ভিত্তি করেই তাদের শিক্ষাব্যবস্থা তৈরি করে থাকে। এর একটি উদাহরণ হিসাবে শায়েখ নাদাভি রা. রাশিয়ার শিক্ষাব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, একজন প্রভাবশালী রাশিয়ান চিন্তাবিদ (গ. ঈ. এড়াবৎহ)-এর মতে, ‘রাশিয়ার জ্ঞান-বিজ্ঞান বৈশ্বিক জ্ঞান-বিজ্ঞানের একটি সাধারণ অংশ নয়, বরং এই জ্ঞান-বিজ্ঞান হচ্ছে একটি স্বতন্ত্র ও আলাদা ভাগ, অন্যদের জ্ঞান-বিজ্ঞান থেকে এটা সম্পূর্ণ আলাদা। আলাদা হওয়ার কারণ আমাদের জ্ঞান-বিজ্ঞান একটি সুনির্দিষ্ট দর্শনের উপর প্রতিষ্ঠিত। যেহেতু যে কোন বৈজ্ঞানিক গবেষণার পিছনে ভিত্তির প্রয়োজন থাকে তাই আমাদের বৈজ্ঞানিক গবেষণার ভিত্তি হচ্ছে আমাদের বস্তুবাদী দর্শন যা আমাদের আদর্শের মহান নেতা কার্ল মার্কস, এঙ্গেলস, লেনিন, স্টালিন পেশ করে গিয়েছেন। প্রাকৃতিক বিজ্ঞানের গবেষণার সংগ্রামে আমরা যখন অবতীর্ণ হবো, তখন আমাদের হাতে অবশ্যই এই দর্শন থাকবে এবং এই দর্শনের বিরোধিতায় যারাই আমাদের সামনে আসবে তাদেরকে কঠিন হাতে দমন করতে হবে’।
নদভি বলেন, শিক্ষাব্যবস্থার সবচেয়ে উত্তম ব্যাখ্যা হচ্ছে এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া যার মাধ্যমে অভিভাবক ও শিক্ষকগণ তাদের নিজেদের বোধ-বিশ্বাস, ইমান-আকিদা, জীবন-জগতের প্রতি তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির আলোকে তাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে ধারাবাহিকভাবে চেষ্টা করে থাকে।

“ঋ. ড. এধৎভড়ৎফ তার বই ‘ঊফঁপধঃরড়হ ধহফ ঝড়পরধষ চঁৎঢ়ড়ংব’, (১৯৬২) তে উল্লেখ করেন: “শিক্ষা ব্যবস্থার সফলতা ও ব্যর্থতা নির্ণয়ের মানদন্ড হচ্ছে সমাজের রীতিনীতি ও মূল্যবোধের প্রতিফলন ঘটা ও না ঘটা। সমাজের রীতিনীতি ও মূল্যবোধ হচ্ছে শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি। কাজেই শিক্ষা ব্যবস্থা ও সমাজের রীতিনীতি ও মূল্যবোধের মাঝে কোন ধরনের দুরত্ব ও ব্যবধান থাকতে পারে না। আরেক শিক্ষাবিদ ঠবৎহড়হ গধষষরহংড়হ তার বই ‘অহ ওহঃৎড়ফঁপঃরড়হ ঃড় ঞযব ঝঃঁফু ড়ভ ঈড়সঢ়ধৎধঃরাব ঊফঁপধঃরড়হ’ (১৯৫৭) তে একই ধারণা পেশ করেছেন”। সুতরাং আমাদের বাস্তব অভিজ্ঞতা যে, ইংল্যন্ড, ইউরোপ থেকে শিক্ষাব্যবস্থার ধারণা গ্রহণ করার কারণে একটা দীর্ঘ সময় আমাদের বেশ ক্ষতি হয়ে গেছে।

৭. শিক্ষার ইসলামিকরণ : এই সকল সমস্যার একমাত্র সমাধান হচ্ছে বিদ্যমান শিক্ষা ব্যবস্থাকে নতুন করে এমনভাবে ঢেলে সাজানো যা ইসলামি আকিদা, বোধ-বিশ্বাসের সাথে উপযুক্ত। বিদ্যমান শিক্ষাব্যবস্থা ও পাঠ্য পুস্তক থেকে এমন সব উপাদান বের করে দেওয়া যা ইসলামি আকিদা ও বিশ্বাসের সাথে খাপ খায় না, বস্তুবাদি, নাস্তিক্যবাদ, ভোগবাদী সকল ধারণা ও উপাদান দূর করে সেখানে আল্লাহর প্রতি ইমান, আখেরাতের প্রতি ইমান, মানব জাতির কল্যাণ এই সকল ধারণা ও উপাদান প্রতিষ্ঠিত করা। ভাষা, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, ইতিহাস, সমাজ বিজ্ঞান, অর্থনীতিসহ সকল জ্ঞান-বিজ্ঞানের মধ্যেই এই ধারণা সৃষ্টি করতে হবে। মূলকথা এটাই যে, শিক্ষা ব্যবস্থার সংস্কার ছাড়া উম্মতের অবস্থার পরিবর্তন অন্য কোনভাবে হতে পারে না। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে এমন একটি প্রজন্ম তৈরি করতে হবে যাদের বুকে থাকবে ইসলামি আকিদা এবং মাথায় থাকবে আধুনিক বিজ্ঞানের সুন্দর সহাবস্থান। (নাহওয়া, ৪৫)

তিনি আরো বলেন, ‘শিক্ষা ব্যবস্থা একটি স্বতন্ত্র ও পরিপূর্ণ ইস্যু। শিক্ষাব্যবস্থা হচ্ছে নতুন প্রজন্মকে তাদের বোধ-বিশ্বাস, ইমান-আকিদার উপর গড়ে তোলার একটি মাধ্যম। যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই উদ্দেশ্য বাস্তবায়িত হয় না সেই শিক্ষা ইসলামি শিক্ষা হতে পারে না, এই ধরণের শিক্ষার চেয়ে নিরক্ষতা মেনে নেওয়া অনেক উত্তম। শিক্ষাব্যবস্থার অর্থ এই নয় যে, এর মাধ্যমে কিছু বিষয়, শাস্ত্র, মাতৃভাষা, বিদেশী ভাষা শিক্ষা দেওয়ায় ব্যবস্থা করা, বরং শিক্ষাব্যবস্থার মাধ্যমে একটি জাতির চিন্তা-চেতনা, আদর্শ-আখলাক তৈরি করা উদ্দেশ্য।

কোন সন্দেহ নেই যে, এই কাজ অনেক কষ্টসাধ্য ও দীর্ঘ সময়ের কাজ। তবে এ ছাড়া আমাদের কোন উপায় নেই যদি আমরা সত্যিকারের মুসলিম উম্মাহ গড়ে তুলতে চাই। এটা কোন ব্যক্তিগত কাজও নয়, বরং এর জন্যে দরকার একাধিক জামাত, কমিটি, একাডেমির সম্মিলিত কাজ”।

৮. ইসলামি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য: আবুল হাসান আলী নদভি সবসময় একটি পূর্ণাঙ্গ ইসলামি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখতেন। তাঁর মতে ‘শিক্ষা একটি সমাজের মূল লক্ষ্য হতে পারে না, বরং শিক্ষা হচ্ছে মূল লক্ষ্য পর্যন্ত উপনীত হওয়ার একটি বিশেষ মাধ্যম বা ওসিলাহ’। তিনি বলেন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য এক কথায় প্রকাশ করা যায়; আর তা হচ্ছে আল্লাহর পথের দায়ী তৈরি করা, যারা ইলমের গভীরতা, ফিকহ ও বাসিরাতের সাথে এবং দ্বীনের ইলম ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সাথে পরিচিতির মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে আহবান করার যোগ্যতা রাখে।

এই উদ্দেশ্য এই বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত সকল কর্মকান্ডের সাথে জড়িত থাকা উচিত, অর্থাৎ এই প্রতিষ্ঠানের জন্যে যা কিছুই করা হোক না কেন এই লক্ষ্য যেন সামনে রেখেই তা করা হয়”। নদভি রাহ. মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের জন্যে একটি সিলেবাস প্রস্তাব করেন। তার সেই প্রস্তাবের মধ্যে ছিল: “কুরআন, সুন্নাহ, সিরাতে-রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সিরাতের ব্যাপারে মুসতাশরিকিনদের মিথ্যা দাবী সম্পর্কে ধারণা দান, ইসলামি শরিয়াতের মাকাসিদ, শরিয়াতের দর্শন, ফিকহ, উসুলে ফিকহ, আরবি ভাষা ও সাহিত্য, আধুনিক জ্ঞান-বিজ্ঞান উদাহরণ হিসাবে, অর্থনীতি, রাজনীতি, ভূগোল, ইতিহাস, ধর্মের ইতিহাস, সমাজ বিজ্ঞান, ফিকির, দাওয়াহ ও ইসলামের ইতিহাস। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের ব্যাপারে তিনি বলেন এই ক্ষেত্রে ইমাম গাজালি ও ইবনু তাইমিয়াহ রা. এর মতো তাদের যুগের জ্ঞান-বিজ্ঞানের মতো পারদর্শিতা অর্জন করতে না পারলেও এমন পর্যায়ের ধারণা অর্জন করা উচিত যাতে এই যুগের মানুষের সাথে খিতাব করতে পারেন”। তাঁর মতে আমাদের শিক্ষা ব্যবস্থার এমন হওয়া উচিত যার মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন তাদের বুকে মজবুত ইমান থাকবে অন্যদিকে তাদের চিন্তায় আধুনিক জ্ঞান-বিজ্ঞানের তথ্য ও তত্ত্ব বিরাজ করবে। তাঁর মতে শিক্ষার বিষয়টি হচ্ছে উম্মতের জন্যে বাঁচা-মরার মতো একটি গুরুত্বপুর্ণ বিষয়। যদি ইমান-আকিদা নিয়ে দুনিয়ায় ইজ্জতের সাথে টিকে থাকতে হয় তাহলে শিক্ষাব্যবস্থাকে ইসলামিকরণ ছাড়া আর কোন বিকল্প নেই। (সমাপ্ত)

লেখক : শিক্ষক ও গবেষক ।


বিভাগ : ধর্ম দর্শন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সাদপন্থিদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই : মামুনুল হক
ইজতেমা ময়দানে ১৪৪ ধারা প্রত্যাহার
প্রশ্ন: পবিত্র কুরআন কাদের জন্য সুপারিশ করবে?
আত্মহত্যা ও ইসলাম
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
আরও

আরও পড়ুন

গফরগাঁওয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাঃ সাবেক ভিসি এম এ হাদীর স্মরণে আলোচনা সভা

গফরগাঁওয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাঃ সাবেক ভিসি এম এ হাদীর স্মরণে আলোচনা সভা

মোদির দেয়া মূল্যবান হিরা ব্যবহার করবেন না জিল বাইডেন, কেন?

মোদির দেয়া মূল্যবান হিরা ব্যবহার করবেন না জিল বাইডেন, কেন?

সাদপন্থিদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই : মামুনুল হক

সাদপন্থিদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই : মামুনুল হক

বাংলাদেশে নিয়ে আলোচনা! ভারত সফরে আমেরিকার জাতীয় উপদেষ্টা

বাংলাদেশে নিয়ে আলোচনা! ভারত সফরে আমেরিকার জাতীয় উপদেষ্টা

নীলফামারীতে জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজমুল, সেক্রেটারি রেজাউল

নীলফামারীতে জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজমুল, সেক্রেটারি রেজাউল

রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগ নেতাকে বিদ্যুতের পোলের সঙ্গে বেঁধে পিটিয়েছে দুর্বৃত্তরা

রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগ নেতাকে বিদ্যুতের পোলের সঙ্গে বেঁধে পিটিয়েছে দুর্বৃত্তরা

বগুড়ার নন্দীগ্রামে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

বগুড়ার নন্দীগ্রামে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

নীলফামারীতে ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

নীলফামারীতে ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে চার শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে চার শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

যশোর পৌষের দাপটে কাঁপছে

যশোর পৌষের দাপটে কাঁপছে

যশোরে সফল নারী কৃষি উদ্যোক্তা ফারহানা ইয়াসমিন

যশোরে সফল নারী কৃষি উদ্যোক্তা ফারহানা ইয়াসমিন

নারায়ণগঞ্জের বাবুরাইলে খাঁজা মঈনুদ্দিন চিশতীর বাৎসরিক ওরশ শুরু

নারায়ণগঞ্জের বাবুরাইলে খাঁজা মঈনুদ্দিন চিশতীর বাৎসরিক ওরশ শুরু

আইসিইউতে ভর্তি অভিনেতা মুশফিক আর ফারহান

আইসিইউতে ভর্তি অভিনেতা মুশফিক আর ফারহান

চীনে সবজি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৮

চীনে সবজি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৮

শেখ হাসিনার কড়া সমালোচনা করে যা বললেন তসলিমা নাসরিন

শেখ হাসিনার কড়া সমালোচনা করে যা বললেন তসলিমা নাসরিন

যশোর বাঘারপাড়ায় দুই হিন্দুবাড়িতে ডাকাতি

যশোর বাঘারপাড়ায় দুই হিন্দুবাড়িতে ডাকাতি

লিভারপুলে এটাই সালাহর শেষ মৌসুম

লিভারপুলে এটাই সালাহর শেষ মৌসুম

দাবি না মানলে বেরোবিতে তালা ঝুলানোর হুমকি শিক্ষার্থীদের

দাবি না মানলে বেরোবিতে তালা ঝুলানোর হুমকি শিক্ষার্থীদের

কালীগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

কালীগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

কাশ্মীরে ট্রাক দূর্ঘটনায় ভারতের ৪ সেনার মৃত্যু

কাশ্মীরে ট্রাক দূর্ঘটনায় ভারতের ৪ সেনার মৃত্যু