ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

ফিলিস্তিনের ওপর ইসরাইলের বর্বরতার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

২২ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম

গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনি নাগরিকদের ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলা ও হত্যাকা-ের প্রতিবাদে গতকাল শনিবার সারা দেশে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। আমাদের সংবাদদাতাদের পাঠানোর তথ্যের প্রতিবেদন-

বরিশাল ব্যুরো জানায়, বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ বরিশাল মহানগর ও সদর উপজেলা শাখার উদ্যোগে দুপুরে বরিশাল টাউন হল প্রাঙ্গণে হিজবুল্লাহ নেতা ও বরিশাল জামে এবাদুল্লাহ মসজিদের খতিব আলহাজ হজরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ ছাহেবের সভাপতিত্বে মানববন্ধনে জমিয়াতে হিজবুল্লাহর অইম্মায়ে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রতিবাদ সমাবেশে জমিয়াতে হিযবুল্লাহর নেতৃৃবৃন্দ অবিলম্বে ফিলিস্তিনীদের ওপর হামলা বন্ধ সহ স্বাধীন প্যলেষ্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘ সহ বিশ^ সম্প্রদায়ের প্রতিও আহবান জানান।

সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, সাতক্ষীরায় শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে জেলা হাফেজ পরিষদ ও নিউ মার্কেট ব্যাবসায়ীদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের সভাপতি মাওলানা জুলফিকার আলির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা হাফেজ পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. আবুল হোসেন, নিউ মার্কেট ব্যাবসায়ীদের পক্ষে এস এম মোতালেব হোসেন, হাফেজ মাওলানা মো. জাহাঙ্গীর আলম, মুফতি হাফিজুর রহমান, হাফেজ মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা জাকির হোসেন জাফরি, মাওলানা মনোয়ার হোসেন ফিরোজ, মাওলান তাওহিদুর রহমান, হাফেজ রোকনুজ্জামান বিপ্লবী প্রমুখ। মানববন্ধন শেষে ইহুদিদের বর্বর বোমা হামলায় নিহত ফিলিস্তিনিদের রুহের মাগফিরাত ও সারাবিশ্বের মুসলমানদের মধ্যে শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন মুফতি হাফিজুর রহমান।

সিংগাইর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, সিংগাইরে গতকাল সকাল ১১টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নে শাহরাইল বাজার এলাকায় খেলাফত মজলিস ও তৌহিদি জনতার উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলী গণ-হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস শায়েস্তা ইউনিয়ন শাখার সভাপতি মোজাফফর হোসেন, তৌহিদি জনতার সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিমসহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মী।

কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, কালীগঞ্জে কওমী ওলামা ও ইমাম পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার শত শত মুসুল্লী সাধারণ কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ মাঠে উপস্থিত হয়। পরে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে কালীগঞ্জ উপজেলঅ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভায় মিলিত হয়।

বাংলাদেশ কওমী ওলামা পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুফতি গাজী মো. রুহুল আমিন কাসেমীর সভাপতিত্ব করেন। কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা আব্দুল হাফিজ সঞ্চালনায় অন্যান্যের মাঠে বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মাশায়েখ আইয়াম্মা পরিষদের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মুফতি মো. আবু হানিফ, কালীগঞ্জ ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো. রুহুল আমিন গাজীপুরী, তানজিম শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মো. হাফিজুর রহমান মাসুদ, মাওলানা নুরুল আলম মজুমদার ও মাওলানা আল-আমিন আবরার প্রমুখ।

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, লৌহজংয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওলামা পরিষদ। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার মালির অংক বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মালির অংক বাজার থেকে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়দৌড় বাজারে গিয়ে বিক্ষোভ মিছিলটির সমাপ্তি হয়। উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক ও ছাত্রসহ ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে ইসরাইল ফিলিস্থিন যুদ্ধে ইসরাইল সেনা কর্তৃক নিরীহ ফিলিস্তিন দেরকে গণহত্যার বিরুদ্ধে নিন্দা জানানোর কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন আলেম ওলামাগণ। সমাবেশ থেকে যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের দাবি জানান তারা। উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ্ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আঃ রহমান মাদানীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, মাওলানা জাহাঙ্গীর আলম বিক্রমপুরী, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা ইলিয়াস আহমদ কাসেমী, মুফতি শাখাওয়াত উল্লাহ, মাওলানা মুকাররম হোসাইন প্রমুখ।

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা জানান, নাসিরনগরে শনিবার সকাল ১১টার দিকে আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের কলেজ মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখগণ, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মুসলমান এতে অংশগ্রহণ করে। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমানের সঞ্চালনায় সমাবেশে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম, জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান, মাওলানা নজরুল ইসলাম আজিজি, মাওলানা আনোয়ারুল আজিজ, মাওলানা সাহাবুদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল আলম শেখ, প্রভাষক মনিরুল ইসলাম চৌধুরী, মাওলানা শেখ নুরুল আলম, যুবসেনার মাওলানা মাসুদুর রহমান, মাজহারুল হক রাব্বি পাঠানসহ আলেম ওলামা ও পীর মাশায়েখগণ বক্তব্য রাখেন।

ভূঞাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, ভূঞাপুরে সুজন (সুশাসনের জন্য নাগরিক) উদ্যোগে ফিলিস্তিনে আগ্রাসন বিরোধী মানববন্ধন করেছে। সুজন সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদের সভাপতিত্বে শনিবার ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের কাঁচাবাজারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনিদের ওপর ক্রমাগত জুলুম-নির্যাতন, নির্বিচারে হত্যা ও দখলদারিত্বের প্রতিবাদ করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূঁইয়া সুজন সহ-সভাপতি শাহআলম প্রামাণিক ও অধ্যাপক আখতার হোসেন খান, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, প্রবীন সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, সুজন পৌর সভাপতি আব্দুস সালাম, সুজন সহ-সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক অভিজিৎ ঘোষ, ভূঞাপুর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ফরিদুজ্জামান রাসেল, প্রতিভা ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা রেজওয়ানুল করিম রানা, ভূঞাপুর ব্লাড ব্যাংকের সাবেক সভাপতি অনিক, লিলি রহমান প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়।

মহেশপুর (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা জানান, মহেশপুরে বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে কওমি মাদরাসা ও ওলামা পরিষদের উদ্দোগে মুসুল্লিরা একটি মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিন শেষে কলেজ বাসষ্ট্যান্ডে এক সমাবেশে মিলিত হয়। মহেশপুর কওমি মাদরাসা ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা হুমায়ন কবির,ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আলিম,ওলামা পরিদের যুগ্ম সম্পাদক মাওলানা শেখ আসাদ প্রমুখ।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন নৌ-বাহিনীর ২০০ সদস্য

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন নৌ-বাহিনীর ২০০ সদস্য

দুইবার এগিয়ে গিয়েও জেতা হলো না মায়ামির

দুইবার এগিয়ে গিয়েও জেতা হলো না মায়ামির

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

রোনালদোদের নতুন কোচ পিওলি

রোনালদোদের নতুন কোচ পিওলি

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে