ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

নির্বাচনী ব্যানার-পোস্টার এখনো ঝুলছে ঢাকার সড়কে

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১১ জানুয়ারি ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪, ১২:০৬ এএম

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে গত ৭ জানুয়ারি। তবে এখনো রাজধানী ঢাকায় নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত পোস্টার ও ব্যানার পুরোপুরি অপসারণ করা হয়নি। নগরীর বিভিন্ন অলিগলি ও সড়কে এখনো ঝুলছে নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন। এছাড়া বিভিন্ন দেয়ালে লাগানো পোস্টারও অপসারণ করা হয়নি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এরই মধ্যে নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে নির্বাচনী ব্যানার-পোস্টার অপসারণ করা হয়েছে। আগামী দু-একদিনের মধ্যে বাকি ব্যানার-পোস্টার অপসারণ করা হবে।
গত ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসনে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ডিএসসিসির জনসংযোগ বিভাগ সূত্র জানায়, নির্বাচনের পরদিন অর্থাৎ ৮ জানুয়ারি সন্ধ্যা ৭টা থেকে করপোরেশনের ৭৫টি ওয়ার্ডেই একযোগে পোস্টার-ব্যানার অপসারণ কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমে করপোরেশনের প্রায় দুই হাজার পাঁচশো জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন। সড়ক পরিষ্কারের পাশাপাশি তারা এ কাজটি চালিয়ে যাওয়ায় সময় একটু বেশি লাগছে।
গতকাল বুধবার ডিএসসিসির শান্তিনগর, মগবাজার, আরামবাগ, শাহজাহানপুর, যাত্রাবাড়ীর বিভিন্ন সড়কে নির্বাচনী ব্যানার, পোস্টার ঝুলতে দেখা গেছে। একইভাবে ডিএনসিসির তেজগাঁও, মহাখালী, কড়াইল, বাড্ডা এলাকার বিভিন্ন সড়কেও ব্যানার-পোস্টার চোখে পড়েছে। তবে গুলশান, বনানী, বারিধারা এলাকায় কোনো পোস্টার দেখা যায়নি।
নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ প্রসঙ্গে জানতে চাইলে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম বলেন, এখন পর্যন্ত ২১৫ টন ব্যানার-পোস্টার অপসারণ করা হয়েছে।
দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৮ জানুয়ারি সন্ধ্যা ৭টা হতে করপোরেশনের ৭৫টি ওয়ার্ডেই একযোগে এ কার্যক্রম শুরু করে। সন্ধ্যা ৭টা হতে শুরু হয়ে রাতব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়। করপোরেশনের প্রায় ২ হাজার ৫ শত জন পরিচ্ছন্ন কর্মী এ কাজে সম্পৃক্ত থাকবে। নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ প্রসঙ্গে করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, নির্বাচনী পোস্টার-ব্যানারসহ নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত সংশ্লিষ্ট সামগ্রী অপসারণ কার্যক্রম শুরু করা হয়। ধারাবাহিকভাবে এ কাজ পুনরায় শুরু করা হবে। এই অপসারণ কার্যক্রমের মাধ্যমে নির্বাচন পূর্ববর্তী অবয়বে আমরা ঢাকা শহরকে ফিরিয়ে আনতে চাই। এ কর্মক্রম বাস্তবায়নে সম্মানিত প্রার্থীগণকে আমাদের পরিচ্ছন্ন কর্মীদেরকে সহযোগিতা করার জন্য আহবান জানাই। এছাড়াও নগরীর সৌন্দর্য রক্ষার্থে নতুন করে কোনো ধরনের পোস্টার-ব্যানার- ফেস্টুন না লাগানোর জন্য নগবাসীকে আন্তরিকভাবে অনুরোধ করছি।
গত ৮ জানুয়ারি দ্রুত সময়ের মধ্যে ডিএনসিসির আওতাধীন এলাকার সব নির্বাচনী ব্যানার-পোস্টার ও ফেস্টুন অপসারণ করে শহরের পরিবেশ রক্ষার জন্য সংস্থাটির বর্জ্য বিভাগকে নির্দেশ দেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। ওইদিন তিনি বলেছেন, পাঁচ বছর পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে এবার ভোট হয়েছে। নির্বাচন উপলক্ষে প্রার্থীরা তাদের প্রচারণায় পোস্টার-ব্যানার ব্যাবহার করেছেন। দ্রুত সময়ের মধ্যে সব পোস্টার-ব্যানার অপসারণ করতে আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। একই সঙ্গে বিভিন্ন দলের নেতাকর্মীসহ নগরবাসীকে অনুরোধ করছি, নতুন করে আর যেন যত্রতত্র পোস্টার-ব্যানার লাগানো না হয়। আমরা এই শহরকে নোংরা দেখতে চাই না। আমরা দৃশ্যদূষণ চাই না।
তিনি আরও বলেন, আমরা চিত্রকর্মের মাধ্যমে পিলারগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। নির্দিষ্ট জায়গায় পোস্টার লাগানোর জন্য পরীক্ষামূলকভাবে বেশ কিছু বোর্ডও বসানো হয়েছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি শহর গড়ে তুলতে চাই। ঢাকার সব উড়াল সড়কের পিলারগুলো চিত্রকর্মের মাধ্যমে নান্দনিকভাবে সাজিয়ে তোলা হবে।
ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, নির্বাচনি পোস্টারের ব্যাপারে দেয়াল লিখন ও পোস্টার লাগানো আইন ২০১২ আইনসহ নির্বাচনি আচরণবিধি আইনও রয়েছে। কোথায় পোস্টার ও ব্যানার লাগানো যাবে আর কোথায় যাবে না তার উল্লেখ রয়েছে। যথাযথ নিয়মে পোস্টার লাগানো ও অপসারণে নির্দিষ্ট আইন থাকলেও মানছে না কেউ। আর এর সবচেয়ে প্রভাব পড়বে সামনের বর্ষার সময়ে পানিবদ্ধতা সৃষ্টিতে। তাই নগরের নান্দনিকতা ও সৌন্দর্য রক্ষায় রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের যত্রতত্র দেয়াল লিখন ও পোস্টার লাগানো থেকে বিরত থাকার অনুরোধ করেন এই নগর পরিকল্পনাবিদ।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার