চাঁদপুরে ১১ শহীদ পরিবারে জামায়াতের ২২ লাখ টাকা অনুদান
০৭ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম

চাঁদপুরে ১১ শহীদ পরিবারে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২২ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শহরের রসুইঘর কমিউনিটি সেন্টারে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা এ.টি.এম মাসুম বলেছেন, দেশকে আমরা স্বাধীন সার্বভৌম রাখতে চাই, আমাদের অধিকার নিশ্চিত করতে চাই। তাহলে সব শ্রেণি, পেশা ও ধর্মের লোকদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে গড়ে তুলতে হবে। এখানে বিভাজনের রাজনীতি জনগণ ও দেশের জন্য কল্যাণকর নয়। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যারা এর আগে এই দেশকে শাসন করেছিলেন, আজকে আমরা ৫৩ বছর পার করছি স্বাধীনতার পরে কোনো রাজনৈতিক দল, সুশীল সমাজের লোকেরা, আমাদের সমাজের যারা বুদ্ধিজীবী আছেন, যারা রাজনৈতিক নেতা আছেন, কবি ও সাহিত্যিক আছেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই দেশকে মর্যাদার সাথে পরিচালনার জন্য তারা উদ্যোগ নেননি।
তিনি বলেন, বিগত বছরের শাসনে আমলে যারা ছিলেন তারা দেশের লোকদের বিভক্ত করে দেশের শক্তিকে ধ্বংস করেদিয়েছেন। যে কারণে আমাদেরকে এবং দেশকে গভীর সঙ্কটের মধ্যে পড়তে হয়েছে। যারা এদেশকে স্বাধীন করেছেন বলে বড় গলায় কথা বলেন তারাই এদেশকে হুমকির সম্মুখিন করেছেন। দেশের জনগণকে বিভক্ত করে দিয়েছেন। দেশে এমন এক রাজনীতি চালু করেছেন, যে রাজনীতির ফলাফল হচ্ছে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া। তারা সব সময় দেশকে দাঙ্গা হাঙ্গামার মধ্যে রেখেছেন, এর কারণ হচ্ছে এমন পরিস্থিতি থাকলে যারা এদেশকে নিয়ন্ত্রণে রাখতে চায় এবং দেশকে দখল করতে চায় তাদেরই লাভ হবে। এসব কারণেই রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজ সবাইকে ঐক্যবদ্ধ রাখার জন্য কোনো ভূমিকা রাখেননি।
এই নেতা বলেন, আজকে আপনারা দেশের যে কোনো প্রান্তে যাবেন সেখানেই অগণিত শহীদের কবর দেখতে পাবেন। পুরো বাংলাদেশ মূলত শহীদের রক্তে রঞ্জিত। ৪৭ সালের পূর্বে ও পরে, ১৯৭১ সালের পূর্ব ও পরে, সর্বশেষ ৫ আগস্ট পর্যন্ত দেশকে রক্ষার জন্য, দেশের মানুষের অধিকার রক্ষার জন্য, মানুষকে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তায় রাখার জন্য যারা ভূমিকা পালন করেছেন, তাদেরকে ওই অপশক্তি শান্তিতে থাকতে দেয়নি। এই চিত্রই দেখতে পাই আমাদের অতীত ইতিহাস ঘাটলে।
চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম পাটওয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা লিয়াকত আলী ভূঁইয়া, চাঁদপুর জেলার আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, অধ্যাপক মো. আবুল হোসাইন, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহাজাহন খান, সদর উপজেলা জামায়াতের আমির মো. নাছির উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি যুবাইর ইসলাম আসিফ, চাঁদপুর শহর ছাত্রশিবিরের সভাপতি মো. ফারুক হোসাইন ও জেলা ছাত্রশিবির সভাপতি মো. মহররম আলী।
শহীদ পরিবারের পক্ষে শহীদ সামিউ নুরের বাবা আমানুল্লাহ চৌধুরী, শহীদ সিয়াম সরদারের ভাই শরীফ সরদার ও শহীদ আব্দুল্লার বোন আখি আক্তার। মতবিনিময় শেষে ১১ শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ ২ লাখ করে ২২ লাখ টাকা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দয়া হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

ডিএসই’র লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

সড়ক করতে গিয়ে কোনো ধরনের অনিয়ম করা যাবে না

বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট পর্যবেক্ষণ করছে তুরস্ক’

এনসিপির শৃঙ্খলা কমিটির নিরপেক্ষ তদন্ত প্রশংসায় পঞ্চমূখ

নিউইয়র্ক ‘বাংলাদেশ সোসাইটি’র নতুন ট্রাস্টি বোর্ড গঠন

নষ্ট হয়েছে অনেক নথি

এ বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৮% হতে পারে: আইএমএফ

সফররত ওমানের সুলতানের সঙ্গে বৈঠক পুতিনের

প্রদীপের বিরুদ্ধে ডেথ রেফারেন্স শুনানি আজ

ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল আজ

ভারতে সেনা অফিসারকে পেটানোর ঘটনায় নতুন মোড়, উত্তেজনা বাড়ছে

৩ মাসে আয় ৯৯ কোটি টাকা আয়ের অর্ধেকই মুনাফা!

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর বৈঠক

হাসিনার ডিগ্রি বাতিল করতে পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি

আ. লীগের দোসররা ড. ইউনূসের চারপাশে সক্রিয় : জয়নুল আবদিন ফারুক

হত্যা মামলায় গাজীপুর আদালতে আ.লীগের শীর্ষ ৬ নেতা

নারী কমিশনের প্রস্তাব বাতিলের দাবিতে শনিবার বিক্ষোভ ঢাকায়

মাতারবাড়ি বন্দর আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করবে : নৌপরিবহন উপদেষ্টা

মে দিবসে ঢাকায় বড় সমাবেশের ঘোষণা বিএনপির

সাবেক এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা