জাতীয় ইনসাফ কায়েম কমিটির অনুষ্ঠানে অংশ নেননি কর্নেল অলি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৭ মার্চ ২০২৩, ০১:০৬ পিএম | আপডেট: ২৪ মার্চ ২০২৩, ১১:০৯ পিএম

জাতীয় ইনসাফ কায়েম কমিটির (ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস) অনুষ্ঠানে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের অংশ নেননি বলে জানিয়েছে তার দল।
শুক্রবার (১৭ মার্চ) এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার জাতীয় ইনসাফ কায়েম কমিটি আয়োজিত অনুষ্ঠানে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের অংশ নেননি। এই সংগঠনের সঙ্গে এলডিপির কোনো সম্পৃক্ততা নেই। যারা অনুষ্ঠানে ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের অংশগ্রহণ নেওয়ার কথা উল্লেখ করেছেন তারা সম্পূর্ণ ভুল তথ্যের ভিত্তিতে সংবাদটি করেছেন।

 

 


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন