পদ্মা-যমুনায় নাব্যতা সংকটে আটকে আছে পণ্যবাহী কার্গো
২৯ মার্চ ২০২৩, ০১:০৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৪৬ পিএম

পদ্মা ও যমুনা নদীতে নাব্যতা সংকট কাটছে না। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৬নং ফেরি ঘাটে পদ্মা নদীতে আটকে আছে উত্তরাঞ্চলগামী কয়েকটি জরুরী পণ্য বোঝাই কার্গো। এখান থেকেই পণ্য খালাস করতে বাধ্য হচ্ছে।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে দৌলতদিয়া ফেরি ঘাটের ৬ নম্বর ঘাটে গিয়ে দেখাযায়, উত্তরাঞ্চলের পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া, নগরবাড়ী, বাঘাবাড়ী এ নৌপথ। প্রতিদিন বিভিন্ন পণ্যবাহী কার্গো জাহাজ চলাচল করে থাকে। চলতি শুষ্ক মৌসুমে নদীতে পানি অস্বাভাবিক ভাবে হ্রাস পাওয়ায় নৌপথের বিভিন্ন পয়েন্টে অসংখ্য ডুবোচর জেগে উঠেছে। পাশাপাশি চ্যানেলের পানি গভীরতা কমে যাওয়ায় পণ্যবাহী জাহাজ চলাচল চরম ভাবে ব্যাহত হচ্ছে। এক একটি জাহাজ গন্তব্যে পৌঁছাতে ৫-৭ দিন পর্যন্ত সময় লাগছে। এ অবস্থায় চট্রগ্রাম ও মোংলা বন্দর থেকে ছেড়ে আসা পাবনার নগরবাড়ী ও সিরাজগঞ্জের বাঘাবাড়ী বন্দরগামী বিভিন্ন মালামল সার, গম, কয়লা বোঝাই কোস্টার জাহাজ গোয়ালন্দের দৌলতদিয়া ৬নং ফেরি ঘাটে পদ্মা নদীতে নোঙ্গর করে রাখা হয়েছে। আটকে থাকা কার্গো জাহাজ থেকে ট্রলার ও বাল্কহেডের মাধ্যমে পণ্য খালাস করে গন্তব্য নেয়া হচ্ছে।
দৌলতদিয়া পদ্মা নদীতে নোঙর করে আছে এমভি আব্দুল কাদের, এমভি শেখ সুরজাত আলী, এমভি ল্যাবস, এমভি গোলাপ-১, রশিদ শিপিং লাইন, এমভি এসটিএস-১, এমভি মোর্শেদা বেগম সহ ৮টিরও বেশি কোষ্টার জাহাজ। অনেক শ্রমিক ওই জাহাজ থেকে মালামাল নামাতে কাজ করছেন।
জাহাজের মাষ্টার আঃ আলীম বলেন, চিটাগাং থেকে জাহাজ নিয়ে আসতে নৌপথে নদীর মাঝে বড় বড় ডুবোচর জেগেছে। ওইসব ডুবোচরে জাহাজ আটকে যাচ্ছে। ডুবোচরের কারণে নদী পথে ঘুরে আসতে জ্বালানী খরচ ও সময় বেশি লাগছে। তারপর আবার ঘাটে এসে নদীর পারে জাহাজ চাপাতে পারছি না। দৌলতদিয়া ফেরি ঘাটে নদীতে জাহাজ আটকে যাওয়ার কারণে এখানেই ট্রলার ও বাল্কহেডে করে মালামাল খালাস করতে হচ্ছে। নদীতে নাব্যতা সংকটের কারণে বেশির ভাগ জাহাজ দাসকান্দিতে ঘাটে চলে যাচ্ছে।
জাহাজের মাস্টার রশিদ সরদার বলেন, চিটাগাং থেকে দৌলতদিয়ায় আসতে নদীতে পানি থাকলে সময় লাগতো ২-৩দিন। নদীতে পানি কমে যাওয়ায় নাব্যতা সংকটে সময় লাগছে ৬-৭ দিন। আবার ঘাটে এসে মালামাল খালাসের জন্য থাকতে হয় ২-৩দিন। জাহাজ থেকে মালামাল খালাস করে তার পর ছেড়ে যাব বাঘাবাড়ী বন্দরে।
ফেরির মাষ্টার রফিকুল ইসলাম বলেন, ড্রেজিংয়ে একটি চ্যানেল সচল আছে। ওই চ্যানেলটি শুধু মাত্র দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে যাওয়ার সময় ব্যবহার করি। আর পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার সময় স্বাভাবিক নদীপথই ব্যবহার করা হয়। তবে নদীতে অসংখ্য ডুবোচরে ঝুকি থাকলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আপাতত কোন ঝুকি নেই।
বিআইডাবিøটিসি দৌলতদিয়ার ঘাট শাখার সহকারী ম্যানেজার খোরশেদ আলম বলেন, নদীতে নাব্যতা সংকট দেখা দেওয়ার কারণে ফেরি গুলো নদীর ভাটি দিয়ে ঘুরে আসছে। আগের চেয়ে অনেক সময় বেশি লাগছে। নদীর চ্যানেল ঠিক করতে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ড্রেজিংয়ের কাজ চলমান রয়েছে। নদীতে এসব পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য ১২ থেকে ১৭ ফিট পানির গভীরতার প্রয়োজন। তা না থাকায় দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় পণ্য খালাস করতে হচ্ছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর ৪২১তম পরিষদ সভা অনুষ্ঠিত

বাংলাদেশকে যথাযথভাবে কাজে লাগাতে হবে

সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়: রিজভী

পাওনা টাকা চাওয়ায় চার জনকে পিটিয়ে জখম--গ্রেফতার ১

প্রস্তুত রমনা বটমূল, গান-কবিতায় হবে বর্ষবরণ

গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে চাঁদপুরে জমিয়াতুল মোদার্রেছীনের বিক্ষোভ

১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার

গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে ৩জনসহ আটক ২৫

অবশেষে বিটি মাটেই হচ্ছে কেরাণীগঞ্জে সর্ববৃহৎ বৈশাখী মেলা

খুনি হাসিনার দোসর শেখ বাদল এখনো অধরা

নির্বাচিত সরকারকে ক্ষমতায় বসাতে এত অনিহা কেন অন্তবতীকালীন সরকারের, জনগণ তা জানতে চায় - প্রিন্স

সুদানে আরএসএফের হামলায় শতাধিক নিহতের আশঙ্কা

সোনালী ব্যাংকের নতুন ডিএমডি হলেন মো. রেজাউল করিম

চার দিনের সম্মেলনে বিনিয়োগ এসেছে ৩ হাজার ১০০ কোটি টাকার

সিংগাইরে আগুনে পুড়ে নিঃস্ব ২ পরিবার, পুড়লো গরু ও টাকা

অভিবাসীদের জন্য নতুন নিয়ম, গ্রিনকার্ড নিয়ে আরও কঠোর মার্কিন সরকার

বগুড়া চেম্বারে মতবিনিময় সভায় ইরানি রাস্ট্রদূত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ভান্ডার সংরক্ষণের জন্য 'সার্ভার স্টেশন' উদ্বোধন

সৌদি রাষ্ট্রদূতের কাছে পাঁচ মিলিয়ন ডলার দাবি করেছিল প্রতারক চক্র

ম্যান ইউ স্কোয়াড থেকে বাদ ওনানা