ঢাকা   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ | ১৩ কার্তিক ১৪৩১

দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে দেওয়া প্রতিবেদন ভুয়া : চট্টগ্রামে তথ্যমন্ত্রী

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

০৫ মে ২০২৩, ০৭:৪৭ পিএম | আপডেট: ০৬ মে ২০২৩, ১২:০১ এএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর জাপান আমেরিকা ও যুক্তরাজ্য সফরের অর্জনে বিএনপি নেতাদের গাত্রদাহ শুরু হয়েছে। তাদের হতাশা এবং গাত্রদাহ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচারের অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছেন।
গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান আফগানিস্তানের নিচে দেখানো ফ্রান্সভিত্তিক সংস্থা রিপোর্টার্স স্যান্স ফ্রন্টিয়ার্স- এর রিপোর্টকে ভুয়া এবং বিদ্বেষপ্রসূত উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এই রিপোর্টটি একটি উদ্দেশ্যপ্রণোদিত এবং গাঁজাখুড়ি গল্প ছাড়া অন্য কিছু নয়। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা আজকে পৃথিবীতে উন্নয়নশীল দেশগুলোর জন্য উদাহরণ। অনেক ক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা অনেক উন্নত দেশের চেয়েও বেশি।
শুক্রবার (৫ মে) বিকেলে চট্টগ্রাম বেতার কেন্দ্রের মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপনশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা তো দেশের জন্য গিয়েছেন। জাপান আমাদেরকে ৩০ বিলিয়ন ইয়েন বিভিন্ন প্রকল্পে সহায়তা করার চুক্তি করেছে। যে বিশ্ব ব্যাংক আমাদের পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই বিশ্বব্যাংক ভুল বুঝে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে ওয়াশিংটনে নিয়ে গেছে, সাপ্তাহিক ছুটির দিনে তারা অনুষ্ঠানের আয়োজন করেছে এবং ২ দশমিক ২৫ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। সে অর্জনগুলো বিএনপি মানুষের কাছে বিকৃতভাবে কেন মিথ্যাচার করছে সেটিই আমার প্রশ্ন ? মির্জা ফখরুল ইসলাম সাহেবদের অনুরোধ জানাবো, দেশের জন্য জননেত্রী শেখ হাসিনা যেই সাহায্য সহযোগিতা এবং সম্মান বয়ে এনেছেন সেজন্য তারাও সম্মানিত বোধ করতে পারেন।
তিনি বলেন, আইএমএফ-এর প্রধান আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির জন্য শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন। তিনি শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। এগুলো দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের গাত্রদাহ হচ্ছে, সেজন্য তিনি মিথ্যাচার করছেন। একই সাথে তিনি তার মিথ্যাচারের ইতিপূর্বের সকল রেকর্ড ভঙ্গ করেছেন।
ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স স্যান্স ফ্রন্টিয়ার্স- এর প্রতিবেদন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আফগানিস্তানে যেখানে মেয়েরা স্কুল এবং ইউনিভার্সিটিতে যেতে পারে না, যেই আফগানিস্তানে কেউ কথাই বলতে পাওে না, সেটার নিচে বাংলাদেশকে দেখিয়েছে তারা। এতেই তো প্রমাণিত হয় এই রিপোর্টটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া এবং গাঁজাখুড়ি গল্প ছাড়া অন্য কিছু নয়।
তিনি বলেন, এই সংগঠন জননেত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে তাদের অনলাইনে প্রচ্ছদ ছাপিয়েছিল এবং আপত্তিকর ক্যাপশন দিয়েছিল। সেটার প্রেক্ষিতে ফ্রান্সের আদালতে মামলা হয়েছে।
এর আগে চট্টগ্রাম বেতার কেন্দ্র একটি ঐতিহাসিক বেতার কেন্দ্র উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু গ্রেপ্তার হবার পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা যেটি ওয়ারলেসের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল, সেটি এই চট্টগ্রাম বেতার কেন্দ্রে পাঠ করে প্রথম শুনিয়েছিলেন তৎকালীন চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে ২৬ মার্চ সারাদিন এটি প্রচার করা হয়।
তিনি বলেন, পরবর্তীতে ২৭ মার্চ চট্টগ্রাম আওয়ামী লীগের নেতারা যখন সিদ্ধান্ত গ্রহণ করেন একজন সেনাবাহিনীর অফিসার দিয়ে বঙ্গবন্ধুর ঘোষণাটি পাঠ করা প্রয়োজন। তখন প্রথম ইপিআরের অফিসার মেজর রফিক বীর উত্তমের সাথে যোগাযোগ করা হয়। তিনি পরবর্তীতে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হয়েছিলেন। তিনি তখন বলেছিলেন আমি এমবুশ নিয়ে বসে আছি, আমি যদি এখান থেকে সরি, তাহলে মুক্তিযুদ্ধের ক্ষতি হতে পারে। পাকিস্তানিদের আক্রমণ করতে সুবিধা হবে। তাই আমি আমার এমবুশ অবস্থান থেকে সরতে চাইনি। তিনি জিয়াউর রহমানের খোঁজ দিয়েছিলেন।
ড. হাছান বলেন, মেজর রফিকের একটা বই আছে, বইয়ের শিরোনাম ‘লক্ষ প্রাণের বিনিময়ে’। সেই বইয়ে সবিস্তারে বর্ণিত আছে। মেজর রফিক সেই বইয়ে লিখেছেন ২৫ মার্চ রাতে জিয়াউর রহমান সোয়াত জাহাজ থেকে পাকিস্তানিদের অস্ত্র খালাস করতে যাচ্ছিলেন। পথে বাধা পেয়ে তিনি ফেরত আসেন। পরে ২৭ মার্চ জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেন। আজকে অনেক ইতিহাস বিকৃতি ঘটানো হয়েছে। ইতিহাস বিকৃতি চিরদিনের জন্য বন্ধ করার লক্ষ্যে আমরা সমগ্র পৃথিবীর আর্কাইভ থেকে তথ্য সংগ্রহের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রকল্প গ্রহণ করেছি।
তিনি বলেন, আমি কিছুদিন আগে ইংল্যান্ডে গিয়েছিলাম, আমাদের টিম ফ্রান্সেও গিয়েছিল, পৃথিবীর বিভিন্ন আর্কাইভে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, সেগুলো সংরক্ষিত আছে। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা পৃথিবীর বিভিন্ন পত্রপত্রিকায় ২৬ মার্চ এবং ২৭ মার্চ প্রচারিত হয়। এগুলো পৃথিবীর বিভিন্ন আর্কাইভে সংরক্ষিত আছে। আমরা সেগুলো সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছি। পৃথিবীর অন্যতম সেরা আর্কাইভ ব্রিটিশপাতে, সেখান থেকে এরকম ১৫৬ টি ডকুমেন্ট সংগ্রহ করার জন্য আমরা চুক্তিবদ্ধ হয়েছি।
যারা ইতিহাস বিকৃতি ঘটিয়েছে, তারা জানে না বাংলাদেশে বিকৃতি ঘটালেও সারা পৃথিবীতে সত্য ইতিহাস সংরক্ষিত আছে। সেটা তো বিকৃত করা সম্ভবপর হয়নি। আমরা সেটিই সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছি। চিরদিনের জন্য এই বিতর্ক কেউ যেন আর উপস্থাপন করতে না পারে - বলেন তথ্যমন্ত্রী।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইন্দুরকানীতে বিস্ফোরক আইনের মামলায় আওয়ামীলীগ নেতা সহ ৩ জন গ্রেফতার

ইন্দুরকানীতে বিস্ফোরক আইনের মামলায় আওয়ামীলীগ নেতা সহ ৩ জন গ্রেফতার

মার্কিন প্রেসিডেন্টের হাতে একচ্ছত্র পারমাণবিক ক্ষমতা বিপজ্জনক

মার্কিন প্রেসিডেন্টের হাতে একচ্ছত্র পারমাণবিক ক্ষমতা বিপজ্জনক

ছয় মাসেই পাকিস্তানের দায়িত্ব ছাড়লেন কার্স্টেন

ছয় মাসেই পাকিস্তানের দায়িত্ব ছাড়লেন কার্স্টেন

মোহাম্মদপুরে সন্ত্রাসীসের রাজনৈতিক মদতদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

মোহাম্মদপুরে সন্ত্রাসীসের রাজনৈতিক মদতদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

এফবিসিসিআই-রিহ্যাব বৈঠক ড্যাপে ফারের বৈষম্য দূরের দাবি

এফবিসিসিআই-রিহ্যাব বৈঠক ড্যাপে ফারের বৈষম্য দূরের দাবি

যবিপ্রবি আলোচিত ১৪টির মধ্যে অকেজো ও বন্ধ রয়েছে ১০টি

যবিপ্রবি আলোচিত ১৪টির মধ্যে অকেজো ও বন্ধ রয়েছে ১০টি

বস্ত্র ও পাট উপদেষ্টার সঙ্গে দ.কোরিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ

বস্ত্র ও পাট উপদেষ্টার সঙ্গে দ.কোরিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ

বরিশালে ‘এইচপিভি টিকাদান কর্মসূচী’র সফলতা আশাব্যঞ্জক নয়

বরিশালে ‘এইচপিভি টিকাদান কর্মসূচী’র সফলতা আশাব্যঞ্জক নয়

অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে গঠিত হলো বিশেষ সেল

অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে গঠিত হলো বিশেষ সেল

সৌদির কাছে আরও বিনিয়োগ চাইলেন প্রধান উপদেষ্টা

সৌদির কাছে আরও বিনিয়োগ চাইলেন প্রধান উপদেষ্টা

"জাপানের চলচ্চিত্র উৎসবে নির্মাতা আবু শাহেদ ইমনের দারুণ সাফল্য অর্জন"

"জাপানের চলচ্চিত্র উৎসবে নির্মাতা আবু শাহেদ ইমনের দারুণ সাফল্য অর্জন"

ডিবি হারুনের শতকোটি টাকার “ক্যাশিয়ার” মোকাররম সর্দার গ্রেফতার, অতঃপর জামিন

ডিবি হারুনের শতকোটি টাকার “ক্যাশিয়ার” মোকাররম সর্দার গ্রেফতার, অতঃপর জামিন

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই : ডা. শফিকুর রহমান

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই : ডা. শফিকুর রহমান

বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু

বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু

ইসরায়েল হামলা চালানোর কয়েক ঘণ্টা আগেই টের পেয়েছিল ইরান

ইসরায়েল হামলা চালানোর কয়েক ঘণ্টা আগেই টের পেয়েছিল ইরান

সোনারগাঁওয়ের প্রাইভেট কার চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

সোনারগাঁওয়ের প্রাইভেট কার চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

হাসিনার ঘনিষ্ঠ ধনকুবেররা ১৭ বিলিয়ন ডলার পাচার করেছে: গভর্নর

হাসিনার ঘনিষ্ঠ ধনকুবেররা ১৭ বিলিয়ন ডলার পাচার করেছে: গভর্নর

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের অধ্যায়

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের অধ্যায়

হাসিনার দোসর তো অনেকেই আছে, প্রেসিডেন্টকে নিয়ে এত ব্যস্ত কেন: রিজভী

হাসিনার দোসর তো অনেকেই আছে, প্রেসিডেন্টকে নিয়ে এত ব্যস্ত কেন: রিজভী

দেশের টাকা বিদেশে পাচার করেছে - জেলা আমীর আনওয়ারুল ইসলাম

দেশের টাকা বিদেশে পাচার করেছে - জেলা আমীর আনওয়ারুল ইসলাম