চট্টগ্রামে কিশোর গ্রুপের বিরোধের জোড়া খুন
০৯ মে ২০২৩, ০৮:৪২ এএম | আপডেট: ০৯ মে ২০২৩, ০৮:৪২ এএম
নগরীর পাহাড়তলী থানার বিটাক মোড় এলাকায় প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে দুই কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছে। গতকাল সোমবার রাতে স্থানীয় এক শ্রমিকলীগ নেতার অফিসে দুই পক্ষের সমঝোতা বৈঠকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন হলেন মোহাম্মদ মাসুম (৩০) ও মোহাম্মদ সজীব (২০)। চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে এই দুইজন মারা গেছেন।
এই ঘটনায় ছুরিকাহত হয়ে চমেক হাসপাতালে শিহাব ও মেহেদী নামে দুই ভাই ভর্তি আছে। নিহত মো. সজীব স্থানীয় মো. গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পেশায় অটো রিকশা চালক। অপরজন হচ্ছে মো. মাসুম, পিতা মো. এবাদুর রহমান। তিনি পেশায় ব্যাটারির মিস্ত্রি। তারা পাহাড়তলীর ভাড়া বাসায় থাকেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এক তরুণ ও তরুণীকে নিয়ে তার বন্ধুদের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি নিয়ে সন্ধ্যায় বৈঠকে বসে উভয়পক্ষ। সেখানে বিরোধ মিটমাটের সময় দুষ্কৃতকারীরা পেছন থেকে ছুরিকাঘাত করে। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঠিক কারণ জানার চেষ্টা চলছে। আমাদের পুলিশের একটি দল জড়িতদের ধরতে কাজ করছে। ছুরিকাঘাতে আহতদের মেডিকেলে নিয়ে আসেন তাদের বন্ধু পরিচয় দানকারী সাগর নামে একজন।
তিনি বলেন, সন্ধ্যার দিকে শিহাব নামে আমাদের এক বন্ধু তার বান্ধবীকে নিয়ে সাগরিকা স্টেডিয়াম এলাকায় বেড়াতে গিয়েছিল। এসময় এলাকার তিন ছেলে তাদের ফলো করে। শিহাব তার বান্ধবীকে নিয়ে আটো রিক্সা করে চলে আসার সময় তিন যুবক বিটেক মোড়ে অটো রিক্সাটি আটক করে শিহাবের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়। তারা শিহাবকে চড় থাপ্পরও দেয়। শিহাব ঘটনাটি তার বড় ভাই মেহেদীসহ অন্য বন্ধুদের ফোনে জানায়। এরপর মেহেদী এসে ওই তিন যুবককে থাপ্পর দেয়।
ঘটনার কিছুক্ষণ পর এলাকার এক শ্রমিক লীগ নেতা শিহাবকে ফোন দিয়ে বিষয়টি সমাধানের জন্য তার অফিসে আসতে বলে। এসময় শিহাব, তার বড় ভাই মেহেদীসহ তার বন্ধুরা ওই নেতার অফিসে যায়। আগে থেকে ওই তিন যুবকও সেখানে ছিল। তাদের মধ্যে বৈঠক চলাকালে উভয় পক্ষের মারমারি শুরু হয়। এক পর্যায়ে মাসুম ও সবুজ ছুরিকাঘাতে মারাত্মক আহত হন। তাদেরকে চমেক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এদিকে শিহাব ও তার বড় ভাই মেহেদীও ছুরিকাঘাতে আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি আছে বলে জানান পাহাড়তলী থানার এসআই ইমাম।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইসরায়েলি হামলায় ইয়েমেন ও গাজায় ব্যাপক প্রাণহানি
হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন
সচিবালয়ে আগুন: সংগ্রহ করা হলো সিসিটিভি ভিডিও
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী আসমা
টেস্ট ক্যারিয়ারের রেকর্ডময় ৩৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন স্মিথ
জাহাজে ৭ খুন : লাগাতার কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান শ্রমিকেরা
লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল
ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি