নোবিপ্রবি’তে ছাত্রীদের যৌন হয়রানি, অভিযুক্ত শিক্ষকের স্বেচ্ছায় পদত্যাগ
২৯ আগস্ট ২০২৩, ০৮:৪৬ পিএম | আপডেট: ৩০ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
নম্বর টেম্পারিং ও ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগে শাস্তি পাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা বিভাগের শিক্ষক এসএম মুশফিকুর রহমান আশিক পদত্যাগ পত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণে এ পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষা বিভাগের শিক্ষক এসএম মুশফিকুর রহমান আশিকের পদত্যাগ পত্র আমরা হাতে পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা অনুষদের ডিন ও শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিপ্লব মল্লিক জানান, এসএম মুশফিকুর রহমান আশিক ব্যক্তিগত কারণ দেখিয়ে বিভাগীয় চেয়ারম্যান হিসেবে আমার নিকট পদত্যাগপত্র জমা দিয়েছে। আমি নিয়মানুযায়ী পত্রটি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। এছাড়া পদত্যাগপত্রের চিঠিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের সাথে তার সঙ্গে সম্পর্কিত হিসেব-নিকেশ জানতে চেয়েছে। এসব হিসেব সম্পন্ন করে তাকে ছাড়পত্র দেয়া হবে এবং রিজেন্ট বোর্ডে এটি উত্থাপন করে অফিসিয়ালি তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল সম্পর্ক শেষ করা হবে।
এর আগে বিভাগের একাধিক ব্যাচের শিক্ষার্থীদের নম্বর টেম্পারিং ও ছাত্রীদের যৌন হয়রানিসহ নানা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৫৬ তম সভার সিদ্ধান্তক্রমে গত ৯ ফেব্রুয়ারী এক অফিস আদেশের মাধ্যমে এসএম মুশফিকুর রহমান আশিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব শাস্তির মধ্যে ছিল আগামী ৫ বছরের জন্য সহকারী অধ্যাপক থেকে তাকে প্রভাষক পদে পদাবনতি, ভবিষ্যতে এমন কোন অভিযোগ উঠলে স্থায়ীভাবে চাকুরিচ্যুত করা এবং শিক্ষাছুটি ও প্রমোশন-আপগ্রেডেশনের জন্য আবেদন করতে না পারার বিষয়টিও রয়েছে।
এছাড়াও যে সকল ব্যাচের শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, ওই ব্যাচসমূহের সকল অ্যাকাডেমিক ও সকল প্রশাসনিক কাজে তিনি অংশ নিতে পারবেন না। বিভাগের নতুন ব্যাচে তিনি ক্লাস ও পরীক্ষার কাজে অংশ নিতে পারবেন। তবে তার ক্লাস কার্যক্রম বিভাগীয় চেয়ারম্যান নিবিড় পর্যবেক্ষণ করবেন।
পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে পদত্যাগী শিক্ষক এস এম মুশফিকুর রহমান আশিককে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রসঙ্গত; ২০২২ সালের ১৪ আগস্ট এই শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ১৮ শিক্ষার্থী। এতে মোট ১৬টি বিষয় উল্লেখ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। যার মধ্যে রয়েছে নির্দিষ্ট কোনও কারণ ছাড়াই বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদেরকে রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ভয়ভীতি (পরীক্ষার ফলাফলের) প্রদর্শনের মাধ্যমে তার নিজস্ব অফিস কক্ষে বসিয়ে রাখতে বাধ্য করা, অনলাইন পরীক্ষার ভাইভা বোর্ডে ছাত্রীদের অশালীন প্রশ্ন করা, নিজের পছন্দের শিক্ষার্থীকে দিয়ে একই ব্যাচের অন্যান্য শিক্ষার্থীদের ফলাফল রেজাল্ট শিটে লিপিবদ্ধ করা, শ্রেণিকক্ষে থাকার থেকে শিক্ষকদের রুমে থাকলে সিজিপিএ ভালো করা যায়, এ ধরনের বিভিন্ন কথা বলা, মার্কস বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছাত্রীদের বিভিন্নভাবে অশালীন ও অনৈতিক ইঙ্গিত প্রদান করা হতো।
এছাড়াও পরীক্ষা চলাকালীন পছন্দের শিক্ষার্থীদের অনৈতিক সুযোগ-সুবিধা প্রদান করা, শিক্ষার্থীদের পরীক্ষার হলে ও শ্রেণিকক্ষে সরাসরি হুমকি প্রদান করা এবং অপমান, অপদস্ত, লাঞ্ছিত করা, ক্লাস টেস্ট ও ব্যবহারিক পরীক্ষাসহ অ্যাকাডেমিক বিভিন্ন বিষয়ে পক্ষপাতিত্বপূর্ণ আচরণের মাধ্যমে পছন্দের শিক্ষার্থীদের বেশি নম্বর প্রদান করা, পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করে তখনই ফলাফল প্রদান এবং ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের তিনি বিভিন্ন বিরূপ মন্তব্য করার অভিযোগ ছিল বিভাগীয় শিক্ষার্থীদের।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
আশুলিয়ায় স্ট্যান্ডে চাঁদার দাবীতে হামলার অভিযোগ; আহত-১৩
শুটিংয়ে গিয়ে আপত্তিকর আচরণ করায় নির্মাতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
সালাম মুর্শেদীর ৪ মামলার জামিন নামঞ্জুর
সম্প্রীতির জন্য রাখাইন রাজ্যে টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন অপরিহার্য: পররাষ্ট্র উপদেষ্টা
গবিসাসের নতুন সভাপতি সানজিদা, সম্পাদক ইভা
গাজীপুরের শ্রীপুরে কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
খুবির উৎকর্ষ সাধনে পাশে থাকবে ইরান
বঙ্গবন্ধু রেলসেতুর নাম বদলে হলো ‘যমুনা রেলসেতু’
মানিকগঞ্জ-২ আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি হরিরামপুর-শিবালয়বাসীর
গোয়ালন্দে সুইট হাট জাতের মিষ্টি কুমড়া চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের
হঠাৎ কেন দোয়া চাইলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া!
শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে : শিক্ষা উপদেষ্টা
এবার ৯৭ বলে অপরাজিত ২০১ রিজভির
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক
বাংলাদেশী রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত, সমালোচনার ঝড়
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে নিয়ে জনগণের অসন্তোষ
ইসরায়েলে হামলার জবাবে এবার ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র
কাপ্তাই লেকে জেগে ওঠা ভাসামান তীরে সবুজ ফসলের সমারোহ
বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, ৩ দালাল আটক
ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা