ঢাকা   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

অমসৃণ-খসখসে নিউজপ্রিন্টে নেওয়া হয় কুবিতে পরীক্ষা

Daily Inqilab কুবি সংবাদদাতা

৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৭ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০২ পিএম

 

 

অমসৃণ-খসখসে নিউজপ্রিন্ট, ছোট-বড় ছিদ্র, নিম্নমানের ও বিভিন্ন অংশে কালছে দাগ সম্বলিত খাতা দিয়ে মিডটার্ম ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার হিড়িক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। তবে বিষয়টি নিয়ে ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে।

 

খোঁজ নিয়ে জানা যায়, বিগত কয়েক বছরের তুলনায় নিম্নমানের কাগজে সেমিস্টার ও মিডটার্ম পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে । শিক্ষার্থীদের অভিযোগ বর্তমানে সরবরাহকৃত অমসৃণ-খসখসে নিউজপ্রিন্ট (মোটা) কাগজে লিখতে বিড়ম্বনায় পড়ছেন তারা। এছাড়াও এক পৃষ্ঠার লিখা অপর পৃষ্ঠায় ভেসে উঠা, কাগজে ছোট বড় ছিদ্র থাকা ও কাগজের বিভিন্ন অংশে কালো কালো দাগ রয়েছে।

 

এদিকে পেপার রিকুইজিশন কমিটি, যাচাই বাছাই কমিটি ও ক্রয় কমিটির দায়িত্ব পালন নিয়েও রয়েছে নানা প্রশ্ন। খাতার গুনগত মান নিয়ে নানা মন্তব্য চলছে শিক্ষক-শিক্ষার্থীদের মুখে মুখে। তবে সেমিস্টার ও মিডটার্মের কাগজ নিম্নমানের হওয়ার কথাটি স্বীকার করলেও এ কাগজেই সকল পরীক্ষা দিতে হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্তাব্যক্তিরা।

 

যদিও বিগত অর্থবছরগুলোতে বেসরকারী প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস থেকে সরবরাহকৃত হোয়াইট প্রিন্ট মসৃণ কাগজে পরীক্ষা নেওয়া হতো। তবে ২০২২-২৩ অর্থবছরে (জুন-জুলাই) জরুরি পরিস্থিতিতে উপাচার্যের নির্দেশে জিটুজি পদ্ধতিতে চলতি বছরের মে ও জুন মাসে প্রায় ২ লক্ষাধিক খাতা সরবরাহ করে কর্ণফুলী পেপার মিলস লিমিটেড। তবে এর আগে পরীক্ষার কাগজ ক্রয়ের জন্য টেন্ডার আহ্বান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

জানা যায়, ২০২২ সালের ৮ই ডিসেম্বর কাগজ ক্রয়সংক্রান্ত একটি টেন্ডারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তিবদ্ধ হয় ঢাকার ফকিরাপুলে অবস্থিত একটি বেসরকারী প্রতিষ্ঠান 'বর্ণলিপি'র। ঐ টেন্ডারের চুক্তি মূল্য নির্ধারণ করা হয় ১৬ লক্ষ ১৯ হাজার ৮৮০ টাকা। চুক্তি অনুযায়ী কাগজ সরবরাহ করার শেষ সময় নির্ধারণ করা হয় ২০২৩ সালের ১২ই ফেব্রুয়ারি। কিন্তু বৈশ্বিক সংকটের কারণে কাগজের মূল্য বেড়ে যাওয়ায় চুক্তি অনুযায়ী সেসময় কাগজ সরবরাহ করতে পারেনি প্রতিষ্ঠানটি। পরবর্তীতে জরুরি ভিত্তিতে কাগজ ক্রয় হয় কর্ণফুলি পেপার মিলস লিমিটেডে থেকে। তবে কাগজ ক্রয়ের আগে কাগজের মান যাচাই না করার অভিযোগ উঠেছে যাচাই বাছাই কমিটির বিরুদ্ধে।

 

এর আগে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্যাহকে আহ্বায়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল করিম চৌধুরীকে সদস্য সচিব করে খাতা রিকুইজিশন কমিটি গঠন করা হয়। এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল্লাহ -আল-মামুন, অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক এস. এম. মাহমুদুল হক এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সেকশন অফিসার মো. তাজুল ইসলাম।

 

এদিকে মানহীন খাতা ক্রয়ের যাচাই-বাছাই কমিটিতে কারা ছিলেন, কীভাবে মান যাচাই করেছেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের প্রধান মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।

 

মানহীন খাতার বিষয়টি উল্লেখ করে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ বলেন, খাতার প্রথম পৃষ্ঠায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় লিখা সম্বলিত যে লোগো, আইডি নেম ও অন্যান্য তথ্যগুলো রয়েছে সেগুলো অপর পৃষ্ঠায় দেখা যায়। ফলে ঐ জায়গাগুলোতে যদি আমরা লিখি তাহলে লেখাগুলো স্পষ্ট কম থাকে। আমরা অনেকে কলমে কম প্রেসার দিয়ে লিখি, আবার অনেকে বেশি প্রেসার দিয়ে লিখি। যারা বেশি প্রেসার দিয়ে লিখি তাদের লিখাগুলো ঐ পেইজে একটু হিজিবিজি দেখা যায়।

 

নিম্নমানের কাগজে লিখা যায় না মন্তব্য করে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাফাত মুহাম্মদ ওয়াসিব বলেন, অতীতে আমরা দেখেছি যে খাতাগুলো দিয়ে মিডটার্ম পরীক্ষা নেওয়া হতো তা অনেক ভালো ছিল। কিন্তু হঠাৎ করে লক্ষ্য করছি আমাদের মিডটার্ম পরীক্ষায় যে খাতাগুলো দেওয়া হচ্ছে সেগুলো অনেক নিম্নমানের, ঠিকমতো লিখা যায় না। এতে করে পরীক্ষার সময় আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। আমাদের যাতে করে অতীতের ন্যায় ভালো মানের কাগজ সরবরাহ করা হয় সে জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি ।

 

গত ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অর্থনীতি বিভাগের মাইক্রো ইকোনমিক থিওরী'র (ইকো-৩২১) সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন বনলতা (ছদ্মনাম) নামের এক ছাত্রী। তিনি অভিযোগ করে বলেন, আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার খাতাগুলো অনেক নিম্নমানের ছিল। খাতার মাঝখানে ছেঁড়া এবং কালো কালো ছোট ছোট দাগ রয়েছে। এছাড়াও খাতা অমসৃণ, খসখসে হওয়ায় লিখার ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তিনি আরো বলেছেন, খোলা চোখে খাতাগুলো দেখতেও অনেক খারাপ লাগে। কারণ খাতার একেক পৃষ্ঠায় একেক কালার।

 

এদিকে পূর্বের খাতার সাথে বর্তমানে সরবরাহকৃত খাতার গুণগত মান যাচাইয়ের জন্য কুমিল্লার কয়েকটি পাইকারী কাগজ বিক্রয়কারী প্রতিষ্ঠানের কর্ণধারদের সাথে কথা হয় প্রতিবেদকের। তাদের ভাষ্য, খাতা দুটি খালি চোখে দেখেই বুঝে যায় দুটি'র মধ্যে কত ব্যবধান। একটি খাতা হোয়াইট প্রিন্ট কাগজ (পূর্বের সরবরাহকৃত)। অন্যটি মোটা নিউজ প্রিন্ট কাগজ (বর্তমানে সরবরাহকৃত)। বর্তমানে সরবরাহকৃত কাগজের থিকনেস অনেক কম, মালের গ্লেসও অনেক কম এবং দামেও পার্থক্য রয়েছে অনেক। এছাড়াও বর্তমানে সরবরাহকৃত কাগজগুলো খসখসে হওয়ার কারণে লিখার জন্য আগের কাগজের চেয়ে কষ্টকর হবে।

 

বর্তমানে সরবরাহকৃত কাগজ নিম্নমানের হওয়ার কথা স্বীকার করেছেন পেপার ক্রয় কমিটির আহ্বায়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্যাহ। তিনি বলেছেন, খাতাগুলো খোলা চোখে দেখতেও ভালো দেখায় না। খাতার মান যেহেতু খারাপ তাই এ বিষয়ে নূরুল করিমকে বলেছি যে এ খাতা দিয়ে মিডটার্ম পরীক্ষা দিতে শিক্ষার্থীরা কমফোর্ড ফিল করছে না। এ খাতা দিয়ে সেমিস্টার পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আপনারা এ বিষয়টি প্রশাসনের উচ্চ মহলে অবগত করেন।

 

এমন মানহীন কাগজ ক্রয়ের বিষয়ে তিনি বলেন, আগে কাগজ কেনা হতো বসুন্ধরা থেকে। তবে এবার কাগজের সংকট দেখা দিলে জরুরি প্রয়োজন সাপেক্ষে জিটুজি'র আওতায় উপাচার্য মহোদয়ের নির্দেশে কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের কাছ থেকে কেনা হয়। আমরা ভেবেছিলাম সরকারি প্রতিষ্ঠান হওয়ায় খাতার মান ঠিক থাকবে কিন্তু এখন দেখছি খাতার মান তেমন ভালো নয়। যদিও এর আগে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে টেন্ডার হলেও তারা সঠিক সময়ে কাগজ আমাদের সরবরাহ করতে পারেনি। তবে আগের কাগজের চাইতে এখনকার কাগজের দাম তুলনামূলক কম।

 

একই কথা বলছেন পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল করিম চৌধুরী। তিনি বলেছেন, খাতাগুলোর মান আগের চেয়ে খারাপ। খাতার পেজগুলো মাল্টিকালার। এই খাতা দিয়েই সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আমি উপাচার্য স্যারকে বিষয়টি অবহিত করেছি যে এ পেপার আর আনা বা ব্যবহার করা উচিত হবে না।

 

কাগজের মান খারাপ ও ক্রয়সংক্রান্ত বিষয়ে একই কথা বলেছেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানও। তিনি জানান, কর্ণফুলী পেপার মিলের অতীতের যে ঐতিহ্য সেটি এখন আর নেই। আমরা কাগজ আনার পর তা বুঝতে পেরেছি। কাগজের গুণগতমান নিয়ে প্রশ্ন রয়েছে এটা সত্য। তবে আমাদের তৎকালীন উদ্ভূত পরিস্থিতির কারণে কাগজ ক্রয় করতে আমরা বাধ্য হই। তবে কাগজের দামও পূর্বের চেয়ে এক-তৃতীয়াংশে নেমে এসেছে।

 

এতগুলো কমিটি গঠন করারও পরে বিশ্ববিদ্যালয়ে নিম্নমানের কাগজ আসার পিছনে দায়ভার কার এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখানে কমিটির কোন দায়ভার নাই। কারণ কমিটি কাজ করেছে তা হলো টেন্ডার আহ্বান করে কীভাবে ভালো কাগজ কেনা যায়। গতানুগতিক ধারায় কিংবা অতীতেও যে-রকম আমরা কোয়ালিটি মেইনটেইন করেছি সে কাজটি কমিটি করেছে।

 

শিক্ষার্থীদের ভোগান্তি কীভাবে লাঘব করবেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু কাগজ কেনা হয়ে গেছে, সেজন্য কাগজগুলো এখন ব্যবহার করতে হবে। তবে চলতি অর্থবছরে (২০২৩-২৪) ভালোমানের কাগজ কেনার বিষয়টি আমরা লক্ষ্য রাখবো।

 

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, তুমি এক্সাম কন্ট্রোলারের সাথে যোগাযোগ করো। আমার অনেক প্রোডাক্টিভ কাজ আছে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য। আমাকে এসব বিষয়ে কল দিবা না। এ কথা বলে প্রতিবেদকের কল কেটে দেন উপাচার্য।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
আরও

আরও পড়ুন

ঐক্য-সংস্কার-নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ

ঐক্য-সংস্কার-নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ

ইহুদিদের ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা

ইহুদিদের ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা

কাকরাইলে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কাকরাইলে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ইয়েমেনে ইসরাইলি হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ডব্লিউএইচও প্রধান

ইয়েমেনে ইসরাইলি হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ডব্লিউএইচও প্রধান

ইসরায়েলি হামলায় ইয়েমেন ও গাজায় ব্যাপক প্রাণহানি

ইসরায়েলি হামলায় ইয়েমেন ও গাজায় ব্যাপক প্রাণহানি

হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

সচিবালয়ে আগুন: সংগ্রহ করা হলো সিসিটিভি ভিডিও

সচিবালয়ে আগুন: সংগ্রহ করা হলো সিসিটিভি ভিডিও

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী আসমা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী আসমা

টেস্ট ক্যারিয়ারের রেকর্ডময় ৩৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন স্মিথ

টেস্ট ক্যারিয়ারের রেকর্ডময় ৩৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন স্মিথ

জাহাজে ৭ খুন : লাগাতার কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান শ্রমিকেরা

জাহাজে ৭ খুন : লাগাতার কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান শ্রমিকেরা

লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল

লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল

ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড

ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড

শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম

শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম

পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং: ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং: ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন

কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের

কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের

৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী

৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী