ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

বরিশালে শাসক দলে আগামি নির্বাচন কেন্দ্রীক অভ্যন্তরীন কোন্দল ক্রমশ ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরী করছে

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

২২ অক্টোবর ২০২৩, ০৪:৫৫ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৩, ০৪:৫৫ পিএম

 

আগামি সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ও সবার অংশগ্রহণে দেশ-বিদেশের জোরালো চাপের মধ্যেই বরিশালের বিভিন্ন আসনের প্রার্থী নিয়ে ক্ষমাতাসীন দলের কলহ ক্রমশ জোরালো হচ্ছে। বিষয়টি নিয়ে দলের অভ্যন্তরীন কোন্দল ক্রমশ ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরী করছে বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক। বরিশাল বিভাগীয় সদর ছাড়াও এ অঞ্চলের বেশীরভাগ আসনেই ক্ষমতাসীন দলের বর্তমান এমপিদের বিরুদ্ধে দলের অভ্যন্তরেই বিশাল প্রতিপক্ষ তৈরী হয়েছে ইতোমধ্যে। দলীয় অভ্যন্তরীন কোন্দলে বরিশাল মহানগরী সহ এ অঞ্চলে অনেক এলাকাতেই এমপিদের সাথে দলীয় স্থানীয় নেতৃবৃন্দের দূরত্ব অনেকটাই বেড়ে গেছে বলেও মনে করছে মহলটি। এমনকি অনেক এলাকার এমপিদের যেকোন অনুষ্ঠান ও দলীয় কর্মসূচীতেও স্থানীয় বেশীরভাগ নেতৃবৃন্দ অংশ নেন না। পাশাপাশি বরিশালের ২১টি আসনেই ক্ষমতাসীন মহাজোটের মূল শরিক আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়ন লাভের আশায় মরিয়া। তাদের প্রায় সবারই মনোভাব, ‘দলীয় মনোনয়ন লাভের অর্থই নির্বাচিত হওয়া’। এ মানসিকতা ‘ভোটের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার সাথে দলীয় কোন্দল বৃদ্ধি সহ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে’ বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।
পরিস্থিতি এতটাই অবনতি ঘটেছে যে, বরিশালের উজিরপুর-বানারীপাড়া এলাকার এমপি সাবেক ছাত্র নেতা শাহে আলমকে সম্প্রতি বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন অভিযোগে কৈফিয়ত তলব করেছে। অপরদিকে না জানিয়ে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করায় বরিশাল জেলা আওয়ামী লীগ বানারীপাড়া আওয়ামী লীগ নেতৃবন্দকে পাল্টা কৈফিয়ত তলব করেছে ইতোমধ্যে। পরিস্থিতি সেখানে উত্তপ্ত।
বরিশালের বাবুগঞ্জ-মুলাদী আসনটি ক্ষমতাসীন দল আনুষ্ঠানিকভাবে ওয়ার্কার্স পার্টিকে দিয়ে রাখলেও দলটির অনানুষ্ঠানিক সমর্থনে এখানে বর্তমান মেয়াদে এমপি হয়েছেন জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু। মহাজোটের প্রার্থী ওয়ার্কার্স পাটি’র টিপু সুলতান ২০১৮’র নির্বাচনে ৪র্থ স্থানে ছিলেন। তিনি ২০১৩’র নির্বাচনে ওয়ার্কার্স পার্টি থেকে এমপি নির্বাচিত হলেও আম-জনতার সাথে সম্পর্ক ধরে রাখতে পারেন নি।
আওয়ামী লীগের কাছে সর্বাধিক উত্তপ্ত হিজলা-মেহেন্দিগঞ্জের বরিশাল-৪ আসনটি নিয়ে দলের অভ্যন্তরেও দুঃশ্চিন্তা তৈরী হয়েছে। এখানে বর্তমান এমপি পঙ্কজ দেবনাথের মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পদক ড. শাম্মি আহমদ। নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ও অনিশ্চয়তার মধ্যেই এ আসনে দলীয় প্রার্থী নিয়ে অভ্যন্তরীন কোন্দল চরম আকার ধারণ করেছে। উভয় প্রার্থী একে অপরের বিরদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন প্রকাশ্যে। উভয়েই দলের মধ্যে আলাদা অনুসারীও তৈরী করেছেন। এমনকি গত কয়েক বছরে পঙ্কজ দেবনাথের পক্ষে-বিপক্ষের দুটি গ্রুপের দ্বন্দ্ব অনেক সময়ই রক্তক্ষয়ী সংঘর্ষেরও রূপ নিয়েছে বহুবার। এরই ফলশ্রুতিতে কয়েকটি হত্যাকান্ডও সংঘটিত হয়েছে। নানা অভিযোগে পঙ্কজকে দলীয় সব পদ থেকে অব্যাহতিও দেয়া হয় ইতোপূর্বে। তারপরেও সেখানে আওয়ামী লীগের রাজনৈতিক শত্রু ভিন্ন কোন দল নয়।
বরিশাল-৫ সদর আসনের পরিস্থিতিও ক্রমশ নাজুক হচ্ছে। এ আসনটি ১৯৭৩-এর জাতীয় নির্বাচনের পরে আওয়ামী লীগের হাতছাড়া ছিল। এমনকি ২০০৮-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনেও বরিশাল সদর আসনটি বিএনপি’র দখলে ছিল। তবে ২০১৩’র বিএনপির অংশ গ্রহণবিহীন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরন বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হলেও তার অকাল মৃত্যুতে শুণ্য আসনের উপ-নির্বাচনে তার স্ত্রী বিজয়ী হন। সে নির্বাচনেও বিএনপি অংশ নেয়নি। এমনকি আওয়ামী লীগের অঘোষিত মিত্র জাতীয় পার্টিও পরোক্ষভাবে সমর্থন দিয়ে উপ-নির্বাচনের মাঠে ছিলনা। ইসলামী আন্দোলনও ‘নানা কারণে’ সে উপ-নির্বাচনে অংশ নেয়নি। ২০১৮’র ভোটার বিহীন নির্বাচনে বিএনপি সহ বিরোধী দল অংশগ্রহণ করলেও সকাল ৯টার মধ্যে ভোট গ্রহণ শেষ হলে ১১টার দিকে বিএনপি ও ইসলামী আন্দোলন নির্বাচন থেকে সরে দাঁড়াবার ঘোষণা দেয়। ফলে বিগত কয়েকটি বছর বরিশালের রাজনৈতিক অঙ্গনে নানা অস্বস্তি রয়েছে।
ইতোমধ্যে গত ১২ জুন বরিশাল সিটি নির্বাচনে বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ দলীয় মনোনয়ন না পাবার পাশাপাশি দলের শীর্ষ পর্যায়ের নির্দেশে পুরো নির্বাচনকালীন দুটি মাস ঢাকায় অবস্থানে বাধ্য হন। এমনকি সিটি নির্বাচনে ভোট দিতে পর্যন্ত পারেন নি। প্রায় আড়াই মাস পরে ফুপাতো ভাই যুব লীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশকে নিয়ে বরিশালে ফিরে পরিস্থিতি সামলে উঠেই আগামি সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনে প্রার্থী হবার লক্ষ্যে কাজ শুরু করেছেন।
ইতোমধ্যে নগরী জুড়ে নানা রং-বেরঙের ব্যানার ও ফেস্টুনে সাদেক আবদুল্লাহর ছবি সহ আগামি নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে তাকে আওয়ামী লীগের প্রার্থী দেখতে চেয়ে আবেদন নিবেদন শোভা পাচ্ছে। অপরদিকে বর্তমান এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম’ও মাঠ পর্যায়ে তার অনুসারী নেতা-কর্মীদের নিয়ে মাঠে রয়েছেন।
তবে এ দুজনের বাইরেও আরো কয়েকজনের নাম শোনা যাচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকায়। যাদের মধ্যে বরিশাল-১ ও ২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, একাধিকবার বরিশাল সদর আসন ও অধুনালুপ্ত বরিশাল পৌরসভার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের হয়ে নির্বাচনকারী বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন বীর বিক্রম’ও রয়েছেন।
তবে আওয়ামী লীগের ঘনিষ্ঠজন সহ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন স্বয়ং দলনেত্রী। আর তিনি সব সংস্থার বাইরে নিজস্ব বিচার বিবেচনা নিয়েই বরিশালের সব আসনের বিষয়ে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করবেন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। সে সিদ্ধান্ত গ্রহণে যতটা নিখুত হবেন, ততটাই জনগনের কাছে গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ন্যুনতম কোন ছাড় দেবেন না বলেও মনে করছেন মহলটি। তাতে সর্বোচ্চ কঠোর সিদ্ধান্ত গ্রহণেও তিনি আপোষ করবেন না বলেও মনে করছেন আওয়ামী লীগের একাধিক ঘনিষ্ঠ মহল।
অপরদিকে বর্তমান সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ লেজুরবৃত্তি করে জাতীয় পার্টি যে প্রায় শেষ হয়ে গেছে, তার প্রমাণ মিলেছে গত ১২ জুনের বরিশাল সিটি নির্বাচনে। ব্যক্তিগতভাবে গ্রহণযোগ্য হলেও দলটির প্রার্থী ইকবাল হোসেন তাপস একজন অখ্যাত স্বতন্ত্র প্রার্থীর চেয়েও কম ভোট পাওয়াকে তারই বহিঃপ্রকাশ বলছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। এ পরিস্থিতিকে জাপা’র প্রতি সাধারণ মানুষের অনাস্থা বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। তবে এর পরেও জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ আসন্ন সংসদ নির্বাচনে দলীয়ভাবে অংশ গ্রহণের কথা বলছে। পাশাপাশি বরিশাল-৬ আসনে বর্তমান এমপি জাতীয় পার্টির রতœা আমীন আবারো আওয়ামী লীগেরই প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন নিয়ে পুনরায় এমপি নির্বাচিত হবার আশায় থাকলেও সেখানেও ক্ষমতাসীন দলেই একাধিক প্রার্থী ভোটের লড়াইয়ের জন্য প্রকাশ্যে দ্বন্দ্বে লিপ্ত।
অনুরূপভাবে এ অঞ্চলের প্রায় সব জেলাতেই ক্ষমতাসীন দলের মনোনয়ন নিয়ে অভ্যন্তরীন কোন্দল ক্রমেই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করছে। এমনকি অনেক এমপি ঢাকায় বসেই অনুসারীদের দিয়ে এলাকায় আধিপত্য বজায় রাখার পাশাপাশি কেন্দ্রে মনোনয়ন লাভের তদবিরেও ব্যস্ত। অথচ করোনাকালীন সময়ে অনেক এমপি বছরেও একবার এলাকায় না এলেও তাদের কর্তৃত্ব বজায় রেখেছেন। অনেক জেলা পরিষদ ও উপজেলা চেয়ারমানের সাথেও এমপিদের দ্বন্দ্ব প্রকাশ্য রয়েছে।
এমনকি বরিশাল অঞ্চলে ১৯৮৪ সালের পর থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া এক এমপির বিরুদ্ধে ’৭৫-এর ১৫ আগষ্ট বরিশাল জেলা আওয়ামী লীগ অফিস থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে সদর রেডে আছড়ে ফেলে উল্লাস করতে দেখেছেন সবাই। কিন্তু ২০১৩’এর সংসদ নির্বাচনের পরে তার গাড়ীতে জাতীয় পতাকাও উড়েছে টানা ৫ বছর। ১৯৭১-এর শান্তি কমিটির সভাপতির ছেলেও বরিশালে আওয়ামী লীগের এমপি আছেন।
সব মিলিয়ে আসন্ন সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে বরিশাল অঞ্চলে ক্ষমতাসীন দলের কোন্দল এখন সর্বকালের নাজুক ও ঝুঁকিপূর্ণ অবস্থায় বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল । তবে সাধরণ ভোটারদের এখনো বড় আগ্রহ ও কৌতুহল আগামি সংসদ নির্বাচনটি কিভাবে হচ্ছে তা নিয়ে।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দুইবার এগিয়ে গিয়েও জেতা হলো না মায়ামির

দুইবার এগিয়ে গিয়েও জেতা হলো না মায়ামির

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

রোনালদোদের নতুন কোচ পিওলি

রোনালদোদের নতুন কোচ পিওলি

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো