ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
দুই ধরনের প্রচারণা দু পক্ষের অবস্থানের জানান দিচ্ছে আমজনতা অনেক প্রশ্নে জবাবের প্রতিক্ষায়

আওয়ামী লীগ সভানেত্রী ২৯ ডিসেম্বর বরিশাল বিভাগীয় সদরে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

২৭ ডিসেম্বর ২০২৩, ১২:৫৯ পিএম | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩, ১২:৫৯ পিএম

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বরিশালে বঙ্গবন্ধু উদ্যানের নির্বাচনী জনসভাকে ঘিরে দলের দু গ্রুপের ভিন্ন ধর্মী প্রচারনা রাজনৈতিক পর্যবেক্ষক মহলে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে সরকারী ও রাজনৈতিক পর্যায়েও ব্যাপক তৎপড়তা চলছে এ বিভাগীয় সদরে। এর আগে সর্বশেষ ২০১৮’র ৮ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু উদ্যানেই জেলা ও মহানগর আওয়ামী লীগের এক জনসভায় ভাষন দিয়েছিলেন। চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়।

 

নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সভানেত্রী দেশের যে কয়েকটি স্থানে জনসভায় ভাষন দিচ্ছেন,তারই অংশ হিসেবে ২৯ ডিসেম্বর বরিশাল সফর বলে দলীয় সূত্রে জানা গেছে। দলীয় সভানেত্রীর এ সফর উপলক্ষ্যে ইতোমধ্যে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের দু দফায় প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে সভায় ২৯ ডিসেম্বর অন্তত ১০ লাখ মানুষের সমাবেশ করার লক্ষ্যে সব প্রস্তুতি গ্রহনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে।

 

এরমধ্যে প্রথম সভায় শেখ হাসিনার সভামঞ্চে মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর ও সম্পাদক সাদিক আবদুল্লাহর উপস্থিতি নিয়ে বিভিন্ন নেতৃবৃন্দ তাদের অপত্তির কথা জানান। তাদের মতে, মহানগর সভাপতি গত ১২ জুন বরিশাল সিটি নির্বাচন ও বিভাগীয় সদর বরিশাল-৫ আসনে ৭ জানুয়ারীর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। অপরদিকে, মহানগর সম্পাদক দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হলেও দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়ন পত্রের বৈধতার বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে ২ জানুয়ারী শুনানীর জন্য অপেক্ষমান রয়েছে।
দ্বিতীয় প্রস্তুতি সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমীর হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বরিশাল-২ আসনের মহাজোট প্রার্থী রাশেদ খান মেনন এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার নেতৃস্থানীয়রা উপস্থিত থেকে তাদের মতামত দিয়েছেন। তবে দ্বিতীয় সভাতে মহানগর নেতৃবৃন্দ নিয়ে কোন বিরূপ পরিস্থিতি তৈরী হয়নি। শুক্রবার দলীয় সভানেত্রীর বরিশালের জনসভায় জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ সভাপতিত্ব করবেন বলেও সিদ্ধান্ত হয়েছে। বিবাদমান দু গ্রুপকে নিয়েই একাধিক কমিটি করে দল নেত্রীর জনসভাকে সফল করার সব প্রস্তুতিও ইতোমধ্যে চুড়ান্ত লক্ষ্যে এগুচ্ছে।

 

তবে প্রথম সভার পরদিন থেকেই বরিশাল মহানগরীতে শেখ হাসিনার জনসভায় যোগদানের আহবান সম্বলিত প্রচারনা শুরু হলেও সেখানে সভার সভাপতির পরিবর্তে সদর আসনে দলীয় প্রার্থী ‘জাহিদ ফারুকের জনসভা ও সিটি মেয়র আবুল খায়েরের জনসভায় যোগদিন’ বলে মাইকিং করা হয়। তবে বরিশাল সার্কিট হাউজে দ্বিতীয় সভার পরে ‘শেখ হাসিনার সভায় সভাপতিত্ব করবেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক আবুল হাসনাত আবদুল্লাহ’ বলে প্রচারনা শুরু হয়েছে। এমনকি মঙ্গলবার থেকে ‘সাদেক ভাইয়ের সালাম নিন-বঙ্গবন্ধু উদ্যানের জনসভায় যোগদিন’ বলেও প্রচারনা শুরু হয়েছে। অপরদিকে পূর্বে প্রচারনাও অব্যাহত আছে। এখনো বরিশাল মহানগরী ও সন্নিহিত এলাকায় দু ধরনের প্রচারনাই চলছে।

 

মূলত বরিশাল সদর আসনের বর্তমান এমপি ও আসন্ন নির্বাচনের প্রার্থী জাহিদ ফারুক ও সিটি মেয়র আবুল খায়ের গ্রæপ প্রথম থেকেই জেলা সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহার নাম বাদ দিয়ে প্রচারনা শুরু করে তা অব্যাহত রেখেছে। অপরদিকে সাবেক মেয়র সাদেক আবদুল্লাহ ও তার অনুসারীগন সভার সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সাথে তার নাম সহ প্রচারনা শুরু করেছেন বলে জানা গেছে। বিষয়টি শেষ পর্যন্ত কোথায় গড়ায়, সে জন্য আরো অপেক্ষা করতে চাচ্ছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

 

অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফর উপলক্ষে বরিশাল মহানগরীর সৌন্দর্য বর্ধন সহ বিভিন্ন সরকারী স্থাপনার সংস্কার সহ প্রস্তুতি অব্যাহত রেখেছে সিটি করপোরেশন, গনপূর্ত অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর ও জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান। সিটি করপোরেশন থেকে প্রধানমন্ত্রী এ নগরীতে যেসব সড়ক পথ ব্যাবহার করবেন, সেগুলো পরিস্কার পরিচ্ছন্ন করা সহ সৌন্দর্য বর্ধনে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী যে বঙ্গবন্ধু উদ্যানে ভাষন দেবেন, সেখানেও দীর্ঘ অবহেলা ও উদাশীনতার পরে নজর পড়েছে জেলা প্রশাসন ও গনপূর্ত অধিদপ্তরের। সাড়ে ৫ বছর আগে ২০১৮’র ফেব্রæয়ারীতে প্রধানমন্ত্রীর সফরের সময় মেরামত ও সংস্কারের পরে এ উদ্যানের নিয়মিত রক্ষনাবেক্ষনে নজর দেয়ার সময় পায়নি জেলা প্রশাসন সহ বঙ্গবন্ধু উদ্যানের মালিক গনপূর্ত অধিদপ্তরও। ইতোমধ্যে বঙ্গবন্ধু উদ্যানে সর্বসাধারনেরন প্রবেস বন্ধ কের সেখানে মঞ্চ তৈরী সহ জনসভার জন্য সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

 

এদিকে শেখ হাসিনার এ সফরকে কেন্দ্রে করে বরিশাল সহ দক্ষিণাঞ্চলবাসী অনেক প্রশ্নে জবাবেরও প্রতিক্ষায় রয়েছেন। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ১৫ বছরের শাষনামলে দেশের অনেক উন্নয়ন হলেও তার মূলধারা থেকে এখনো পিছিয়ে দক্ষিনাঞ্চল’, এ অভিযোগ আমজনতার। গত ১৫ বছরে আওয়ামী লীগের শাষনামলেই পদ্মা সেতু নির্মিত হয়েছে এবং পায়রা বন্দরের বাস্তবায়ন কাজ অনেকটা এগিয়ে গেলেও ‘ফারিদপুর-বরিশাল-পায়রা-কুয়াকাটা জাতীয় মহাসড়কটি ৪ লেনে উন্নীত করন প্রকল্প’টির অনুমোদনই হয়নি। এমনকি ২০১৮ সালে এ মহাসড়ক সম্প্রসারনে ভ’মি অধিগ্রহনে প্রায় ১৮শ কোটি টাকা বরাদ্ব হলেও সে কাজটিও সম্পন্ন হয়নি গত সাড়ে ৫ বছরে। ‘ভাংগা-বরিশাল-পায়রা-কুয়াকাটা রেল যোগাযোগ বাস্তবায়ন প্রকল্প’টিরও একই দশা। এ লক্ষ্যে সম্ভাব্যতা সমিক্ষা ও নকশা প্রনয়ন হলেও আর কোন অগ্রগতি নেই। এমনকি বিভাগ প্রতিষ্ঠার ৩০ বছর পরেও ‘বরিশাল উন্নয়ন কতৃপক্ষ’ গঠিত হয়নি। অথচ বরিশালের এক বছর পরে সিলেট বিভাগ প্রতিষ্ঠিত হলেও সেখানে উন্নয়ন কতৃপক্ষ গঠিত হয়েছে আরো দু বছর আগে।

 

মাষ্টার প্লান প্রস্তুত সহ ‘কুয়াকাটার উন্নয়ন কতৃপক্ষ’ গঠনের বিষয়টিও অনেকটা পিছিয়ে থাকলেও গত জুলাইতে ‘পায়রা-কুয়াকাটা উন্নয়ন কতৃপক্ষ’ গঠনের লক্ষে একটি আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। তবে কুয়অকাটা সমুদ্র সৈকত সহ পর্যটন কেন্তেদ্রটি বঙ্গোপসাগরের ভাাঙন থেকে রক্ষায় একটি ‘প্রকল্প-সারপত্র’ গত দু বছর ধরে পানি উন্নয়ন বোর্ড,পানি সম্পদ মন্ত্রনলয় ও পরিকল্পনা কমিশনের মধ্যে শুধু আসা যাওয়া করছে। অপরদিকে ‘বরিশাল পর্যটন মোটেল ও টুরিজম ট্রেনিং সেন্টার স্থাপন প্রকল্প’টিও অর্থ মন্ত্রনালয়ে আটকে আছে বিগত ৩ বছরেরও বেশী সময় ধরে। অথচ প্রধানমন্ত্রীর নির্দেশেই নগরীর বিআইডবিøউটিএ’র পরিত্যক্ত মেরিন ওয়ার্কসপের অভ্যন্তরে কির্তনখোলা নদীর তীরে এ লক্ষ্যে পর্যটন করপোরেশনকে প্রায় ১ একর জমি দীর্ঘ মেয়াদী লীজ দেয়া হয়েছে। করপোরেশন গত প্রায় ৫ বছর ধরে এ জমির ইজারা মূল্য বাবদ বিপুল অর্থ পরিশোধ করে আসলেও মূল প্রকল্পের দেখা নেই।
বিপুল চাহিদা থাকা সত্বেও নানা খোড়া যুক্তি দাঁড় করিয়ে বরিশাল সেক্টরে বিমান ফ্লাইট সংকুচিত করা হয়েছে। এমনকি এখন বরিশাল বিমান অফিসের সাইন বোর্ডের বাতিও জ¦লেনা সন্ধ্যার পরে। নানাভাবে বরিশাল সেক্টরে বিমান’কে ‘অকার্যকর করার প্রচেষ্টা’ অব্যাহত রেখেছে বিমান-এরই একটি মহল। এ অভিযোগও ওয়াকিবাহল মহলের।

 

তবে এসব কিছুৃর পরেও বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সাধারন মানুষ বিগত ১৫ বছরের প্রধানমন্ত্রীর কাছ থেকে আরো বরিশাল সহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ‘বাস্তব ও আশাব্যঞ্জক বক্তব্য’ শোনার লক্ষেই অপেক্ষমান বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মোদির যুক্তরাষ্ট্র সফর, চীনকে ঠেকাতে কোয়াড কি এখনও প্রাসঙ্গিক?

মোদির যুক্তরাষ্ট্র সফর, চীনকে ঠেকাতে কোয়াড কি এখনও প্রাসঙ্গিক?

টেলর সুইফটের পর কমলাকে বিখ্যাত বিজ্ঞান ম্যাগাজিনের সমর্থন নিয়ে বিতর্ক

টেলর সুইফটের পর কমলাকে বিখ্যাত বিজ্ঞান ম্যাগাজিনের সমর্থন নিয়ে বিতর্ক

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা