সারা দেশে ব্যাপক আয়োজনে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস
১৭ মার্চ ২০২৪, ০৩:০০ পিএম | আপডেট: ১৭ মার্চ ২০২৪, ০৩:০০ পিএম
জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস আজ। দিনটি ঘিরে সারাদেশে নানা আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে দিনটি।
মুন্সিগঞ্জ
দিবসটি উপলক্ষে রোববার (১৭ মার্চ) সকালে সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনাসভা, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠান।
দিবসটি উপলক্ষে আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেনর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ।
উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আওলাদা হোসেন মৃধা,উপজেলা আওয়ামীলীগ কোষাধ্যক্ষ শেখ আব্দুল করিম, সিরাজদিখান উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সুব্রত দাস রনক, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুজাহিদুল ইসলাম সুমন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম পিন্টু,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
পাবনা
নানা আয়োজনে পাবনায় পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে রোববার রাত ১২টা ১ মিনিটে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এছাড়া, যুবলীগ, ছাত্রলীগ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
রংপুর
রংপুরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০৪তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। সকালে নগরীর জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
শ্রদ্ধা জানানো শেষে একটি র্যালি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। এছাড়া, দিবসটি উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাতির পিতার কর্মময় জীবন নিয়ে ভাষণ, আলোচনাসভা, দোয়া মাহফিলসহ নানা আনুষ্ঠানিকতা রয়েছে।
লক্ষ্মীপুর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে লক্ষ্মীপুরের মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া।
এর আগে, দিনের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগের নেতাকর্মীরা। আলোচনাসভা শেষে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা বিষয়ক বই বিতরণ করা হয়।
জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক সদস্য শামসুল ইসলাম শামু, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আলম, আওয়ামী লীগ নেতা হাজী ফিরোজ প্রমুখ।
শেরপুর
শেরপুরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। ভোরে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম ও পুলিশ সুপার মোনালিসা বেগম।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছানুয়ার হোসেন ছানু এমপি।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোনালিসা বেগম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রমুখ।
কালীগঞ্জ (গাজীপুর)
‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি ঘরে ঘরে’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে।
সকাল ১০টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে কালীগঞ্জ উপজেলা প্রশাসন, পৌরসভা ও থানা পুলিশ, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাব, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সাড়ে ১০টায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং নানা শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে শিশু সমাবেশ ও আনন্দ র্যালি কালীগঞ্জের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে আলোচনাসভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি প্রমুখ।
নড়াইল
নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। রোববার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। সকাল ১০টায় দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবান চন্দ্র বোস, পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন প্রমুখ।
দিবসটি উপলক্ষে জেলা শিশু একাডেমিতে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার
নাম পাল্টিয়েও শেষ রক্ষা হলো না সাইফের আততায়ীর
থানায় বসে ঘুষ গ্রহণ: সেই এসআই প্রত্যাহার
জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন
ওয়াশিংটনে ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা বর্ণনার বাইরে
বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ ‘অস্থায়ী’: নেতানিয়াহু
রক্তে প্লাবিত শরীর, সিংহের মতো তৈমুরের হাত ধরে হাসপাতালে সাইফ
বড়লেখায় যুবদল নেতাকে হত্যা
মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি হুথির
সীমান্তের কাঁটাতার: কীসের, কেন আর কবে থেকে এই বেড়া?
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল
নোয়াখালীর চৌমুহনীতে পাওনা টাকার দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
ঘরে ফেরার আশায় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা
জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল: হাফিজ ইব্রাহিম
সীমান্তে উসকানিদাতাদের চরম মূল্য দিতে হবে: আখতার হোসেন
সেনাপ্রধানের সঙ্গে রাওয়ার নবনির্বাচিত কর্মকর্তাদের সাক্ষাৎ
ইস্তাম্বুলে শুরু হলো ফিলিস্তিনি আন্তর্জাতিক মিডিয়া ফোরাম 'তাওয়াসুল'
বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে : লে. কর্নেল কিবরিয়া