ফরিদপুরে কৃষককে অপহরণের পর ১০ লাখ মুক্তিপণ দাবি, একদিন পর উদ্ধার করল পুলিশ
১৮ এপ্রিল ২০২৪, ০৫:৫৫ পিএম | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪, ০৫:৫৫ পিএম
'বাড়ি থেকে ওষুধ কিনতে বের হন কৃষক ইউসুফ ব্যাপারী (৪৫)। ওষুধ কিনে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথেমধ্যে অটোরিকশা থেকে নামতেই দাড়ি-টুপি পরিহিত একজন ব্যক্তি মসজিদের জন্য কিছু সাহায্য চান। একটু সাহায্যের উদ্দেশ্যে পকেট থেকে ২০ টাকা বের করে তার হাতে দিতেই জ্ঞান হারিয়ে ফেলেন কৃষক ইউসুফ। এরপর তাকে চোখমুখ বেঁধে নিয়ে যাওয়া হয় বরিশালে।
সেখান একটি আবাসিক হোটেলের একটি অন্ধকার কক্ষে তালাবদ্ধ করে রেখে চেহারা পরিবর্তন করতে মুখের দাড়ি ও মাথার চুল কেটে ফেলা হয়। মুক্তিপণের দাবিতে করা হয় নির্যাতন। দেওয়া হয়নি কোনো খাবার। পরিবারের কাছে চাওয়া হয় দশ লক্ষ টাকা মুক্তিপণ। পরিবার ভয়ে কয়েকদফায় ৫০ হাজার টাকা দেনও তাদের।'
কথাগুলো বলছিলেন, অপহরণের পর মুক্তি পাওয়া ফরিদপুর সদরপুর উপজেলার ঠাকুরডাঙ্গী এলাকার কৃষক ইউসুফ ব্যাপারী।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এ প্রতিবেদককের সঙ্গে কথা বলতে বলতে ভয়ে আঁতকে উঠছিলেন এ কৃষক। এর আগে বুধবার (১৭ এপ্রিল) রাত ১০ টার দিকে বরিশাল থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
অপহরণের শিকার হওয়া কৃষক ইউসুফ ব্যাপারী বলেন, 'মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে গ্রামের বাড়ি ঠাকুরডাঙ্গী থেকে পাশের আটরশির একটি ফার্মেসী থেকে ওষুধ কিনতে যাই। এরপরই আমাকে বিশেষ কায়দায় অপহরণ করে। পরে মাইক্রোবাসে করে নিয়ে গিয়ে রাখা হয় বরিশালের পোর্ট এলাকার 'স্বাগতম' নামক একটি আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষে। যেখানে আমি তালাবদ্ধ ছিলাম। রুমটি ছিল অন্ধকার।'
ইউসুফ ব্যাপারী আরও বলেন, 'এরপর আমার ব্যবহৃত ফোন বন্ধ করে রাখা হয়। আমাকে কোনো খাবার দেওয়া হয়নি। চেহারা পরিবর্তন করতে নির্যাতন করে মুখের দাড়ি-মাথার চুল কেটে দেয় তারা। পরে ওইদিন রাত দুইটার দিকে আমার ফোন খুলে বাড়িতে ফোন দিয়ে ১০ লক্ষ টাকা মুক্তিপণ চাইতে বলেন। আমি বাড়িতে আমার স্ত্রীকে জানালে তারা ৫০ হাজার টাকা মুক্তিপণ দেনও। সাথে আমাকে অভয় দেন যে তারা তাকে উদ্ধারে কাজ করছেন।'
অপহরণের শিকার ইউসুফ ব্যাপারীর স্ত্রী সুফিয়া বেগম বলেন, "আমাদের দুই মেয়ে ও এক ছেলে। ছেলেটা সৌদি থাকেন। আমার স্বামী দুপুরে ওষুধ কিনতে গিয়ে বের হওয়ার পর বিকাল পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তাকে ফোন করলে ফোন বন্ধ পাই। এরপর বিকাল থেকে রাত পর্যন্ত সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও না পাওয়াই কান্নাকাটি করি। পরে মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতেই সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। পরে ডিবি ও সদরপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বুধবার (১৭ এপ্রিল) রাত ১০ টার দিকে আমার স্বামীকে উদ্ধার করেছেন। এতো দ্রুত সময়ের মধ্যে পুলিশ আমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবেন ভাবতেও পারিনি। পুলিশকে এসময় কৃতজ্ঞতা জানান এ নারী।'
ইউসুফ ব্যাপারীর মেয়ে জামাই সোয়েব হাসান বলেন, 'আমরা পুলিশের সঙ্গে ওই আবাসিক হোটেলে গিয়ে আমার শ্বশুরকে তালাবদ্ধ অবস্থায় একটি রুমে দেখতে পাই। সে আমাদের দেখার পর চিনতেই পারছিলেন না। পরিচয় দেওয়ার পর ফ্যালফ্যালিয়ে তাকিয়ে বারবার কেঁদে উঠছিলেন তিনি।'
জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) মোহাম্মদ সফর আলী বলেন, ' ফরিদপুরের এসপি মোর্শেদ স্যারের নির্দেশে ডিবি ও সদরপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করি। এ ঘটনায় সদরপুর থানায় একটি মামলা পক্রিয়াধীন রয়েছে।'
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, 'ইউসুফ ব্যাপারী ওষুধ কিনতে গিয়ে অপহরণের শিকার হন। পরে ডিবি ও সদরপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে বরিশালের স্বাগতম নামক একটি আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষ থেকে তালাবদ্ধ অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে সদরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। আশা করছি, অতিদ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।
অপরদিকে, সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকার চন্দ্র পাড়া সুলতানিয়া উচ্চবিদ্যালয় সংলগ্ন জনৈক আঃ রাশেদ খান নামক ৯০ বছর বয়সী এক বৃদ্ধের উপর অত্যাচারের খবর পাওয়া গেছে।
সরেজমিন প্রতিবেদন কালে বৃদ্ধ রাশেদ খানের ভাগিনা মোঃ রিয়াজ ইনকিলাব কে জানান, আমাদের পরশী উক্ত নামীয় স্কুলের সাবেক দপ্তরি কাম বালু দস্যু আসাদুজ্জামান খান (আহাদ) আমার উপর এবং তার পরিবারের উপর নানান ধরনের অত্যাচার করছেন, বাড়ীর বিভিন্ন নিরাপত্তা বলয় ভেঙে চুরে গুরিয়ে দিয়েছে। অত্যাচারীদের কাছে হাত জোর করতে গেলে আমার বৃদ্ধ নানার নাকের উপর দাও দিয়ে কোপ দিয়ে নাক কেটে দেয়।
প্রাথমিক অবস্থায় জানাযায়, জোরপূর্বক বৃদ্ধ রাশেদ খানের জায়গায় দখল করার সময় তিনি বাঁধা দিলে তার উপর এ অত্যাচার করা হয়।
৯০ বছরের এই অত্যাচারিত এই বৃদ্ধের পরিবারটি চরম আতঙ্কের মধ্যে আছে বলে তারা ইনকিলাব কে জানান। তারা আরো বলেন, আমাদের পরিবারের কোন না সদস্য যে কোন সময় চরম ক্ষতিগ্রস্ত হতে পারেন জুলুমবাজ অত্যাচারীদের ধারা।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ট্রাম্পের সীমান্ত নিষেধাজ্ঞা নীতিতে অভিবাসীদের মধ্যে হতাশা
শিশুদেরও আটক রাখা হতো হাসিনার গোপন কারাগারে, খেতে দেয়া হতো না মায়ের দুধ
এক ছাতার নিচে খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা : ডা. জাহিদ
চীনা পণ্যে ১০% শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্পের
ভোলায় বাল্কহেডের ধাক্কায় জেলে নৌকাডুবি, ১ জেলে নিখোঁজ
বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সর্বাত্মক সহায়তার আশ্বাস জার্মানির
ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে নিহত ১০, গাজায় দুই দিনে ১২০ লাশ উদ্ধার
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
সাবেক শিল্পমন্ত্রী সামসুল ইসলাম খানের ১৯তম মৃত্যু বার্ষিকী আজ
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল আদেশের বিরুদ্ধে ২২টি রাজ্যের মামলা
লজ্জায় পদত্যাগের ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের
বিবাহ কর বাতিল, ডকুমেন্ট সত্যায়ন এখন অনলাইনে
থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঈশ্বরদী পৌরসভার গ্রাহকের কাছে বকেয়া পানির বিল পাওনা প্রায় ১৬ লাখ টাকা, পানি সরবরাহে ত্রুটির অভিযোগ
ডিআরইউ সদস্য ও পরিবারের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত
৯ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে বার্সার জয়ের হাসি
জোড়া গোলে রোনালদোর 'সেঞ্চুরি', আল নাসরের জয়
লিলকে হারিয়ে লিভারপুলের সাতে সাত
ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার
কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন