দেবীদ্বার পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা নাজুক সামান্য বৃষ্টি হলে জমে যায় পানি
০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম

কুমিল্লার দেবিদ্বারের পৌরসভা ভুক্ত অনেক এলাকাতেই ড্রেনেজ ব্যবস্থা এখন নাজুক। সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি,তলিয়ে যায় বিভিন্ন এলাকা। এতে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়ছে এসব এলাকায় বসবাস ও চলাচলকারী জনসাধারণের। রাস্তার দুই পাশে দোকানপাট ও বাসা বাড়ি উঁচু হওয়ায়, পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন সড়কে জামে যায় পানি। পৌরসভার প্রধান প্রধান সড়ক ও বাজারে পানি জমে থাকায় ব্যবসায়ীদের ভোগান্তি যেন চরম আকার ধারণ করেছে। বর্ষাকাল আসতে না আসতেই এলাকার এ অবস্থায় নাজেহাল পৌরবাসী। দীর্ঘদিন ধরে সড়ক ও ড্রেনেজের এমন বেহাল দশা থাকলেও ব্যবস্থায় উদ্যোগ নেই কর্তৃপক্ষের, এমন অভিযোগ স্থানীয়দের।
শনিবার (৭ জুলাই) সকালে দেবীদ্বার পৌর শহরের বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন অলিগলি সড়কগুলোতে পানি থৈ থৈ করছে। কোথাও কোথাও পানি হাঁটু সমান। পানি বের হওয়ার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ অবস্থায় পথযাত্রী, ব্যবসায়ী ও ক্রেতারা চরম বিপাকে পড়েছেন। ময়লা পানির ভ্যাপসা দুর্গন্ধসহ পোকামাকর সৃষ্টি হচ্ছে, বাড়ছে স্বাস্থ্য-ঝুঁকিও।
জলাবদ্ধতা ও সড়কে কাদা পানি সৃষ্ট হওয়ায় পৌরসভার সবেশকটি এলাকার ভুক্তভোগীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমরা পানিতে ডুবলেও তেমন কোন খোঁজ নিতে আসেন না কোনো কাউন্সিলর,এমনকি পৌর কর্তৃপক্ষ। এলাকাবাসী দীর্ঘ বছর ধরে এমন ভোগান্তি পোহালেও পৌর কর্তৃপক্ষ জমে থাকা পানি ও সড়ক সংস্কারে নিচ্ছেন না কোনো ব্যবস্থা।
বৃষ্টির পানি জমে দেবীদ্বার বাজারের প্রত্যেকটি সড়কে চলাচলের একদমই অনুপযোগী হয়ে পড়েছে। সহকারী (ভুমি) কার্যালয় ও থানা প্রশাসনের প্রবেশদ্বার, দেবীদ্বার ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ও পাঠান বাড়ির রাস্তায়, মাদ্রাসা পাড়া এলাকায়, বাজারে ঢোকার প্রধান সড়ক, মাছুয়াবাদ ডোন,মোহনা আবাসিক এলাকা,বানিয়াপাড়া, হামলাবাড়ি-বলিবাড়ি রাস্তার মাথা, দাসপাড়া শান্তি রোড, চাপানগর থেকে ফতেহাবাদ মোড়,বড়আলমপুর থেকে বিনাইপার,জিন্নতআলী হাজী বাড়ি রোড থেকে এসআই সাইফুলের বাড়িসহ প্রত্যেকটা সড়কের একই অবস্থা। ড্রেনেজ গুলোর বেহাল দশার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ী ও পথচারীদের।
পৌর এলাকার পুরাতন বাজারের রাস্তা দিয়ে দিনের বেশির ভাগ সময়ই রোগী,পথচারী ব্যবসায়িরা যাতায়াত করে থাকেন। ড্রেনেজের এই বেহাল অবস্থার কারণে সামান্য বৃষ্টি এবং গাড়ির ঝাঁকুনিতে, রাস্তায় জমে থাকা পচা আবর্জনায় মেশানো পানিতে নষ্ট হয়ে যায় পরিধেয় কাপড়। এতে বিব্রত,অসুস্থ্য ও দুর্ভোগের শিকার হচ্ছে পথচারী,ব্যবসায়ী ও এলাকাবাসী।
পৌরসভার অন্তর্গত ছোটআলমপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা মোঃ তমিজ উদ্দিন জানান, অপরিকল্পিত,ড্রেনেজ ব্যবস্থার ফলে পৌরবাসীর নানা অসুবিধা হচ্ছে। রাস্তাঘাটের বেহাল দশা ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের অভাবে পানি জমে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় পৌরবাসী ভোগান্তি পোহালেও পৌর কর্তৃপক্ষ সমস্যাটির সমাধানে কোনো পদক্ষেপই নিচ্ছেন না।
বিশিষ্ট ব্যবসায়ী শ্রী সুদেব দত্ত বলেন, ড্রেনেজ ব্যবস্থার অভাবে বর্ষাকালে ব্যবসায়ী ও স্কুল, কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করতে পারে না। একদিন বৃষ্টি হলেই রাস্তায়,বাজারে পানি জমে যায় কিন্তু পানি সরানোর কোন ব্যবস্থা নেই। ড্রেনগুলো ভরাট হয়ে যাওয়ার ফলে ড্রেনের ময়লা আবর্জনা উপচে পড়ে সড়কে উঠে যাওয়ায় বারোমাস সড়কে জলাবদ্ধতা থাকে। এতে করে রাস্তায়ও ভাঙ্গন দেখা দিয়েছে।
দেবিদ্বার ইসলামীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আলাউদ্দিন হুজুর বলেন, সামান্য বৃষ্টি হলেই পৌরসভার বিভিন্ন অলিগলির সড়কগুলো কাদা পানিতে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েছেন ছাত্র-ছাত্রী শিক্ষকসহ সাধারণ মানুষ। অনেক এলাকায় বাড়িঘরেও পানি উঠে মানুষের কষ্ট ও বেড়ে যায়। চরম দুর্ভোগ নিয়ে চলতে হচ্ছে পৌরবাসীকে। তাই পৌরবাসীর জন্য প্রয়োজন সড়কগুলো সংস্করণন ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থার তৈরি করন।
দেবিদ্বার পৌরসভার ৫নং(সদর)ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল বাশার বলেন, পৌরসভার উন্নয়ন প্রকল্পের কাজ প্রতিনিয়ত চলছে। ইতিমধ্যেই বড় বড় ড্রেন করার উদ্যোগ নেয়া হয়েছে। দুঃখজনক ব্যাপার হলো পৌরবাসীদের মধ্যে কিছু লোকজন ময়লা আবর্জনা প্রতিদিন ড্রেনে ফেলে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছেন। আমরা পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে আন্তরিকভাবে ব্যাপক চেষ্টা করছি। ইতিমধ্যে অনেক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। আশাকরি দ্রুত এই সমস্যার সমাধান হবে।
পৌরসভার কার্য-সহকারি মোঃ গিয়াস উদ্দিন দৈনিক ইনকিলাবকে বলেন, ‘আমাদের লোকজন প্রতিনিয়তই ড্রেন পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই পানি নিষ্কাশন হয়ে যাবে। আগের চেয়ে অনেকটা কমে গেছে।
বর্তমানে সারা দেশেই স্থানীয় সরকার কর্তৃক পৌরসভার মেয়র'দের অব্যাহতি এবং না থাকার কারণে ড্রেনেজ ব্যবস্থা ও জমে থাকা পানির বিষয় নিয়ে কথা বলতে হয়
দেবিদ্বার পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলামের সাথে তিনি দৈনিক ইনকিলাবকে বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি, তারপরও পৌরসহরের বাজার সহ বিভিন্ন সড়ক গুলোর খোঁজখবর নিয়েছি। তাছাড়া স্থানীয় লোকজন ময়লা-আবর্জনা ফেলে ড্রেন বন্ধ করে রাখে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি পানি নিষ্কাশনের।’ প্রকল্প আসলে প্রতিটি কাজ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

পেকুয়ায় এতিম হাফেজদের সম্মানে ব্যতিক্রম আয়োজন

যুদ্ধ শেষের ভালো সম্ভাবনা দেখছেন জেলেনস্কি

সুযোগ পেলেই আমরা ড. ইউনূসকে শূলে চড়াই: সারজিস

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ

রোজায় হাড়ের যত্ন ও হাড়ের ব্যথা থেকে মুক্তির উপায়

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক আজ

অভিনয় শিখতে যুক্তরাষ্ট্রের পথে পারসা ইভানা

গাজীপুরে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

খলিল মাহমুদের মুক্তির দাবিতে ট্রাম্প টাওয়ারে ইহুদিদের বিক্ষোভ

সৈয়দপুরে ভয়াবহ আগুনে দুইটি পরিবারের সর্বস্ব পুড়েছাই

যুক্তরাষ্ট্রের ৪৫টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বর্ণবাদী বৈষম্যের অভিযোগ

উইঘুর বিতর্কে থাইল্যান্ডের কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

রাজশাহীর তানোরে পূত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

ভারতে সেনা ব্রিগেডিয়ারের বিরুদ্ধে কর্নেলের স্ত্রীর ‘যৌন হয়রানি’র মামলা

চিরনিদ্রায় শায়িত হলেন ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক

রাণীশংকৈলে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ৬'শত বছরের প্রাচীন যুগের তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ

ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে রোহিঙ্গা নিহত, প্রধান উপদেষ্টার শোক

শিশু আছিয়া হত্যার বিচারের দাবিতে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের মানববন্ধন

গাজায় ইসরায়েলি হামলায় ৫ জন নিহত, রাফায় গোলাবর্ষণ অব্যাহত

মধ্যরাতে ঘুষের ৩৭ লাখ টাকাসহ নির্বাহী প্রকৌশলী আটক