কুষ্টিয়ার দৌলতপুরে একটি গ্রামে ডেঙ্গু ছড়িয়ে পড়লেও জানেন না উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা!
০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে একটি গ্রামে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামে এ ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। এ রোগে অন্তত ২৫ জন রোগী আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেহের আলী (৭৫) নামে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর আগস্ট মাসের মাঝামাঝি সময়ে প্রথমে ডেঙ্গুতে আক্রান্ত রোগী শনাক্ত হয়।
পরবর্তীতে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত অন্তত ২৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই নারী। এর ফলে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলাটির ভারত সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রাম, যেখানে অন্তত ১০ হাজারের বেশি মানুষের বসবাস। আগস্টের মাঝামাঝি সময় থেকে দেখা দিয়েছে ডেঙ্গু জ্বর। যত দিন যাচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা; যার অধিকাংশই নারী।
এতে ভেঙে পড়েছে ওই গ্রামের স্বাস্থ্য ব্যবস্থা। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পরীক্ষা করে ডেঙ্গু পজিটিভ হলে রোগীরা রাজশাহী, পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, আমার জানামতে, অন্তত ২০ জনের বেশি ডেঙ্গু শনাক্ত হয়েছেন। তারা কেউ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন আবার কেউ কুষ্টিয়া ও রাজশাহীতে ভর্তি হচ্ছেন। এ বিষয়ে স্থানীয় ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, সীমান্তঘেঁষা প্রত্যন্ত এই গ্রামের মানুষ খুব একটা এ বিষয়ে সচেতন না।
ডেঙ্গুতে আক্রান্তরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পরীক্ষা করে ডেঙ্গু পজিটিভ হওয়ায় তারা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া, পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহী ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। ধর্মদহ গ্রামের ইউপি সদস্য আমজাদ হোসেন জানান, আমার জানা মতে অন্তত ২৫ জনের বেশি ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদের মধ্যে কেউ বাড়িতে চিকিৎসা নিচ্ছে আবার কেউ কুষ্টিয়া ও রাজশাহীতে ভর্তি হয়েছেন।
ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেব জানান, সীমান্ত ঘেঁষা প্রত্যন্ত ধর্মদহ গ্রামের মানুষ এ বিষয়ে খুব একটা সচেতন না। যার কারণে তারা আক্রান্ত হচ্ছে বেশি। এ রোগ সম্পর্কে প্রয়োজন সচেতনতা সৃষ্টি করা। এদিকে কথা হয় স্থানীয় কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আব্দুস সালামের সঙ্গে, তিনি জানিয়েছেন এ বছর এই এলাকায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যাও বাড়ছে।
এ বিষয়ে তিনি তার ঊর্ধ্বতনদের জানিয়েছেন। এ বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিনের সঙ্গে এক সপ্তাহ ধরে যোগাযোগ করা হচ্ছে তবে তিনি ডেঙ্গুর কোনো তথ্য দিতে পারেননি। সর্বশেষ তিনি গত বৃহস্পতিবার দুপুরে এখন পর্যন্ত ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও একজনকে ভর্তি করানো হয়েছে বলে তথ্য দিয়েছেন। এ বিষয়ে তার মাঠকর্মীরা কাজ করছেন যার পূর্ণাঙ্গ তথ্য রোববারে দিতে পারবেন বলেও জানিয়েছেন তিনি। কুষ্টিয়া সিভিল সার্জন আকুল উদ্দিন দেশের বাইরে থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

পেকুয়ায় এতিম হাফেজদের সম্মানে ব্যতিক্রম আয়োজন

যুদ্ধ শেষের ভালো সম্ভাবনা দেখছেন জেলেনস্কি

সুযোগ পেলেই আমরা ড. ইউনূসকে শূলে চড়াই: সারজিস

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ

রোজায় হাড়ের যত্ন ও হাড়ের ব্যথা থেকে মুক্তির উপায়

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক আজ

অভিনয় শিখতে যুক্তরাষ্ট্রের পথে পারসা ইভানা

গাজীপুরে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

খলিল মাহমুদের মুক্তির দাবিতে ট্রাম্প টাওয়ারে ইহুদিদের বিক্ষোভ

সৈয়দপুরে ভয়াবহ আগুনে দুইটি পরিবারের সর্বস্ব পুড়েছাই

যুক্তরাষ্ট্রের ৪৫টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বর্ণবাদী বৈষম্যের অভিযোগ

উইঘুর বিতর্কে থাইল্যান্ডের কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

রাজশাহীর তানোরে পূত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

ভারতে সেনা ব্রিগেডিয়ারের বিরুদ্ধে কর্নেলের স্ত্রীর ‘যৌন হয়রানি’র মামলা

চিরনিদ্রায় শায়িত হলেন ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক

রাণীশংকৈলে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ৬'শত বছরের প্রাচীন যুগের তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ

ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে রোহিঙ্গা নিহত, প্রধান উপদেষ্টার শোক

শিশু আছিয়া হত্যার বিচারের দাবিতে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের মানববন্ধন

গাজায় ইসরায়েলি হামলায় ৫ জন নিহত, রাফায় গোলাবর্ষণ অব্যাহত

মধ্যরাতে ঘুষের ৩৭ লাখ টাকাসহ নির্বাহী প্রকৌশলী আটক