রাজবাড়ীতে একটি ইউনিয়নের অর্ধশতাধিক বাড়ী ঘর ভাঙচুর লুট ও অগ্নিসংযোগের অভিযোগ
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম

গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীদের বাড়ী, ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। এসময় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে মারধর করা হয়। আওয়ামী লীগ নেতাকর্মীরা ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
জানা-গেছে, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী রেজার বাড়ীতে ৩ দফায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়। চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহিনুরের বাড়ী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আঃ রবের বাড়ী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য আলাউদ্দিন শেখের ব্যবসা প্রতিষ্ঠান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম রেজার ব্যবসা প্রতিষ্ঠান, আওয়ামী লীগ নেতা এনামুল হক আজমের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাশেদ শেখ রাশির ব্যবসা প্রতিষ্ঠান ও ২টা ভেকু গাড়ি, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক শেখের বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান, ভেকু গাড়ী, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ চান্দু মেম্বারের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল শেখের বাড়ী, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌর চন্দ্র দাসের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মইজদ্দিন শেখের বাড়ী, উপজেলা ছাত্রলীগের নেতা ইবাদত হোসেন শুভর বাড়ী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু শেখের ব্যবসা প্রতিষ্ঠান, যুবলীগ নেতা আসাদুজ্জামান লালের বাড়ী, যুবলীগ নেতা ফরিদ শেখের বাড়ী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিনের ২টা স্পীড-বোট, স্বেচ্ছাসেবক লীগে নেতা আজাদ শেখের বাড়ী, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফার বাড়ী, আওয়ামী লীগ নেতা রাজ্জাক মÐলের দোকান, সুমন কুÐর ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়ি ঘর, হেলাল উদ্দিন শেখের ড্রাম ট্রাক, হামিদ শেখের দোকান, সরোয়ার শেখের দোকান, সুইট শেখের দোকান, নিখিল শর্মার বাড়ি ঘর, গোপাল হালদারের বাড়ি, মজনু শেখের বাড়ী, সামাদ বেপারীর বাড়ী, লোকমান মোল্লার বাড়ী, দবির শেখের বাড়ী, তুহিন শেখের ভেকু গাড়ী, মোস্তাক জামিল জিল্লুর দোকান, শহিদুল ইসলামের বাড়ী, ছাত্রলীগ নেতা রাকিবের বাড়ীত সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। এসময় হামলাকারী নগদ অর্থ, স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। কিছু কিছু বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ হামলার ঘটনায় প্রায় ১০-১২ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবী করেছেন।
এছাড়াও ফয়সাল আহমেদ চান্দু, আব্দুল হামিদ ও তার ছেলে মোস্তফা তার বাড়ীতে বেড়াতে আসা মেহমান, সুইট শেখ, ফরিদুর রেজা, মইজদ্দিন শেখ, হালিম মেম্বার, আরিফুল ইসলাম সহ অনেককে মারধর করেছে।
ভুক্তভোগীরা বলেন, মারাত্মক আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, রড, বাঁশের লাঠি সহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শতাধিক সদস্যের একটি দল এ হামলা চালিয়েছে। আমাদের উপরে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। আমাদের সব অর্থ সম্পদ লুট করে নিয়ে গেছে। আমরা সব হারিয়ে পালিয়ে বেড়াচ্ছি। তার উপর আবার আমাদের কাছে চাঁদা দাবী করেছে। আমরা বাড়িতে ফিরতে পারছি না। এদিকে আইন-শৃঙ্খলা-বাহিনী যথেষ্ট পরিমাণ সক্রিয় না থাকায় আইনের আশ্রয় নিতে পারছি না। আমরা এ ঘটনার ন্যায় বিচার চাই।
চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব বলেন, ভোটে নির্বাচিত হয়ে প্রায় তিন বছর যাবৎ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমি যদিও একটি রাজনৈতিক দল থেকে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করে জয়লাভ করি। কিন্তু নির্বাচনের পরে আমি সম্পূর্ণ নিরপক্ষ থেকে দলমত নির্বিশেষে সকলকে সম্মান ও সেবা প্রধান করেছি। এটা আমার কথা নয় চন্দনীর জনতার কথা। কিন্তু দুঃখের বিষয় গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের সাথে সাথে আমার পরিবারের দুই ভাইয়ের ফেরিঘাটের ব্যবসায়ী দোকানপাট লুটপাট করা হয়। যারা লুটপাটের সাথে জড়িত তারা কোন দলের কর্মী বা সমর্থক হতে পারে না বলে আমি বিশ্বাস করি। ভাই মোহাম্মদ রাশেদ শেখের তেলের দোকানে লুটপাট হয়। ১৭ ব্যাড়েল পেট্রোল ও ডিজেল, ১০০ বস্তা ভুট্টা, ৫ লক্ষ টাকার ভেকু গাড়ির নতুন ও পুরাতন যন্ত্রাংশ, মোহাম্মদ রাজুর সার কীটনাশক দোকান থেকে সার কীটনাশক ওষুধ বীজসহ ১০ লক্ষ টাকার মালামাল লুট করা হয়েছে। দুইটি স্পিড বোট ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়। এছাড়াও ভাইদের ২টি ভেকু গাড়ীতে আগুন দিয়ে পুড়িয়ে ৮০লক্ষ টাকার ক্ষতি ও বরফ ফ্যাক্টরি, ভুসি মিল সহ দোকান ঘর ভাঙচুর করা হয়। লুটপাট-কারীদের বিচারের দাবী জনগণের উপর ছেড়ে দিয়েছি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

রাউজানে যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা

দৌলতখানে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

এমবাপ্পের জোড়া গোলে শীর্ষে রিয়াল

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডব, নিহত ১০

সিরিয়ার লাতাকিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

ট্রাম্পের নির্বাহী আদেশে ৭টি সরকারি সংস্থা বিলুপ্তির পথে

দুইবার লিড নিলেও আত্মঘাতী গোলে ম্যানসিটির ড্রয়ের হতাশা

ব্যাংককে নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে ধসে নিহত ৫

কুরস্ক মুক্ত করছে রাশিয়া

সংসদে যান সেখানেই হবে মূল সংস্কার : নাহিদকে ফারুক

ইতিমধ্যে বাজারে ছেড়েছে ৪০ লাখ টাকা

ইউরোপে অবৈধ অভিবাসী প্রবেশ কমেছে ২৫ ভাগ

আইন শৃঙ্খলার উন্নতিতে আরো কঠোর হতে হবে খেলাফত মজলিস

আড়াইহাজারে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

ছাত্রদল নেতার উদ্যোগে ঢাবিতে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা

ধর্মীয় ও নৈতিক শিক্ষাই সমাজকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে

গণমিছিল স্থগিত করেছে বামপন্থী সংগঠনগুলো

‘রমজান আসে কুপ্রবৃত্তিকে দমন করে মানুষকে পরিশীলিত করতে’

বন্দরে গার্মেন্টসে ডাকাতির ঘটনায় বিএনপি নেতার গাড়ি চালক গ্রেফতার

পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু