গ্রামের আঁকাবাঁকা মেঠো পথে ধীরে ধীরে বয়ে চলা গরুর গাড়ি আটঘরিয়ায় এখন চোখে পড়ে না
৩১ অক্টোবর ২০২৪, ০৪:৩৫ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ০৪:৩৫ পিএম
একসময় আবহমান বাংলার ঐতিহ্যবাহী বাহন হিসেবে গরুর গাড়ির প্রচলন ছিল। গরুর গাড়িই ছিল যোগাযোগের একমাত্র বাহন। পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর, কয়রাবাড়ী, একদন্ত, লক্ষীপুর, চাঁদভা, মাজপাড়া,
আটঘরিয়া সহ বিভিন্ন এলাকায় কালের পরিক্রমা আধুনিকতার স্পর্শে ঐতিহ্যবাহী গরুর গাড়ি এখন শুধুই অতীতের স্মৃতি। তাই এক সময় গরুর ও মহিষ গাড়ির চালককে বলা হয় গাড়িয়াল।
গ্রামগঞ্জে আঁকাবাঁকা মেঠো পথে ধীরে ধীরে বয়ে চলা গরুর গাড়ি এখন আর চোখে পড়ে না। পল্লি এলাকার জনপ্রিয় বাহন ছিল গরু-মহিষের গাড়ি।
বিশেষ করে গ্রাম অঞ্চলের কৃষি ফসল বহন ও মানুষ বহনের প্রিয় বাহন ছিল দু-চাকার এই গরু-মহিষের গাড়ি। যুগের পরিবর্তনে এ বাহন এখন হারিয়ে যাচ্ছে। গ্রামবাংলার জনপ্রিয় গরু-মহিষের গাড়ি এখন অধিকাংশ এলাকা থেকে বিলুপ্তির পথে।
দুই যুগ আগেও গরুর গাড়িতে চড়ে বর-বধূ যেত। গরুর গাড়ি ছাড়া বিয়ে কল্পনাও করা যেত না। বিয়ে বাড়ি বা মালামাল পরিবহনে গরুর গাড়ি ছিল একমাত্র পরিবহন।
আটঘরিয়া পৌরসভার শ্রীকান্ত পুর গ্রামের প্রবীণ ব্যক্তি কোরবান, রাধাকান্তপুর গ্রামের আব্দুল কোবাদ প্রাং
বলেন, ‘আগে আমাদের নিজেদেরও গরু ও মহিষের গাড়ি ছিল। সেই গাড়িতে করে কৃষি পণ্য ও হাট-বাজার থেকে বিভিন্ন মালামাল আনা-নেয়া করা হতো। এখন গরুর গাড়ি তেমন একটা চোখে পড়ে না।’
রাধাকান্তপুর গ্রামের এমএ মাজেদ বলেন, আমাদের এলাকায় দুটো থেকে তিনটি গরু ও মহিষের গাড়ি ছিল,
বাবার সাথে ভোর বেলা প্রতি বুধবার ও রবিবার টেবুনিয়া হাটে যেতাম মালা মাল নিয়ে। কখনও বাড়িতে মাল নিয়ে ফিরতাম সন্ধ্যার আগে অথবা পরে।
বর্তমান যুগ হচ্ছে যান্ত্রিক যুগ। এখনকার মানুষ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় মালামাল বহনের জন্য বাহন হিসেবে ব্যবহার করছে ট্রাক, পাওয়ার টিলার, লরি,
পিকআপসহ বিভিন্ন মালবাহী গাড়ি। মানুষের যাতায়াতের জন্য রয়েছে মোটরগাড়ি, রেলগাড়ি, বেবিট্যাক্সি, অটোরিকশা ইত্যাদি।
ফলে গ্রামাঞ্চলেও আর চোখে পড়ে না গরুর-মহিষের গাড়ি। অথচ গরুর - মহিষের গাড়ির একটি সুবিধা হলো, এতে কোনো জ্বালানি লাগে না। ফলে ধোঁয়া হয় না।
পরিবেশের কোনো ক্ষতিও করে না। এটি পরিবেশবান্ধব একটি যানবাহন। আবার ধীর গতির কারণে এতে তেমন কোনো দুর্ঘটনারও আশংকা থাকে না।
আমাদের পল্লী এলাকার জনপ্রিয় বাহন ছিল গরু আর মহিষের গাড়ি।বিশেষ করে জনপদে কৃষি ফসল বহন ও মানুষ বহনের প্রিয় বাহন ছিল দু-চাকার এই গরু আর মহিষের গাড়ি।
মাঝেমধ্যে প্রত্যন্ত এলাকায় দু-একটি গরু ও মহিষের গাড়ি চোখে পড়লেও শহরাঞ্চলে একেবারেই দেখা যায় না।
আধুনিক সভ্যতায় ঐতিহ্যবাহী গরু ও মহিষের গাড়ি হারিয়ে যেতে বসেছে। সে কারণে শহরের ছেলেমেয়েরা দূরের কথা, বর্তমানে গ্রামের ছেলেমেয়েরাও গরু কিংবা মহিষের গাড়ির শব্দটির সঙ্গে পরিচিত নয়।
যুগ যুগ ধরে কৃষকের কৃষি ফসল বপন ও বহনের গুরুত্বপূর্ণ বাহন হিসেবে পরিচিত ছিল গরু আর মহিষের গাড়ি। গরু- মহিষের গাড়ি দুই চাকাবিশিষ্ট মহিষ -গরু বা বলদে দিয়ে টানা এক প্রকার বিশেষ যান।
গরু- মহিষের গাড়ির চাকা গুলো শুকনো কাঠ দিয়ে তৈরি করা হয়। গাড়ির সামনের দিকে একটি জোয়ালের সাথে দুটি গরু বা বলদ এবং মহিষ জুটি মিলে গাড়ি টেনে নিয়ে চলে।
সাধারণত চালক বসেন গাড়ির সামনের দিকে। আর পেছনে বসেন যাত্রীরা। বিভিন্ন মালপত্র বহন করা হয় গাড়ির পেছন দিকে। বিভিন্ন কৃষিজাত দ্রব্য ও ফসল বহনের কাজে গরুর গাড়ির প্রচলন ছিল ব্যাপক।
গ্রাম বাংলায় ঐতিহ্যগতভাবে গরুর গাড়ি এক দশক আগেও যাতায়াত ও মালবহনের কাজে ব্যবহৃত হতো।
অনেক অঞ্চলে রাস্তা পাকা না থাকায় এক সময় যান্ত্রিক যানবাহন চলাচল করত না। ফলে গরুর গাড়িই ছিল একমাত্র ভরসা।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন
অমিত শাহকে অভিযুক্ত করলেন কানাডার মন্ত্রী, কোনপথে দ্বিপাক্ষিক সম্পর্ক?
রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: বাণিজ্য উপদেষ্টা
যশোরে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী যুবলীগ কর্মী সাইফুল আটক
স্পিকারের দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা
'গণহত্যার দায়ে হুকুমের আসামী হিসেবে আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার হতে হবে'
রাজনীতি উত্তরাধিকার সূত্রের কোন সাম্রাজ্য নয়- ভিপি নূর
ইরানের ন্যানো পণ্যের রপ্তানি বেড়েছে ১১০ শতাংশ
অভিনেতা মাসুদ আলী খান আর নেই
অভিনব প্রতিবাদ, টেসলার গাড়ি টেনে নিয়ে গেল ষাঁড়
প্রধান শিক্ষকের হাতে জিমি রয়েছে গোপালগঞ্জের খন্দকার শামসউদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়টি।
শাহরুখের জন্মদিনে এলাহী আয়োজনের আভাস, অতিথি থাকছেন যারা!
বিনা টিকিটের যাত্রী থেকে বাড়তি ভাড়া আদায়, ২ রেল কর্মচারী বরখাস্ত
নিবন্ধন পেয়েছে ক্রীড়া নিউজ পোর্টাল ‘খেলা ডট কম’
জীবননগর থানায় শৌচাগারে যাওয়ার কথা বলে থানা থেকে পালালেন আসামি
আখাউড়া থেকে অন্যত্র বদলি করায় কর্মকর্তাকে মারধর,অফিস ভাঙচুর
অতিরিক্ত ডিআইজি রফিকুল ও পরিবারের সদস্যদের সম্পত্তি ক্রোকের আদেশ
র্যাব পুলিশের নাম শুনলে আমরা ঘর ছাড়া হয়েছি-কেন্দ্রীয় যুবদলের সা.সম্পাদক
বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অফিস খুলতে দিবে না জনগণ : খেলাফত আন্দোলন
বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী ৪ বার অংশ নিতে পারবেন : উপদেষ্টা পরিষদ