সালথায় বিএনপি কর্মী হওয়ায় পায়নি ন্যায় বিচার, ৪ বছর পর একইভাবে কোঁপালেন আ.লীগ কর্মীকে!
১৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম
৪ বছর আগে অর্থাৎ ২০২০ সালের ২০ নভেম্বরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাঁরালো অস্ত্র দিয়ে উপুর্যুপুরিভাবে কু্ঁপিয়ে মারাত্মকভাবে আহত করা হয় আতিক ফকির (৫৫) নামে এক ব্যক্তিকে। বিএনপিপন্থী হওয়ায় ন্যায় বিচার না পেয়ে সেই ঘটনার প্রতিশোধ নিতে ঠিক ৪ বছর পর একইভাবে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয় আনিচুর মোল্যা (৩০) নামে এক যুবককে।
ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের পুর্ব সোনাপুর গ্রামে। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে ফসলের মাঠে একা পেয়ে ওই যুবককে ধাঁরালো অস্ত্র দিয়ে দুই হাত ও দুই পায়ে ৩০টি কোপ দেয়া হয়। বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। সে ওই এলাকার সাহেব মোল্যার ছেলে। আতিক ফকির তাঁর প্রতিবেশি এবং সম্পর্কে চাচা-ভাতিজা।
ঘটনার সুত্রপাত যেভাবে:
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ২০২০ সালের নভেম্বরে আতিক ফকিরের ফসলি জমির পাশে ড্রেজার দিয়ে বালু ভরাট করে আনিচুর মোল্যারা। ওই বালু চলে যায় আতিক ফকিরের ফসলি জমিতে। পরবর্তীতে ফসলি জমি থেকে বালু উঠিয়ে নেয়া হয়। সে সময় বালুর সাথে ফসলি জমির মাটিও কেটে নেয় আনিচুর মোল্যারা। তখন প্রতিবাদ করলে আতিক ফকিরের স্ত্রী মাফুজা বেগমকে মারধর করা হয়। এতে তাঁর মাথা ফেটে যায়।
পরেরদিন সকালে ফসল পরিচর্যায় ফসলি মাঠে যায় আতিক ফকির। তখন কুয়াশাচ্ছন্ন থাকায় পেছন থেকে আতিক ফকিরকে লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়া হয়। তখন হাত-পা বেঁধে ফেলে আনিচুর মোল্যাসহ পরিবারের সদস্যরা। এরপর হাত ও পায়ে ধাঁরালো অস্ত্র দিয়ে উপুর্যুপুরিভাবে কুঁপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।
আতিক ফকির বিএনপিপন্থী হওয়ায় এ ঘটনার আজও ন্যায় বিচার পাননি বলে তাঁর স্ত্রী অভিযোগ করেন। এমনকি হুমকি-ধমকি দেয়া হতো।
মাফুজা বেগম বলেন, তখন আমরা কিছু বললে আনিচ বলতো 'কেউ কথা বললে আতিকের মতোই কুপানো হবে। কথা বললে আওয়ামীলীগের ক্ষমতা দেখিয়ে ভয়ভীতি দেখানো হতো।'
তিনি আরও বলেন, 'আমার স্বামী সুস্থ হতে এক বছর সময় লেগেছে। আজও সে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাফেরা করে। সেই ক্ষোভ থেকে হয়তো এ ঘটনা ঘটিয়েছে।
জানা যায়, আনিচুর সোনাপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবুর সমর্থক এবং আতিক ফকির বিএনপি নেতা জয়নাল আবেদিনের সমর্থক। এর আগেও জমি নিয়ে তাদের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এরই জেরে বুধবার আনিচুর তার বাড়ির সামনে মাঠের জমিতে পানি দিতে গেলে আতিক ফকির ও পরিবারের অন্য চার সদস্য তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। পরে রামদা, চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে আনিচুরকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্বক জখম করে।
পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি ফরিদপুর মেডিকেল হাসপাতালের জরুরী বিভাগ সূত্র নিশ্চিত করেন।
সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, 'আনিচুরকে অন্তত ৩০টি কোপ দেওয়া হয়েছে। তার দুটি হাত ও একটি পা প্রায় বিচ্ছিন্ন। হাত-পায়ের হাড়গুলো কেটে ও ভেঙ্গে যেভাবে চুরমার হয়েছে, তাতে তিনি বাঁচলে পঙ্গু হয়ে বাঁচতে হবে।’
অপরপক্ষের জয়নাল আবেদিন বলেন, '৪ বছর আগে আতিককে কুপিয়েছিল আনিচুর ও তার পরিবারের লোকজন। সেই ঘটনায় মামলা এখনও চলমান রয়েছে। মূলত ন্যায় বিচার না পেয়ে ক্ষোভে প্রতিশোধ নিতে পারে।'
এ ঘটনায় আতিক ফকিরসহ হাসেম ফকির, আতিকুর মিয়া ও কাইয়ুম নামে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে দুই পরিবারের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনকে জড়ানো হচ্ছে বলে স্থানীয় অনেকে অভিযোগ করেন।
কাদের ফকির নামে একজন বলেন, 'ঘটনার সময় আমরা ছিলাম না। কিন্তু আমাদের নামে অভিযোগ দিচ্ছে। আমাদের বাড়িঘর লুটপাটেরও হুমকি দেয়া হচ্ছে। আজ সকালেও আমার ৬ ভাইয়ের বাড়িতে পুলিশ তল্লাশি করেছে। আমরা নির্দোষ হয়েও বাড়িতে থাকতে পারতেছিনা, পালিয়ে বেড়াচ্ছি। পেয়াজের চারাও পরিচর্যা করতে পারছি না।'
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, এখনও কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জড়িতরা ছাড়া অন্য কারো বাড়িতে তল্লাশীর অভিযোগটি ভূয়া।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর
ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি
দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড
যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা
আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান
প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী
ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র
মোস্তফা সরয়ার ফারুকীকে কেন উপদেষ্টা করতে হবে?
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
অভ্যুত্থানে আহতদের প্রতি এই অবহেলা অমার্জনীয়
নাট্যকার হুমায়ূন আহমেদ
ধামরাইয়ে দুই ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা, ব্যাটারি কারখানার বিদ্যুৎ বিচ্ছিন্ন