যশোরে বাজার নিয়ে উদ্বিগ্ন মানুষ
১৬ নভেম্বর ২০২৪, ১০:২৫ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১০:২৫ এএম
যশোরের বাজারে শীতকালিন সবজি আসা শুরু করলেও দাম কমছে না। বিভিন্ন বাজারে আলু পেঁয়াজের দাম বাড়লেও কমেনি আজও। নতুন আমন ধান ওঠার মুখে তারপরও চালের দাম এক সপ্তাহেও অপরিবর্তিত রয়েছে। সবজির সরবরাহ বাড়লেও এ সপ্তাহে খুব একটা দাম কমেনি। ডিম, মুরগি ও গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। ভরা বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে না আসায় ভোক্তারা উদ্বিগ্ন। শহরের বড় বাজার ঘুরে এমন চিত্র পাওয়া যায়।বাজারে আলু ও পেঁয়াজের দাম বাড়ার পর আর কমেনি। আজ শনিবার বড় বাজারে আলু বিক্রি হয়েছে প্রতি কেজি ৭০ টাকায়। পেঁয়াজও বিক্রি হয়েছে ১৪০ টাকা। ব্যবসায়ীরা বলছেন হিমাগারগুলো থেকে সংরক্ষিত আলুর পরিমান কমে আসছে। এ কারণে দাম বাড়ছে। দেশি ভাতি পেঁয়াজের মজুদ শেষ হয়ে আসছে। আমদানির পরও বাজার স্থিতিশীল হয়নি। তবে ব্যবসায়ীরা বলছেন নতুন মুড়িকাটা পেঁয়াজ সামনের মাসে বাজারে আসলে পেঁয়াজের দামও কমবে।
এ সপ্তাহে চালের বাজার অপরিবর্তিত রয়েছে। বাংলামতি চাল মানভেদে প্রতি কেজি ৮৪-৮৬ টাকা, মিনিকেট চাল ৬৪-৬৮ টাকা, কাজললতা চাল ৬৬ টাকা, বিআর-২৮ চাল ৬০-৬২ টাকা, বিআর-৬৩ চাল ৭০-৭২ টাকা, বিআর-৪৯ চাল ৬০ টাকা, নূরজাহান চাল ৫৪ টাকা ও হীরা চাল ৪৮ টাকায় বিক্রি হয়েছে।
বড় বাজারের চাল বিক্রেতা সাখাওয়াত হোসেন জানান, নতুন আমন ধানের চাল বাজারে আসলে দাম কমবে।
গত সপ্তাহে সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা কমে আসার পর এ সপ্তাহে দুয়েকটি ছাড়া আর দাম কমেনি।
বড় বাজারের আর এক বিক্রেতা নাসির আলী জানান, তিনি মানভেদে উচ্ছে প্রতি কেজি ৮০-১০০ টাকায় বিক্রি করেছেন, গত সপ্তাহে বিক্রি হয়েছিল ১০০-১২০ টাকা। বেগুন বিক্রি হয়েছে ৮০-৯০ টাকা, গত সপ্তাহে ছিল ৮০-১০০ টাকা। বাঁধাকপি বিক্রি হয়েছে ৬০-৭০ টাকা, গত সপ্তাহে ছিল ৭০-৮০ টাকা। তাছাড়া অন্যান্য সবজির দাম এ সপ্তাহে কমেনি। টমেটো বিক্রি হয়েছে ১৬০ টাকা, গাজর ১৬০ টাকা, বরবটি ১০০-১২০ টাকা, ফুলকপি ১২০-১৪০ টাকা, শসা ৭০-৮০ টাকা, করোলা ১০০ টাকা, ঢেঁড়স ৬০-৭০ টাকা, শিম ১০০ টাকা, পটল ৫০-৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০-৬০ টাকা ও মুলো ৫০-৬০ টাকা।
বড়বাজারের আড়তদার জহিরুদ্দিন কাজল জানান, সবজির সরবরাহ ক্রমান্বয়ে বাড়ছে। এখন থেকে দাম কমে আসবে বলে তিনি আশা করছেন।
বাজারে ডিম,মুরগি ও গরুর মাংসের দাম এ সপ্তাহে একই রকম আছে। খামারের মুরগির ডিম প্রতি পিস ১২ টাকা, খামারের ব্রয়লার মুরগির কেজি ১৯০ টাকা, সোনালি মুরগির কেজি ২৯০ টাকা ও লেয়ার মুরগির কেজি ৩৩০ টাকায় বিক্রি হয়েছে। বড় বাজার কাঠেরপুলেও একই অবস্থা। শহরের প্রায় সব বাজারে গরুর মাংস ৬৫০ টাকা বিক্রি হলেও এখানে বিক্রেতারা ৭০০ টাকার নিচে বিক্রি করছেন না।
শহরের বারান্দিপাড়ার বাসিন্দা মফিজুল ইসলাম বলেন, বাজারে সব ধরনের পণ্যের মজুদ পর্যাপ্ত পরিমানে থাকলেও ব্যবসায়ীরা দাম কমাচ্ছেন না। তিনি আক্ষেপ করে বলেন, শহরের সব বাজারে গরুর মাংস ৬৫০ টাকা কেজিতে বিক্রি করলেও কাঠেরপুলের বিক্রেতারা একজোট হয়ে ৭০০ টাকায় বিক্রি করছেন। তিনি সরকারি বাজার তদারকি সংস্থাগুলোকে এর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ভারতে 'বুলডোজার বিচার' অবৈধ ঘোষণা করে রায় প্রদান
কলকাতার বাসা যেন টাকার খনি!, গোনা হয় মেশিন বসিয়ে
‘আনসার লীগের পর এবার আহত লীগের খপ্পড়ে সরকার’ : হাসনাত-সারজিস
হিমালয়ের কাছে হওয়ায় দিনাজপুরে তাপমাত্রা নামলো ১৬ ডিগ্রিতে
লাতিন আমেরিকায় চীনের নতুন মেগাপোর্ট উদ্বোধন ,সতর্ক দৃষ্টি যুক্তরাষ্ট্রের
আগামীর বাংলাদেশ ‘ন্যায়বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতা’র
কুষ্টিয়ায় শেখ কামালের নাম সরিয়ে হচ্ছে ‘আবরার ফাহাদ স্টেডিয়াম’
বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের মৃত্যু : কাল সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
নির্মাতা চকোলেটে ওষুধ মিশিয়ে সর্বনাশ করতে চেয়েছিল অভিনেত্রী শাহনাজ সুমির
গাজায় নৃশংসতা বন্ধ করতে না পারায় বাইডেন প্রশাসনের নিন্দা জানালেন মার্কিন সিনেটর
মেটাকে ৮৪ কোটি ডলার জরিমানা ইউরোপীয় ইউনিয়নের
শ্রীলঙ্কায় পরিবর্তনের আশায় বামপন্থী সরকারের জয়ে নতুন সম্ভাবনা
মাদক পাচারের অভিযোগে ৯ সউদী সরকারি কর্মকর্তা গ্রেফতার
সিলেটে ছাত্রজনতার উপর হামলা মামলার আসামী নাটোর স্বেচ্ছাসেবক দলের নেতা : নৈপথ্যে ফেঞ্চুগঞ্জ সারকারখানার সিবিএ নির্বাচন
শহিদদের মর্যাদা নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব
সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম মারা গেছেন
লেবাননজুড়ে ইসরায়েলি সর্বশেষ হামলায় নিহত আরও ৫৯
ইসরায়েলি হামলায় ১২ স্বাস্থ্যকর্মী নিহত, নিন্দা জানিয়েছে ‘ডব্লিউএইচও’ প্রধান
ঢাকায় স্ত্রীকে সঙ্গে নিয়ে রিকশা চালালেন পাক হাইকমিশনার
ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়ের জনপদ