ঢাকা   বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১

সম্মেলনের নির্দেশনা দিয়ে সিলেট বিএনপিকে কেন্দ্রের চিটি : ব্যবসায়ী রাজনীতিক নেতৃত্বের অবসান চায় ত্যাগীরা !

Daily Inqilab সিলেট ব্যুরো

২৭ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সিলেট জেলা ও মহানগর সহ বিভাগের সকল জেলায় দলীয় সম্মেলন আয়োজনের নির্দেশনা দিয়েছে কেন্দ্র। সম্মেলন সফল ও সার্থক করতে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনকে দায়িত্ব দিয়ে ইস্যু করা হয়েছে একটি চিঠিও। কেন্দ্রের এ নির্দেশনাকে সময়োপযোগী সিদ্ধান্ত বলে স্বাগত জানাচ্ছেন সোস্যাল মাধ্যেম। এছাড়া অনেকে মনে করছেন, হয়তো নতুন নির্দেশনা প্রতিপালনের মাধ্যেমে দল থেকে ব্যবসায়ি রাজনীতিকদের নেতৃত্ব থেকে দুরে রাখার সুযোগ ঘটবে। ইদানিং ব্যবসায়ী রাজনীতিকরা বিএনপির পদপদবী নিতে লগ্নি করা শুরু করেছেন, সেই সাথে সফলও হচ্ছেন। সদ্য ঘোষিত মহানগর বিএনপির কমিটিকে পোস্ট-মর্টেম" করলে দেখা যাবে, এমন বাস্তবতা। তারা রাজনীতিক পট পরিবর্তনের সাথে সাথে। গিরগিটির মতো রং পাল্টাচ্ছেন।

 

সিলেট মহানগর বিএনপির শীর্ষ পদের নেতাদের মধ্যে কেউ রয়েছেন চিকিৎসা ‌ব্যবসা, ঔষধ উৎপাদনকারী ব্যবস্থা, দন্ত মেডিকেল কলেজ ব্যবসা সহ প্রতিষ্টিত ব্যবসায় জড়িত। সর্বদলীয় এই সিন্ডিকেট ব্যবসায় কারনে আ'লীগের নির্যাতন নিপীড়নের ঝড়ে তারা ছিলেন নিরাপদ। বরং আ'লীগ বিরোধী আন্দোলন সংগ্রামে বিএনপির সাধারন নেতাকর্মীদের নিরুসাহিত করেছেন, জান বাঁচানোর পরামর্শ দিয়েছেন। যারা শুনেনি তাদের তথ্য আ'লীগের কাছে দিয়ে হয়রানি করিয়েছেন। আওয়ামীলীগ বান্ধব, বিএনপির সেই নেতারা এখন ফ্রন্ট লাইনে। এ লাইন দলের চেয়ে লাভজনক হচ্ছে পতিত আওয়ামীলীগের নেতাকর্মীরা। কারন তারা আ'লীগের নেতাকর্মীদের আশ্রয় প্রশয় দিয়ে বিরাট সুযোগ পাবেন সেবা বাণিজ্যের।

 

সোমবার (২৫ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘বিভাগের অন্তর্ভুক্ত ইউনিয়ন, উপজেলা, পৌর ও থানা কমিটি থেকে শুরু করে মহানগর ও জেলা কমিটি সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি সমাপ্ত করতে হবে। দায়িত্বপ্রাপ্ত বিভাগের সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদকদ্বয় এবং মহানগর ও জেলার সভাপতি/আহ্বায়ক সাধারণ সম্পাদক / সদস্য সচিবগণের সাথে বৈঠক করে অতিসত্ত্বর সম্মেলনের কার্যক্রম শুরু করতে হবে।’

চিঠির প্রসঙ্গে জানতে চাইলে দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দীকি বলেন, এটি একটি সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। সকল বিভাগেই এরকম চিঠি ইস্যু করা হয়েছে। বিষয়টি নিয়ে যেসকল প্রশ্ন উঠেছে আমরা আলোচনা করে পরিস্কার করবো।

 

চিঠির বিষয়টি নিয়ে ধোঁয়াশায় এক মাস আগে পূর্ণাঙ্গ হওয়া সিলেট মহানগর বিএনপি। বর্তমান কমিটি থাকবে নাকি ভেঙ্গে দেওয়া হবে তা নিয়েও আলোচনা হচ্ছে। একই সঙ্গে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে কিনা তা নিয়েও আলোচনা হচ্ছে।


এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে বলেন, এই চিঠির বিষয়ে আমরা অবগত রয়েছি। দ্রুত আমাদের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে আলোচনা করে বিষয়টি জানানো হবে।

 

এদিকে কেন্দ্রে এ চিঠি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা প্রশ্ন তুলছেন নেতাকর্মীরা। কেউ কেউ বলছেন- সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা হয়েছে এক মাসও হয়নি। এরমধ্যেই নতুন করে সম্মেলন করে কমিটি করা কতটুকু যুক্তিযুক্ত।

 

নেতাকর্মীরা বলছেন, ইতোমধ্যে সিলেট মহানগরীতে অধিকাংশ আঞ্চলিক ও ওয়ার্ডে বিএনপির কমিটি গঠন করা হয়েছে। মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পেয়েছে ৪ নভেম্বর। সাবেক সিসিক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি ও ইমদাদ হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে ১৭০ জন স্থান পান। যেহেতু নতুন কমিটি গঠিত হয়েছে সেক্ষেত্রে মহানগরী উল্লেখ করে নতুন সম্মেলন ও কমিটি গঠনের নির্দেশ নিয়ে প্রশ্ন থাকাটা স্বাভাবিক মনে করছেন নেতাকর্মীরা। একই দিনে (৪ নভেম্বর) সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ৩২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্র।

এদিকে, ২০২৩ সালের ২০ মার্চ আব্দুল কাইয়ুম চৌধুরীকে সভাপতি ও অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যে পূর্ণাঙ্গ কমিটি ও ৯১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরআগে ২০২২ সালের ২৯ মার্চ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওইদিন বিকেলে কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। এরআগে সিলেট জেলার ১৩ উপজেলা ও ৫ পৌরসভায় কমিটি গঠন করা হয়। এছাড়া কমিটি গঠন করা হয় ইউনিয়নেও।

 

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘যে চিঠি কেন্দ্রে দিয়েছে তা সিলেট জেলা ও মহানগররের কমিটির জন্য প্রযোজ্য না। কারণ সিলেট মহানগর পূর্ণাঙ্গ হয়েছে এক মাসও হয়নি। আর জেলা পূর্ণাঙ্গ হয়েছে গতবছর। মুলত এই চিঠি সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা কমিটির জন্য দেওয়া হয়েছে।’ অপরদিকে, অনেকে মনে করছেন এই চিটিতে সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিও সুস্পষ্ট ইংগিত রয়েছে। বিশেষ করে মহানগর কমিটি দ্বিতীয় বারের মতো ভারপ্রাপ্তের দায়িত্বে রয়েছে।

 

এছাড়া ঘোষিত পূর্নাঙ্গ কমিটিতে দলের নিবেদিত নেতাকর্মীদের চেয়ে ব্যক্তি কেন্দ্রিক আধিপত্য রক্ষায় নিজেদের লোকদের অন্তর্ভক্ত করা হয়েছে। মহানগরীর কমিটিতে প্রকৃত রাজনীতিকের চেয়ে ব্যবসায়ী রাজনীতিকের সংখ্যা যেমন বেশি, তেমন বেশি আওয়ামীলীগের সেবাদাসের। ঘোষিত কমিটি শুরু থেকেই বির্তকিত করা হয়েছে, কারন অনেক নেতাকর্মীকে কমিটিতে স্থান দেয়া হয়নি, যাদের ত্যাগি ভূমিকায় ম্লান হয়েছে সুবিধাভোগীদের অবস্থান। তাই সুবিধাভোগীরা ওদের কোনঠাসা করতে অত্যন্ত কৌশলে কমিটি ঘোষনা করিয়েছে নিজেদের অস্তিত্বের স্বার্থে। পদ বঞ্চনার শিকার একাধিক নেতাকর্মী জানান, মহানগর কমিটিকে পোস্ট-মর্টেম" করলে সুবিধাভোগীদের নগ্ন অবস্থান বেরিয়ে আসবে। কারন এই কমিটিতে শীর্ষে পদপদবী তারাই নিয়েছে তারা আওয়ামীলীগের আমলে ব্যবসায়ীকভাবে লাভবান হয়েছে। সেই সাথে স্থাণীয় আওয়ামীলীগের এজেন্ট হিসেবে চিহ্নিত ছিল। দু:খজনক হলেও সত্য, এরাই এখন দলের কান্ডারী।

 

 


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, সবাইকে শান্ত থাকার আহ্বান

আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, সবাইকে শান্ত থাকার আহ্বান

ঢাবিতে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা

ঢাবিতে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা

মায়ামিতে মেসিদের নতুন কোচ মাশ্চেরানো

মায়ামিতে মেসিদের নতুন কোচ মাশ্চেরানো

চিন্ময় সম্পর্কে দিল্লির বক্তব্যকে বন্ধুত্বের চেতনার পরিপন্থী বলে অভিহিত করেছে ঢাকা

চিন্ময় সম্পর্কে দিল্লির বক্তব্যকে বন্ধুত্বের চেতনার পরিপন্থী বলে অভিহিত করেছে ঢাকা

উত্তাল ইসলামাবাদে সেনা মোতায়েন

উত্তাল ইসলামাবাদে সেনা মোতায়েন

আদানির গ্রেপ্তারের দাবিতে বিহার বিধানসভার সামনে বিক্ষোভ

আদানির গ্রেপ্তারের দাবিতে বিহার বিধানসভার সামনে বিক্ষোভ

র‌্যাবের ‘কসাই’ সাবেক এসপি ফারুকীর বিচার না হলে মানবাধিকার লঙ্ঘিত হবে

র‌্যাবের ‘কসাই’ সাবেক এসপি ফারুকীর বিচার না হলে মানবাধিকার লঙ্ঘিত হবে

হজযাত্রী নিবন্ধন ২ মাস বাড়ানোর দাবি

হজযাত্রী নিবন্ধন ২ মাস বাড়ানোর দাবি

সংঘাত-অস্থিরতার দায় সরকার এড়াতে পারে না : এবি পার্টি

সংঘাত-অস্থিরতার দায় সরকার এড়াতে পারে না : এবি পার্টি

অহিংস গণঅভ্যুত্থানের সংগঠকসহ ১৮ জন কারাগারে

অহিংস গণঅভ্যুত্থানের সংগঠকসহ ১৮ জন কারাগারে

হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ ড. ইউনূসের

চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ ড. ইউনূসের

ঐক্যের শক্তি ধ্বংস করতে ছড়ানো হচ্ছে বিভেদের বিষ: মুশফিক আনসারী

ঐক্যের শক্তি ধ্বংস করতে ছড়ানো হচ্ছে বিভেদের বিষ: মুশফিক আনসারী

পরিবেশ কর্ম-পরিকল্পনা ২০২৪-২০৩০ চালু করেছে এডিবি

পরিবেশ কর্ম-পরিকল্পনা ২০২৪-২০৩০ চালু করেছে এডিবি

লন্ডনে হাইকমিশনার সাইদা মুনার রাজত্বের অবসান হচ্ছে

লন্ডনে হাইকমিশনার সাইদা মুনার রাজত্বের অবসান হচ্ছে

ক্ষমতার দ্বন্দ্ব ও রাজনৈতিক উস্কানির ফাঁদ পাতা হচ্ছে

ক্ষমতার দ্বন্দ্ব ও রাজনৈতিক উস্কানির ফাঁদ পাতা হচ্ছে

জাতীয় অর্জনে কৃষক ও কৃষিবিদদের অবদান অনস্বীকার্য -স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

জাতীয় অর্জনে কৃষক ও কৃষিবিদদের অবদান অনস্বীকার্য -স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

বিজেপির হুমকির যথাযথ জবাব দিতে হবে

বিজেপির হুমকির যথাযথ জবাব দিতে হবে

বগুড়ায় মারা গলেনে কারাবন্দী আওয়ামী লীগ নতো শাহাদত আলম ঝুনু

বগুড়ায় মারা গলেনে কারাবন্দী আওয়ামী লীগ নতো শাহাদত আলম ঝুনু

গাজীপুরে বন বিভাগের জমি উদ্ধারে বাধাঃ হামলায়i এসিল্যান্ড সহ আহত ১০ গাড়ি ভাঙচুর

গাজীপুরে বন বিভাগের জমি উদ্ধারে বাধাঃ হামলায়i এসিল্যান্ড সহ আহত ১০ গাড়ি ভাঙচুর