সুনামগঞ্জে শুরু হয়েছে দেশীয় জাতের বোরোধান কাটা
০৭ এপ্রিল ২০২৫, ১২:০০ পিএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ১২:০০ পিএম

সুনামগঞ্জ জেলায় ছোট-বড় প্রায় সবকটি হাওরে দেশীয় জাতের বোরোধান কাটা শুরু হয়েছে। এসব ধানের মধ্যে রয়েছে রাতা, টেপি, খৈয়া বোর এবং বিরুন ধান। হাওরের কৃষকরা এসব দেশীয় জাতের বোরোধান চাষাবাদ করেন মূলত মুখরোচক চাল পেতে। এসব ধান অন্যান্য উচ্চ ফলনশীল জাতের ধানের তুলনায় উৎপাদন খুবই কম হয়ে থাকে। গেল কয় বছর ধরে কৃষি বিভাগ থেকে আগাম জাতের বোরো ধান চাষাবাদে উদ্বুদ্ধ করার ফলে কিছু-কিছু এলাকার পাকা ধান আগে-ভাগেই কাটা শুরু হয়েছে। সম্প্রতি জেলার বিভিন্ন হাওরে দেশীয় জাতের ধান কাটা শুরু করেছেন কৃষকরা।
কৃষকদের সাথে কথা বলে জানা যায়, হাওরে এখন খুবই সামান্য পরিমাণে চাষাবাদ হয় রাতা, টেপি, খৈয়া বা বিরুণ ধান। এসব ধান কেয়ারে (তিন কেয়ারে এক একর) সাত-আট মণ ধান ফলন হয়। অথচ হাইব্রিড ও উচ্চ ফলনশীল ধান চাষাবাদ করলে কেয়ারে ফলন হয় ২০-২৫ মন ধান। এ কারণে বেশি ফলনের আশায় সুস্বাদু চাল পেতে স্থানীয় জাতের ধানের ফলনও কমে গেছে। তবে এখনো কিছু কৃষক নিজের পরিবারের সদস্যদের খাবারের জন্য এসব ধান চাষাবাদ করেন।
সোমবার (৭ এপ্রিল) সরেজমিনে সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে এবং তাহিরপুরের শনির হাওরে গিয়ে দেখা যায়, কেউ শ্রমিক লাগিয়ে, কেউ হারভেস্টার মেশিনের মাধ্যমে কিছুকিছু জমিতে ধান কাটা শুরু করেছেন। বৈশাখের কয়েকদিন আগে আগাম জাতের ধান কাটতে পারায় খুশি কৃষকরা। তবে সময়মত বৃষ্টিপাত না হওয়ায় ধানের ফলন তেমন একটা ভালো হয়নি বলে জানান কৃষকরা।
সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর জেলায় ২ লাখ ২৩ হাজার ৫০২ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এরমধ্যে হাইব্রিড ধান ৬৭ হাজার ৫৫০ হেক্টর, উচ্চ ফলনশীল এক লাখ ৫৪ হাজার ৯৭৩ হেক্টর এবং স্থানীয় জাতের ৯৭৯ হেক্টর। যা থেকে ৯ লাখ ১৮ হাজার মে. টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদিত এসব ধানের বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় স্থানীয় জাতের ধানের চাষাবাদ কমে গেছে। এবার দশমিক চার শতাংশ জমিতে স্থানীয় জাতের ধানের চাষাবাদ হয়েছে।
তাহিরপুরের শনির হাওরের কৃষক আবদুল বাতেন। এবছর হাওরে নানা জাতের প্রায় ২৫ বিঘা জমিতে ধান আবাদ করেছেন। এরমধ্যে ২ বিঘা জমিতে ব্র্যাক ৭৭৭ জাতের ধান চাষ করেছেন। অন্যান্য ধান এখনও না পাকলেও ব্র্যাক ৭৭৭ জাতের ধান পেকেছে। এজন্য শনিবার হারভেস্টার মেশিন দিয়ে জমির ধান কর্তন করছিলেন। আবদুল বাতেন বলেন, চৈত্র মাসের মাঝামাঝি সময়ে পাওয়া ধান খুবই কাজে আসে। ২ বিঘা জমির ধান শনিবার কর্তন করেছি। এই জাতের ধানের আগাম ফলন পাওয়ার ৪ বছর ধরে ক্ষেতে আবাদ করি।
একই এলাকার কৃষক মো. সাজু মিয়া বলেন, কিছু আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। অনেক উৎসাহ নিয়ে বৈশাখের আগেই মেশিন দিয়ে ধান কর্তন করছি।
চিকসা গ্রামের বাসিন্দা কৃষক সামিউল ইসলাম বলেন, এখনও পুরোপুরি কাটা শুরু হয় নি। বেশিরভাগ ধান কাচা রয়ে গেছে। যারা আগাম জাতের ধান রোপন করেছিলো তারা কাটছে। তবে বৈশাখের ১ম সপ্তাহে মোটামুটি ধান কাটার ধুম পড়বে।
শনির হাওরের কৃষক জসীম মিয়া বলেন, আবহাওয়া ভালোই দেখছি, যদি এইরকম থাকে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। একসাথে ধান কাটা, মাড়াই, শুকানোর কাজ শেষ করে গোলায় তুলা যাবে সহজেই।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, স্থানীয় অর্থাৎ আগাম জাতের রাতা, বিরুইন, টেপি ও খৈয়া বোরো এই চার জাতের ধান সুনামগঞ্জের হাওরগুলোতে সামান্য পরিমাণে হয়। সেগুলো এখন থেকে কাটা শুরু হয়েছে।
তিনি আরও বলেন, সুনামগঞ্জে এবার সব মিলিয়ে দুই লাখ ২৩ হাজার ৫০২ হেক্টর জমিতে বোর ধানের চাষাবাদ হয়েছে। এবার হাওরের ধান পাঁচ মে এবং নন হাওরের ধান ২৫ মে এর মধ্যে কেটে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ১৫ এপ্রিল থেকে সকল হাওরে ধুমধামে ধান কাটা শুরু হবে বলে আমরা আশা করছি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

কেরানীগঞ্জে ৫ অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০

কুমিল্লায় এবার সুদখোরের পক্ষ নিয়ে নারী লাঞ্ছিতের ঘটনায় ভাইরাল বিএনপি নেতা

বরগুনায় পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের, গ্রেফতার ১

রিজার্ভ বেড়ে ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার

১২ দিনে ১২ হাজার ৮৩৮ কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা

‘ভাসানী জনশক্তি পার্টি’ নামে আরেকটি দলের আত্মপ্রকাশ

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ২

বিগত ১৬ বছর বিদেশি অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল: সারজিস

বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় অংশ নিয়েও রোমান হত্যার আসামী আল-আমিন

শোভাযাত্রার নাম পরিবর্তনে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, ব্যাখ্যা দাবি

৮ দফা দাবিতে নোয়াখালীর কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ৬ষ্ঠ দিনে চলছে

১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার

বাতিল করা হচ্ছে ১০টি অর্থনৈতিক অঞ্চল

বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের বিবৃতি চারুকলা ইনস্টিটিউটে “ফ্যাসিষ্ট মুখাকৃতি ও শান্তির পায়রা” জ্বালিয়ে দেয়ার বিরুদ্ধে

আবুধাবিতে খুন হন বিশ্বনাথে ফয়জুল

সব মসজিদে একই সময়ে জুমার নামাজ, নির্দেশনা ইফা’র

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর ৪২১তম পরিষদ সভা অনুষ্ঠিত

বাংলাদেশকে যথাযথভাবে কাজে লাগাতে হবে

সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়: রিজভী

পাওনা টাকা চাওয়ায় চার জনকে পিটিয়ে জখম--গ্রেফতার ১