নড়াইলের নিখোজ কিশোর শয়নের লাশ উদ্ধার
নড়াইলে নিখোজ কিশোর শয়নের লাশ পাওয়া গেল কৈবিলে । বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৮টায় সদর উপজেলার নিধিখোলা গ্রামের নিখোঁজ শয়ন শেখের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শয়ন শেখ নিধিখোলা গ্রামের মো.নাজমুল শেখের ছেলে।নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে শয়ন শেখ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে তাকে...