দক্ষিণাঞ্চলের জাতীয় মহাসড়কে ফেরি সার্ভিস বিলুপ্ত হলেও জেলা ও আঞ্চলিক মহাসড়কের ২৩টি পয়েন্টে পারাপারের বিড়ম্বনা
নদ-নদী নির্ভর দক্ষিণাঞ্চলের জাতীয় মহাসড়কগুলোতে একাধিক মাঝারী ও বড় মাপের সেতু নির্মাণের ফলে ফেরি পারাপারের বিড়ম্বনা হ্রাস পেলেও আঞ্চলিক ও জেলা সংযোগ সড়কগুলোর ২৩টি স্থানে এখনো সড়ক অধিদপ্তরের ফেরি সার্ভিসের ওপরই সড়ক পরিবহন নির্ভরশীল। এর বাইরে বরিশাল-ভোলা-ল²ীপুর-চট্টগ্রাম জাতীয় মহাসড়কেও রাষ্ট্রীয় জাহাজ চলাচল প্রতিষ্ঠান-বিআইডবিøউটিসি ফেরি সার্ভিসের মাধ্যমে উপক‚লীয় ৩টি বিভাগ ও সমুদ্র বন্দরসমূহের মধ্যে সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছে।
নিকট অতীতেও প্রবাদ ছিল...