একসঙ্গে যাত্রা শুরু যাচাই ডট কম ও একশপে’র
স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সরকারের আইসিটি ডিভিশন পরিচালিত এটুআই – এসপায়ার টু ইনোভেইট প্রোগ্র্যামের একশপ-এর সাথে যৌথভাবে কার্যক্রম শুরু করল প্রসিদ্ধ দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস - যাচাই ডট কম লিমিটেড । একশপ বিশ্বের প্রথম সহায়ক গ্রামীণ ই-কমার্স আর্কিটেকচার প্ল্যাটফর্ম। গত বছরের ২৭ অক্টোবর ই-কমার্স কোম্পানি যাচাই ডট কম লিমিটেড ও একশপ-এর পারস্পরিক সেবা আদান-প্রদানের নিরিখে রাজধানীর আগারগাও-এ অবস্থিত আইসিটি বিভাগে...