৩ জনের দ্বন্দ্বে দুই শতাধিক হাসপাতালে, ৩ মামলায় আসামি এগারোশো
সিটে বসা নিয়ে বগুড়া থেকে রাজশাহীগামী বাসের চালক ও হেলপারের সঙ্গে প্রথমে দ্বন্দ্ব শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আল-আমীন আকাশ নামের এক শিক্ষার্থীর। তিন জনের এই দ্বন্দ্বকে ঘিরে শুরু হয় হাতাহাতি, ঢিলাঢিলি, ধাওয়া পাল্টা ধাওয়া, অগ্নি সংযোগ ও সর্বশেষ পৌছেছে গোলাগুলির পর্যায়ে। এঘটনায় এগারোশো জনের বিরুদ্ধে পৃথক তিনটি অজ্ঞাতনামা মামলা করা হয়েছে।
একপর্যায়ে গত শনিবার (১১ মার্চ) রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস...