খেলাফতে রাশেদার মেয়াদ পূরণকারী পঞ্চম খলিফারূপে ইমাম হাসান (রা.)
০৫ এপ্রিল ২০২৩, ০৭:০৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৫:৩৬ পিএম
হজরত আলী (রা.) এর শাহাদাতের পর, অধিকাংশ মুসলমান হজরত ইমাম হাসান (রা.) এর হাতে পঞ্চম খলিফা হিসাবে বয়াত করেন, যদিও হজরত আমির মোআবিয়া (রা.) ও তার অনুসারীরা ইমামের খেলাফতের বিরুদ্ধাচরণ করতে থাকেন। ইমাম হাসান (রা.) তার পূর্বসুরি চার খলিফার নীতি, আদর্শ, অনুযায়ী খেলাফত পরিচালনা করেছিলেন, কিন্তু হজরত মোআবিয়া (রা.) ও তার অনুসরীদের বিরোধিতায় যে অসন্তোষ দেখা দেয়, তার পরিণতিতে রক্তক্ষয়ী যুদ্ধের আশংকা ছিল এবং কোথাও কোথাও সংঘটিত হয়েছিল। এতদসংক্রান্ত ঐকিহাসিক বিশদ বিবরণে না গিয়ে শুধু এতটুকু বলাই যথেষ্ট যে, হজরত ইমাম হাসান (রা.) মুসলমানদের মধ্যে পরস্পর রক্তপাত ও বিবাদ-বিশৃঙ্খলা এড়ানো, শান্তি-শৃঙ্খলা এবং বৃহত্তর মুসলিম ঐক্য ও কল্যাণের স্বার্থে হজরত মোআবিয়া (রা.) এর সাথে শান্তিপূর্ণ চুক্তির মাধ্যমে তার কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এ চুক্তি সম্পাদন পর্যন্ত তিনি পঞ্চম খলিফা হিসাবে ৬ মাস খেলাফতের দায়িত্ব পালনের মাধ্যমে তাঁর মহান নানা হুজুর (সা.) এর ভবিষ্যদ্বাণী বস্তব রূপ লাভ করে। আর্থাৎ খেলাফতে রাশেদার তিরিশ বছর পূর্ণতা লাভ করে। অতঃপর হজরত আমির মোআবিয়া (রা.) এর ক্ষমতা লাভের মধ্যে দিয়ে শুরু হয় ইসলামে রাজতন্ত্র ও রক্তপাতের ধারা।
খেলাফতে রাশেদার অপূর্ণ মোয়াদ পূরণকারী হজরত ইমাম হাসান (রা.) এর জন্ম দিন ছিল ইসলামের এক মহানন্দের দিন। তিনি হিজরী সনের ১৫ রমজান মদিনায় জন্মগ্রহণ করেন। হিজরতের পর দ্বিতীয় বর্ষে রমজান মাসের রোজা ফরজ হয়। এ মাসের প্রথমার্ধে যেসব ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, বদর যুদ্ধ ছিল তার প্রধান। এই বিজয়ের আনন্দের সাথে আরও একটি আনন্দের বিষয় ছিল রমজান মাসে হজরত ইমাম হাসান (রা.)-এর জন্ম। হিজরী তৃতীয় বর্ষের রমজান মাসের দ্বিতীয় দশকে ইমাম হাসান (রা.) জন্মগ্রহণ করেন। উল্লেখ্য, হিজরতের পর মদীনায় মুসলিম পরিবারে প্রথম জন্মগ্রহণকারী শিশুদের মধ্যে হজরত আবদুল্লাহ ইবনে জোবায়ের (রা.)-এর পর কোনো শিশু জন্মগ্রহণ করেন তা সঠিকভাবে বলা কঠিন। তবে দ্বিতীয় হিজরীতে রোজা ফরজ হওয়ার এক বছর পর রমজান মাসে ইমাম হাসান (রা.)-এর জন্ম ছিল এক অতীব আনন্দদায়ক ঘটনা। কেননা ইমাম হাসান ছিলেন হজরত আলী (রা.) ও হজরত ফাতেমা (রা.)-এর প্রথম পুত্র সন্তান এবং রাসূলুল্লাহ (সা.)-এর অতি প্রিয় দৌহিত্র। রমজান মাসে ইমাম হাসানের জন্ম ছিল এক সৌভাগ্যের বিষয়। তার ভূমিষ্ঠ হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মদীনায় মুসলমানদের মধ্যে দারুণ আনন্দের সৃষ্টি হয়। হজরত ইমাম হাসান (রা.)-এর কুনিয়াত বা উপনাম ছিল আবু মোহাম্মদ।
ইমাম হাসান (রা.)-এর জীবনে ব্যতিক্রমধর্মী একটি ঘটনা হচ্ছে এই যে, তাঁর জন্ম যেমন রমজান মাসে, তেমনি রমজান মাসেই তিনি খেলাফত লাভ করেন। হজরত আলী (রা.)-এর শাহাদতের পর কুফায় চল্লিশ হাজার লোক হজরত ইমাম হাসান (রা.)-এর হাতে মৃত্যুর উপর বয়াত গ্রহণ করেন। আর রমজান মাসেই হজরত আলী (রা.)-এর শাহাদতের ঘটনা সংঘটিত হয়। রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবনকাল ইমাম হাসান (রা.) দীর্ঘকাল না পেলেও নানার আদর্শ শিক্ষা তিনি পরিপূর্ণভাবে পেয়েছিলেন। তাঁর সৌভাগ্য হয়েছিল যে, জন্মের পর তাঁর নানা সাইয়েদুল মোরসালীন স্বীয় দৌহিত্রের কানে আজান ও একামত বলেছিলেন ।
হজরত ইমাম হাসান (রা.)-এর লালন-পালন, শিক্ষা-দীক্ষা সবকিছুই সরাসরি রাসূলুল্লাহ (সা.) এবং ইমামের মাতা-পিতার তত্ত্বাবধানে স¤পন্ন হয়। অবশ্য ইমাম হাসান (রা.)-এর সাত বছর বয়সে তাঁর নানা রাসূলুল্লাহ (সা.)-এর ওফাত হয়ে যায়। তথাপি এই অল্প বয়সেও তিনি কয়েকটি হাদীস সরাসরি তাঁর নানার কাছ থেকে বর্ণনা করেন। তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা ১৩ বলে উল্লেখিত হয়ে থাকে। সাত বছর বয়সে এতগুলো হাদীস মুখস্থ রাখা একটি অসাধারণ ব্যাপার। এতে প্রমাণিত হয় যে, ইমাম হাসান (রা.) কী অসাধারণ মেধা ও প্রতিভার অধিকারী ছিলেন।ইমাম হাসান (রা.)-এর মহান পিতা, ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী (রা.) রমজান মাসের দ্বিতীয় দশকের শেষ দিকে আততায়ীর তরবারির আঘাতে আহত হন এবং তার শাহাদতের পর ৪০ হিজরীর ২৬ রমজানুল মোবারক মুসলমানগণ সর্বসম্মতভাবে হজরত হাসান (রা.)কে পঞ্চম খলিফা মনোনীত করেন এবং তার হাতে বায়াত গ্রহণ করেন। ক্ষমতা হস্তান্তরের পর তিনি সাত বছর জীবিত ছিলেন। বলা হয়ে থাকে যে তাঁকে বিষ প্রয়োগে শহীদ করা হয়।হজরত ইমাম হাসান (রা.)-এর ফজিলত তথা শ্রেষ্ঠত্ব স¤পর্কে বহু হাদীস রয়েছে। বোখারী, মুসলিম ও তিরমিজীতে বর্ণিত এক হাদীস অনুযায়ী, হজরত বারা ইবনে আজেব (রা.) বলেন, আমি নিজের চোখে রাসূলুল্লাহ (সা.)কে দেখেছি যে, তিনি ইমাম হাসান (রা.)কে নিজের কাঁধে বহন করে বলছিলেন, হে আল্লাহ, আমি এই শিশুকে ভালবাসি, তুমিও তাকে ভালবাস।
হিজরত ইমাম হাসান (রা.) খেলাফতে রাশেদার যুগে প্রথম ব্যক্তিত্ব যিনি স্বেচ্ছা প্রণোদিত হয়ে নিজেই পদত্যাগ করেন এবং চুক্তির মাধ্যমে ক্ষমতা হজরত মোআবিয়া (রা.) এর নিকট হস্তান্তর করেন। বর্ণিত আছে যে, উভয়ের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার পর তাঁরা এক সঙ্গে (মাদায়ন হতে) কুফায় প্রবেশ করেন। তখন মুসলিম উম্মার শাসন ক্ষমতা একজন খলিফার হাত হতে বদল হয়ে চলে যাওয়ার পরিণামে এ বছরের নামই হয়ে যায় ‘আমুল জামাআত’ (বা সর্ব সাধারণের দল)। ক্ষমতা হস্তান্তর সম্পর্কে ইমাম হাসান (রা.) বলেছেন: ‘আমির মোআবিয়া (রা.) যদি বাস্তবেই ক্ষমতা লাভের যোগ্য হয়ে থাকেন তা হলে তিনিই আমার চেয়ে অধিক উপযুক্ত বলে আমি মনে করি, আর আমি যদি তার হকদার হয়ে থাকি, তাহলে আমার সেই অধিকার আমি তাকে সমর্পণ করছি এবং এরূপ পদক্ষেপ কেবল উম্মতের কল্যাণ ও কওমকে রক্তপাত হতে রক্ষার স্বার্থে গ্রহণ করেছি। কিন্তু এ কথাও আমি জানি যে, সম্ভবত এ বিষয়টি তোমাদের জন্য ফেতনা ফাসাদের কারণ হতে পরে। কিন্তু জেনে রাখো, অতঃপর মাত্র কয়েকদিনের (ক্ষণস্থায়ী দুনিয়ার) কর্মতৎপরতা থেমে যাবে।’ এরপর তিনি মদীনায় চলে যান এবং সেখানেই বসবাস করতে থাকেন। তখন কোনো কোনো লোক বলতে শুরু করে যে, কেন তিনি স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করলেন? জবাবে তিনি বলেন: আমি তিনটি বস্তুকে পছন্দ করেছি: ১. বিবাদ বিশৃংখলার স্থলে জামাতবন্দি বা বৃহত্তর ঐক্য। ২. সহিংসতা ও রক্তপাতের বদলে মুসলিম উম্মাহর সংহতি রক্ষা করা। ৩. এবং আগুনের (জ্বালাও পোড়াওয়ের) পরিবর্তে লজ্জাসম্ভ্রম ও ইজ্জতআব্রু রক্ষা করা। রাসূলুল্লাহ (সা.) হজরত হাসান (রা.)কে খুব ভালোবাসতেন এবং তাঁর সম্পর্কে ভবিষ্যদ্বাণীও করেছেন। এ প্রসঙ্গে হজরত আবুবকর সিদ্দীক (রা.) বর্ণনা করেন: আমি রসুল (সা.)কে মিম্বরে উপবিষ্ট দেখি এবং তার পাশে হাসান (রা.)কে ধরে রেখেছেন, একবার তিনি লোকদের দিকে তাকাচ্ছিলেন আবার হাসানের দিকে। অতঃপর তিনি বললেন: আমার এই পুুত্র (দৌহিত্র) সর্দার হবে এবং আমি আশা করি, সে মুসলমানদের দুইটি বড় দলের মধ্যে শান্তি-শৃংখলা স্থাপন করবে। (ছহীহ হাদীস) ইমাম হাসানের ক্ষমতা হস্তান্তরের ঘটনাটা ছিল বাস্তবে হুজুর (সা.) এর এ ভবিষ্যদ্বাণীর মোজেজা স্বরূপ।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে ক্ষমা না চাইলে ভিপি নুরের বিরুদ্ধে ব্যবস্থা
বগুড়ায় মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা, চিরকুট উদ্ধার
বিবাহ বিভ্রাটে তৌহিদ আফ্রিদি, স্যোশ্যাল মিডিয়ায় শালিকা নিয়েছে বউয়ের অবস্থান
বিদেশি হস্তক্ষেপে বিগত সরকার ফ্যাসিস্টে পরিণত হয়েছিলো : আসিফ নজরুল
মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষনা স্বরাষ্ট্র উপদেষ্টার
নারায়ণ চন্দ্রকে আদালত চত্বরে ডিম নিক্ষেপ
সেই কবি এবার ৬৯ বছর বয়সে এইচএসসি পাস করলেন
ফিলিপাইনে টাইফুন উসাগির আঘাত
যশোরে ছুরিকাঘাত করে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা
চুয়াডাঙ্গার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হলেন যশোরের বিচারক শিমুল
জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র-জনতার অন্যতম লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ গঠন : ভূমি উপদেষ্টা
২০ হাজার ওমরাযাত্রী অনিশ্চয়তায়, ওমরাহ টিকিটে এক লাফেই ১৭ হাজার টাকা বৃদ্ধি
সংষ্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন -মুফতী সৈয়দ ফয়জুল করীম
কটিয়াদীতে যুবকের লাশ উদ্ধার, স্ত্রী আটক
বেনাপোল বন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, কমবে ভোগান্তি, বাড়বে বাণিজ্য
যশোর বোর্ডে এইচএসসিতে পুনর্নিরীক্ষণের আবেদন ৬৬ হাজার, পরিবর্তন ৭১ জনের
আইএইচএফ ট্রফির বাছাইপর্বে অংশ নিবে ইয়ুথ ও জুনিয়র হ্যান্ডবল দল
ফের কমলো সোনার দাম
সাফজয়ী দলকে আর্থিক পুরস্কার দিল সাউথ ইস্ট ব্যাংক
২৪২ সদস্যবিশিষ্ট ঢাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ