পাহাড়ে সংঘর্ষ ও প্রাণহানি রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে
০৮ এপ্রিল ২০২৩, ০৮:০৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৩৬ এএম
গত শুক্রবার সকালে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার খামতাং পাড়ায় সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, রাত থেকে ভোর পর্যন্ত খামতাং পাড়ায় থেমে থেমে দুই সশস্ত্র গ্রুপ কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ সংস্কার)-এর মধ্যে দফায় দফায় গোলাগুলি চলে। পরে সকালে ঘটনাস্থলে সশস্ত্র পোশাক পরিহিত ৮টি গুলিবিদ্ধ লাশ মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। নিহতদের পোশাক দেখে ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সশস্ত্র শাখা কুকি চীন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর সদস্য। তাদের কাছে ভারি অস্ত্র থাকলেও তা বিরোধী সশস্ত্র গ্রুপের সদস্যরা নিয়ে গেছে। স্থানীয়দের অনেকেই বলেছেন, কেএনএফের সাথে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গুলাগুলিতে ৮ জন নিহত হয়। চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী জানান, গত বৃহ¯পতিবার রাতে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর দুই গ্রুপের গোলাগুলিতে নিহতরা সবাই খ্যায়াং সম্প্রদায়ের। ঘটনার পর সেখানে লাশ উদ্ধারের জন্য সেনা বাহিনীর সদস্য ও পুলিশ পাঠানো হয়।
সশস্ত্র দুই গ্রুপের সংঘর্ষ এবং নিহত হওয়ার ঘটনা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়। ইদানিং পাহাড়ে সশস্ত্র কিছু সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অপহরণ ইত্যাদি অপরাধমূলক ঘটনা বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালের ৭ জুলাই সকালে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজার পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস সংস্কার)-এর জেলা শাখার সভাপতি রতন তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি প্রজিত চাকমাসহ ৬ জন নিহত হওয়ার পর এই প্রথম ৮ জন একসাথে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সম্প্রতি একের পর এক অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে যাচ্ছে। গত ১২ মার্চ কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সশস্ত্র সন্ত্রাসী দল অতর্কিত গুলিবর্ষণ করে। এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং দুই সেনা সদস্য আহত হয়। গত ১৫ মার্চ রুমা উপজেলার কেওক্রাডং এলাকায় সীমান্ত সড়কের কাজ দেখতে যাওয়ার পর অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ার হোসেন অপহৃত হন। এ সময় ট্রাক চালক এবং শ্রমিকও অপহৃত হন। এদের অপহরণ করে কেএনএফ। দুই জনকে ছেড়ে দেয়া হলেও ১৫ দিন পর অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ার হোসেনকে মুক্তি দেয়া হয়। বলা হয়ে থাকে, তিন পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ জেলা হিসাবে বিবেচিত হতো বান্দরবান। এখন সেই বান্দরবান অশান্ত হয়ে উঠেছে। ২০২১ সাল থেকে জেএসএস, জেএসএস সংস্কার, ইউপিডিএফ, ইউপিডিএফ সংস্কার, মগ পার্টি ও কেএনএফ-এর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন জেলার মধ্যে সবচেয়ে অশান্ত জেলা এখন বান্দরবান। পর্যবেক্ষকরা মনে করছেন, পাহাড়ে হরহামেশা এ ধরনের ঘটনা ঘটছে। এটা কোনোভাবেই অবহেলা করা যায় না। এসব ঘটনা নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা নাহলে, আরও বড় ধরনের ঘটনা ঘটার শঙ্কা রয়েছে।
পাবর্ত্য অঞ্চল স্বাধীনতার পর থেকেই অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষে সরকার পার্বত্য চুক্তি স¤পাদন করলেও তাতে পাহাড় শান্ত হয়নি। বরং বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে এবং নতুন পুরনো সশস্ত্র সন্ত্রাসী গ্রুপগুলো নিজেদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত, প্রভাব বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়ে পড়ে। প্রায়ই এসব সংঘাতে প্রাণহানি ঘটে। অভিযোগ রয়েছে, কোনো কোনো সন্ত্রাসী গ্রুপ হামলা ও সন্ত্রাসী কর্মকা- করে পার্শ্ববর্তী দেশের সীমান্ত পার হয়ে যায়। তাদের মদদ দেয়ারও অভিযোগ রয়েছে। বলার অপেক্ষা রাখে না, পাবর্ত্য চট্টগ্রামের ভৌগলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন। ফলে এ অঞ্চল নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকা অস্বাভাবিক নয়। এ অঞ্চল অশান্ত থাকলে প্রকারন্তরে ভারতের লাভ বলে পর্যবেক্ষকরা মনে করছেন। সরকার সবসময়ই পার্বত্য এলাকার নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জন্য সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রেখেছে। এজন্য বিপুল অর্থ ব্যয় হচ্ছে। তারপরও কেন এ ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ও অপরাধমূলক ঘটনা ঘটছে, তা তদারকি করা প্রয়োজন। এসব ঘটনা প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেয়া বাঞ্চনীয়।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
হল্যান্ডের পেনাল্টি মিস,বিবর্ণ সিটি ফের হারাল পয়েন্ট
শরীফ থেকে শরীফার গল্প বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি
পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার
বিজয় দিবস টেনিস শুক্রবার শুরু
আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
আজানের জবাব দেওয়া প্রসঙ্গে।
লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা
শরীয়তপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হেঁটে টেকনাফ গেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেদুল