ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

ননব্যাংকিং খাতে খেলাপি ঋণ উদ্বেগজনক

Daily Inqilab ইনকিলাব

১৪ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

সরকারি-বেসরকারি ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমান বরাবরই বেশি। বিভিন্ন প্রতিষ্ঠান ঋণ নিয়ে খেলাপি হয়ে যায়। বেশিরভাগের ক্ষেত্রে ইচ্ছাকৃত খেলাপি হয়ে ঋণের অর্থ তসরুফ করার প্রবণতা থাকে। এতে ব্যাংকগুলো যেমন আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে, তেমনি প্রকৃত গ্রাহকরা ঋণ পেতে ভোগান্তির শিকার হয়। এ নিয়ে পত্র-পত্রিকায় সবসময়ই লেখালেখি হচ্ছে। এখন দেখা যাচ্ছে, ননব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এটি উদ্বেগজনক ঘটনা। বাংলাদেশে ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ননব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে প্রায় ২০ হাজার কোটি টাকা খেলাপি ঋণ দাঁড়িয়েছে, যা মোট ঋণের ২৭.৬৫ শতাংশ। এর কারণ সম্পর্কে, বাংলাদেশ ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, গত অর্থবছরের শেষ প্রান্তিকে ব্যাংক ও আর্থি প্রতিষ্ঠান, উভয় খাতেই খেলাপি ঋণ বেড়েছে। ঋণ পরিশোধে বেশিরভাগ শিথিলতা তুলে নেয়া হয়। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি খারাপ হওয়ায় অনেকে কিস্তি পরিশোধ করতে পারেনি। এ কারণে খেলাপি ঋণ বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, দেশের ব্যাংক খাতে অস্বাভাবিক খেলাপি ঋণ বেড়েছে। গত জুন শেষে ব্যাংক খাতে ঋণের পরিমান ছিল ১৫ লাখ ৪২ হাজার ৬৫৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ১ লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকা।
বহু বছর ধরে ব্যাংক খাতে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের উৎসব চলছে। রাজনৈতিক প্রভাবশালী থেকে শুরু করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ঋণ নিয়ে তা পরিশোধ করে না। খেলাপি দেখিয়ে ঋণ পরিশোধ থেকে বাঁচার প্রক্রিয়া অবলম্বন করে। এসব ঋণের বেশিরভাগই পাচার হয়ে যায়, বলে অভিযোগ রয়েছে। প্রতি বছর যে অর্থ পাচার হয়, তার বড় একটা অংশ এই ঋণের টাকা, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো খেলাপি দেখিয়ে থাকে। ইতোমধ্যে আমরা বহু ব্যাংক কেলেঙ্কারি দেখেছি। হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ, বেসিক ব্যাংক ইত্যাদির কথা প্র প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে। এসব প্রতিষ্ঠানের জড়িতদের বিরুদ্ধে মামলা হলেও অর্থ উদ্ধার হয়নি। সরকারি ব্যাংকে এসব আর্থিক কেলেঙ্কারির পাশাপাশি ননব্যাংকিং খাতেও লুটপাট ও দুর্নীতির খবর পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে আলোচিত পিপলস লিজিং। এর মাধ্যমে পি কে হালদার ও তার সহযোগিরা ব্যাপক লুটপাট ও অনিয়ম করে অর্থ পাচার করে। এখন দেখা যাচ্ছে, পুরো নন ব্যাংকিং খাতেই খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক হারে বেড়েছে। খাতটি দুর্বল হয়ে পড়েছে। খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়া থেকে বুঝতে অসুবিধা হয় না, এ খাতে অনিয়ম ও দুর্নীতি শেকড় গেঁড়ে বসেছে। যারা ঋণ নিয়েছে, তারা এখন ব্যবসা-বাণিজ্যের মন্দার অজুহাত দেখাচ্ছে। এই ঋণ নিয়ে কি কাজে এবং কোথায় বিনিয়োগ করা হয়েছে, তা মনিটর করা হচ্ছে কিনা, তা নিয়ে অর্থনীতিবিদরা প্রশ্ন তুলেছেন। যদি তা করা হতো, তাহলে খেলাপি এই ঋণের প্রকৃত চিত্র পাওয়া যেত।
অভিযোগ রয়েছে, ঋণ পাওয়া নিয়ে ব্যাংকের একশ্রেণীর কর্মকর্তা দুর্নীতিতে জড়িয়ে পড়ে। এই ঋণ থেকে তারাও ভাগ পায়। এমনকি ভুয়া কাগজপত্র ও দলিল দেখিয়ে ঋণ নেয়ার খবরও পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। অন্যদিকে, প্রকৃত গ্রাহকদের ঋণ পেতে চরম ভোগান্তিতে পড়তে হয়। ব্যাংক খাতে এ ধরনের অনিয়ম পুরো আর্থিক খাতকে দুর্বল করে দিচ্ছে। সাধারণ গ্রাহকদেরও আস্থা হারিয়ে যাচ্ছে। তারা ব্যাংকে সঞ্চয় করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে। বলার অপেক্ষা রাখে না, আর্থিক ও বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে থাকে সরকারি-বেসরকারি ব্যাংক খাত। এই খাত যখন দুর্নীতি ও অনিয়মে নিমজ্জিত হয়, তখন দেশের অর্থনৈতিক মেরুদ- আঘাতপ্রাপ্ত হয়। ব্যাংক খাতে জবাবদিহি ও ব্যবস্থা নেয়ার সুযোগ থাকলেও ননব্যাংকিং খাতে অনিয়ম-দুর্নীতির জবাবদিহিতার নিশ্চয়তা থাকে না। এ খাতের অনিয়ম ও আর্থিক সংকট মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যথাযথ ভূমিকা ও নজরদারি রাখতে ব্যর্থতা প্রতীয়মান হচ্ছে। এখন রেকর্ড পরিমাণ খেলাপি ঋণ সৃষ্টি হওয়াই এর সাক্ষ্য বহন করে। এর জন্য সর্বতোভাবে বাংলাদেশ ব্যাংক দায়ী। ননব্যাংকিং খাতটিতে খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি অর্থনীতির জন্য অশনি সংকেত। পরিস্থিতির আরও অবনতি হওয়ার আগেই বাংলাদেশ ব্যাংকের উচিত এ খাতে শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করা। খাতটির সুরক্ষায় অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেয়ার বিকল্প নেই।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।