ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

অর্থনীতি ভালো নেই

Daily Inqilab রিন্টু আনোয়ার

২৩ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম

দেশে না রাজনীতি, না কূটনীতি কোথাও ভালো খবর নেই। অর্থনীতির অবস্থা আরো শোচনীয়। অর্থনীতি ভালো থাকলেও কিছুটা রক্ষা মিলতো। তাও নেই। এর মাঝেই ক্ষমতাসীনদের মারাত্মক অপছন্দের কথা বলে ফেলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ সিপিডির চেয়ারম্যান প্রফেসর রেহমান সোবহান। বাংলাদেশের রিজার্ভ পতনের সঙ্গে শ্রীলঙ্কার মিল দেখছেন তিনি।

দেশের অবস্থা শ্রীলঙ্কা না সিঙ্গাপুরÑ এনিয়ে বহু কথা আছে। অর্থনীতিবিদদের কাছে এসবের অনেক ব্যাখ্যা আছে। টানাপোড়েন, অভাব-অনটনে বুঝতে পারছে অর্থনীতি না জানা মানুষও। চারদিকে সংকটের নমুনা তারা দেখছে। ব্যাংক খাতে খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়া এখন আর গোপন তথ্য নয়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের জুন পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণ ১ লাখ ৫৬ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরও বেশি। মূল্যস্ফীতি চরমে। প্রবাসী আয় বা রেমিট্যান্সও তলানিতে। দেশের প্রধান দুই বাজার উত্তর আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নে সামগ্রিক পোশাক রপ্তানি আশঙ্কাজনক হারে কমছে।

অর্থনীতির এ হাল হলো কেন, সাহস করে কেউ প্রশ্ন তুলছে না। কেন অবিরাম কমছে রেমিট্যান্স? কেউ কি প্রশ্ন করেছে, হুন্ডি বন্ধে ব্যবস্থা নেয়া হয়েছে কিনা, না হয়ে থাকলে বন্ধ হচ্ছে না কেনো? কার পাপে দেশের পুঁজিবাজার পোড়ে? প্রশ্ন না থাকলে জবাবেরই বা কী দরকার? বরং মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, করোনা এবং রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বেই এখন সময় খারাপ যাচ্ছে, আমাদের অবস্থা বহু দেশের চেয়ে ভালো; যুক্তরাষ্ট্রেও বহু মানুষ না খেয়ে থাকেÑ ধরনের কথা গেলানোর মিশনটা বেগবান। আর ভেতরে ভেতরে অর্থ ও পুঁজিবাজারের যে চিত্র গণতন্ত্র ও নির্বাচনেরও সেই একই চিত্র! সব কটিই আইসিইউতে। ভেন্টিলেশনে যাওয়া বাকি।

বৈদেশিক মুদ্রার সঙ্কট অব্যাহতভাবে বাড়তে থাকায় আমদানির জন্য এলসি করতে ব্যাংকগুলো সঙ্কটে পড়েছে। প্রায় সব পণ্যে এলসি খুলতে ব্যাংকগুলো অপারগতা জানাচ্ছে। এরপরে যাও বা খুলছে, তার জন্যে ১০০% মার্জিন চাচ্ছে। এমনিতেই দেশে এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে এসে ঠেকেছে। সেই সাথে ব্যাংকের নিজস্ব ফান্ডও প্রায় শূন্যে।

দেশ চালাতে সরকারকে রাজস্ব আদায় বাড়াতে হয়। সরকারের রাজস্ব আদায়ের চাহিদা প্রতিবছরই বাড়ে। রাজস্ব আদায়ের মূল দায়িত্ব মূলত জাতীয় রাজস্ব বোর্ডের। তারা আয়কর, আমদানিশুল্ক আর ভ্যাট আদায় করে। ব্যবসাজনিত মন্দা আর জনমানুষের আয় কমে যাওয়ায় আয়কর আর আমদানি শুল্ক আদায় অনেকখানি কমে গেছে। তাই সব চাপ পড়ছে ভ্যাট আদায়ের উপর। ভ্যাট পরোক্ষ কর। যা রাস্তার ফকিরকেও দিতে হয়। বলা হয়, আপনারা কর দিন। উন্নয়ন হবে। কর আদায়ের আইনি ব্যবস্থাও দুঃখজনক, যে আইন মানে সে বিপাকে পড়ে। যে মানে না বা এড়িয়ে যায়, তার সমস্যা হয় না। উপরন্তু, চুরি-পাচারে বীরত্ব পায়। তার ওপর গত বছর আর এই বছরে রাজস্ব থেকে উন্নয়ন ব্যয় নির্বাহ করা হচ্ছে না। হচ্ছে দেশি-বিদেশি ঋণ থেকে। রাখঢাক করে নয়, রীতিমত বাজেটে ঘোষণা দিয়ে। আবার বাস্তবে রাজস্ব আয় কমেছে। তাই কৃচ্ছ্রতা সাধনের কথা বলা হচ্ছে। কৃচ্ছ্রতা সাধনের কাজও হচ্ছে না। বরং ব্যয় আরো বাড়ছে। বাড়তি ওই খরচ মেটাতে সরকারকে উন্নয়ন ব্যয় কাঁটছাট করতে হচ্ছে। প্রতিনিয়ত টাকা ছাপিয়ে হলেও ব্যয় মেটাতে হচ্ছে। এতে মূল্যস্ফীতি বাড়ছে। পরিণামে বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের বাইরে।

পারিবারিক বাজেটের মূলনীতি, আয় বুঝে ব্যয়। সরকারি ব্যয়ের ধরন বিপরীত। এখানে আগে ব্যয়ের হিসাব। পরে আয়। ফেব্রুয়ারি মাস থেকেই মন্ত্রণালয়গুলোর কাছ থেকেÑ এই এস্টিমেট আসতে থাকে। এরপর রাজস্ব আয়ের টার্গেট ধরা হয়। সেই টার্গেট পূরণ না হলেও ব্যয়ের সবটাই হয়ে যায়। ডিসি, ইউএনও-দের গাড়ি থাকতেও নতুন করে ১ কোটি ৪৫ লাখের নতুন গাড়ি কিনতে হয়। উচ্চপদস্থদের বিদেশ ভ্রমণে কমতি হলে তারা গোস্বা করে। এ অবস্থা উতরানোর লক্ষণ নেই।

শ্রীলঙ্কা কিন্তু উৎরানোর দৃষ্টান্ত দেখিয়েছে। তাদের খাদ্য মূল্যস্ফীতি ৯৫% আর গড় মূল্যস্ফীতি ৭০% থেকে কমে এখন ৪% এ এসে দাঁড়িয়েছে। দেশপ্রেম, অঙ্গীকার, দায়বদ্ধতায় তারা পেরেছে। তাদের এক্সপোর্ট বেড়েছে, রেমিট্যান্স বেড়েছে, পর্যটন খাতে আয় বেড়েছে। বাংলাদেশ থেকে নেয়া ২০০ মিলিয়ন ডলারের ১৫০ মিলিয়ন ডলার শোধ করে দিয়েছে। দেউলিয়া ঘোষিত দেশটি তাদের ঋণদাতাদের স্বল্প সময়ের মধ্যে ঋণ পরিশোধের অঙ্গীকার করেছে। অথচ, সেখানে রাজনৈতিক বিরোধ ও হানাহানি ছিল বাংলাদেশের চেয়েও বেশি। এখন সেখানে ভিন্ন চিত্র। আর এখানে আলুর কেজি ৫০ টাকা মাত্র! কেবল আলু নয়, যখন যেভাবেই পারে পণ্যের দাম কৃত্রিমভাবে চড়ানোর নানা ব্যবস্থা আছে এখানে। সরকারি ব্যবস্থাপনায় মোজ-মাস্তিসহ দুর্নীতির অপার সুযোগ এখানে। একদিকে কৃচ্ছ্রতা সাধনের কথা বলে হাত তালি আদায়, আরেকদিকে সরকারি কর্মকর্তাদের বিদেশে বিলাস ভ্রমণ বেড়েছে। সরকারি টাকায় ফরেন ট্যুরে মাতোয়ারা কর্মকতারা।

এক্ষেত্রে নিঃশব্দে টেক্কা দিয়ে বিদেশ ভ্রমণের শীর্ষ অবস্থানে পুঁজিবাজারের শীর্ষ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ আ্যন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যন শিবলী রুবাইয়াত উল-ইসলাম। তিনি দেশে থাকার চেয়ে বিদেশ ভ্রমণেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি একা বিদেশ ঘুরার চেয়ে উড়োজাহাজ ভর্তি লোকজন নিয়ে বিদেশে যেতে বেশি পছন্দ করেন। পুঁজিবাজারের অংশীদার প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও বাধ্য করা হয় বিদেশ সফর সঙ্গী হতে। একই সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে বাধ্য করা হয় বিদেশে অনুষ্ঠিত সেমিনারের খরচ বহন করতে। গোটা দেশে কৃচ্ছ্রতা সাধনের নমুনা কমবেশি এমনই।

অর্থ খাতে দুর্বৃত্তায়নের আগুনের নেপথ্য শলতেটা রাজনীতির ভেতরে। যাবতীয় মদদ মেলে এখান থেকেই। দেশি এ রোগ সারাতে এখন বিদেশি ডাক্তারদের ধুম যাতায়াত। তাও আবার খাল কেটে ডাক্তার এনে এখন চিকিৎসা নিয়ে টালবাহানা। ওষুধ-পথ্যে গোলমাল। ঝাড়ফুঁক, মেডিসিন না সার্জিক্যাল? সিদ্ধান্তহীনতায় রোগীর জায়গা এখন নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে। কী রোগে ধরেছে বাংলাদেশকে? রোগীর দশা এতোই চরমে যে, পরম বন্ধু ভারতও বলছে, বাংলাদেশকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে তারা? গভীর পর্যবেক্ষণ, নিবিড় পর্যবেক্ষণ, নজরদারি, কিছিমের কথা মাস কয়েক আগ থেকে বেশি বেশি বলে আসছিল যুক্তরাষ্ট্র। তাদের দেখাদেখি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোও বলা শুরু করে। এক পর্যায়ে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বলতে শুরু করে, নির্বাচন সামনে রেখে বাংলাদেশকে নিবিড় পর্যবেক্ষণের কথা। এখন বলছে ভারতও।

বাংলাদেশের আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ঢাকায় পশ্চিমা কূটনীতিকদের দৌড়ঝাপের মাঝে ভারত বেশ চুপই ছিল। তাদের এবারের ভূমিকা কেমন হবে, এ নিয়ে একটি জিজ্ঞাসা চলছিল অনেকের মাঝে। আর সেই নীরবতা ভেঙ্গে ঢাকাকে দিল্লি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়ে দিলো ভারতও। ভারত প্রকাশ্যে না বলে বরাবরই ভেতরে ভেতরে নিজেদের মতো করে কাজ করে। বাংলাদেশের ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের ভাষায়, তলে তলে। ঢাকায় পশ্চিমারা যেভাবে তৎপরতা দেখায় সেটি ভারতীয় কূটনীতিকদের কাজের ধরন নয়, বিশেষত বাংলাদেশের ক্ষেত্রে। আবার বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে পরস্পরবিরোধী অবস্থানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। দেশ দুটিই আবার ভারতের ঘনিষ্ঠ। অন্যদিকে ভারতের আঞ্চলিক প্রতিপক্ষ চীন আপাতদৃষ্টিতে আওয়ামী লীগ সরকারের অবস্থানের দিকে সমর্থন প্রকাশ করেছে। এসব কারণেই ভারত প্রকাশ্যে এ বিষয়ে কোনো তৎপরতা না দেখালেও ভেতরে ভেতরে তৎপরতা বন্ধের অবকাশ নেই। তবে, চলমান স্নায়ু-যুদ্ধের সময়, বাংলাদেশের সংসদ নির্বাচনের আগেই মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ইউনিয়ন, জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সুষ্ঠু-নিরপেক্ষ, অবাধ নির্বাচন প্রশ্নে যে অবস্থান নিয়েছে, এর মধ্যে ভারত আগের মতো কোনো বিতর্কিত পদক্ষেপ নেয়ার সক্ষমতা রাখে না বলে বিশ্লেষণ অনেকের। এছাড়া যুক্তরাষ্ট্রের ভূমিকা আবার একদম খোলাসা। বাংলাদেশকে আইসিইউ থেকে বের করতে তাদের চিকিৎসকরা একদম ফ্রন্ট লাইনে। এ ক্ষেত্রে তাদের কোনো রাখঢাক নেই।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট
[email protected]


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল