ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

ইরানে নৃশংস বোমা হামলা

Daily Inqilab ইনকিলাব

০৫ জানুয়ারি ২০২৪, ১২:১৯ এএম | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৪, ১২:১৯ এএম

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে আইআরজিসি’র সাবেক কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানির ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরের পাশে আয়োজিত গণজমায়েতে বোমা হামলায় প্রায় একশ’ মানুষের মৃত্যু হয়েছে। সেই সাথে দুইশতাধিক মানুষ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। কেরমানে সুলাইমানির কবরের পাশের রাস্তায় রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে তাৎক্ষণিকভাবে ধারণা করা হয়। ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলায় জেনারেল কাসেম সুলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের কমান্ডার আবু মাহাদি আল মোহানদিস নিহত হন। সেই হত্যাকান্ডের জন্য সরাসরি ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়। আনুষ্ঠানিকভাবে তারা দায় স্বীকার না করলেও সে ঘটনায় তাদের ভূমিকা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। জেনারেল কাসেম সুলাইমানি দায়েশের সন্ত্রাস দমনসহ পশ্চিমা প্রক্সি ও বিদ্রোহী বাহিনীগুলো দমন করে মধ্যপ্রাচ্যে পশ্চিমা সা¤্রাজ্যবাদীদের মানচিত্র বদলের ষড়যন্ত্র রুখে দিতে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করেন বলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষক ও সমরবিদরা মনে করেন। বহু বছর ধরেই জেনারেল কাসেম সুলাইমানি মোসাদ ও সিআইএ’র অন্যতম টার্গেট ছিলেন।

জীবিত কাসেম সুলাইমানি যেমন ইসরাইল ও পশ্চিমা সা¤্রাজ্যবাদীদের জন্য আতঙ্ক হয়ে উঠেছিলেন, তার মৃত্যুর ৪ বছর পর কবরস্থানে স্মরণসমাবেশে ন্যাক্কারজনক- নৃশংস বোমা হামলায় শত শত মানুষ হতাহত করার মধ্য দিয়ে প্রমানিত হল, মৃত কাসেম সুলাইমানিও ইসরাইল ও পশ্চিমাদের জন্য আতঙ্ক হয়ে আছে। হাজার হাজার মানুষের সমাবেশে এই বোমা বিষ্ফোরণের ঘটনাকে কাপুরোষোচিত সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি নিহতদের জন্য বৃহষ্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। চারবছর আগে যারা যে কারণে কাসেম সুলাইমানিকে ড্রোন হামলায় হত্যা করেছিল, বুধবার কেরমানে দুই দফা বোমা হামলায় শতাধিক মানুষ হত্যার পেছনেও তাদেরই কালোহাতের ভূমিকা রয়েছে বলে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। আইএস’র সন্ত্রাস, সিরিয়া প্রক্সি গ্রুপের বিদ্রোহ, ইয়েমেনে আঞ্চলিক বাহিনীর আগ্রাসনে পশ্চিমা মদত এবং ফিলিস্তিনের গাজায় আইডিএফ’র সামরিক বিপর্যয়ের পর ইসরাইলি বাহিনী ইরান, ফিলিস্তিন, লেবাননসহ আঞ্চলিক প্রতিরোধ সংগ্রামের নেতাদের টার্গেট কিলিংয়ের ঘোষণা দিয়েছে। মাত্র দুইদিন আগে লেবাননে ড্রোন হামলা চালিয়ে হামাসের অন্যতম নেতা সালেহ আরুরিকে হত্যা করেছে ইসরাইলিরা। সেই ঘটনার প্রতিশোধ নিতে হামাস-হেজবুল্লাহসহ আঞ্চলিক গ্রুপগুলোর পক্ষ থেকে জোরালো প্রত্যয় ঘোষিত হয়েছে। ইতিমধ্যে হেজবুল্লাহর আক্রমণে দখলদার ইসরাইলের সীমান্তবর্তী একাধিক সেনাঘাটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। বৈরুতে ড্রোন হামলায় সালেহ আরুরি হত্যার জেরে ছড়িয়ে পড়া তীব্র উত্তেজনার মধ্যেই কেরমানে নৃশংস বোমা হামলায় শতাধিক ইরানিকে হত্যা করা হল। ইসরাইল ও তার পশ্চিমা পৃষ্ঠপোষকরা এই ঘটনার দায় এড়াতে পারবে না।

গাজার উপর দেড় যুগের সর্বাত্মক অবরোধ ও ধারাবাহিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় গত বছর ৭ অক্টোবর হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড অপারেশন আল আকসা ফ্লাড শুরুর পর থেকে ইসরাইল কার্যত গাজার উপর নজিরবিহিন গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। লাগাতার বিমান হামলা, ক্ষেপণাস্ত্র হামলাসহ অত্যাধুনিক ট্যাংক, সাঁজোয়া যানসহ লাখ লাখ আইডিএফ সদস্যকে যুদ্ধে নামিয়ে প্রায় তিনমাস ধরে গাজাকে ধ্বংসস্তুপে পরিণত করেও একজনও ইসরাইলি জিম্মিকে মুক্ত করতে কিংবা হামাসের শক্তিতে চিড় ধরাতে ব্যর্থ হয়ে তারা এখন প্রাণ বাঁচাতে সেনা প্রত্যাহার করতে শুরু করেছে। এই পরাজয়ের গ্লানি মুছতে তারা হামাস-হেজবুল্লাহর শীর্ষ নেতাসহ ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট কিলিংসহ একটি আতঙ্কজনক পরিবেশ তৈরি করতে চাচ্ছে। এসব ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সক্রিয় সমর্থন এবং পৃষ্ঠপোষকের ভূমিকার কারণে পুরো অঞ্চলে মার্কিন ঘাটিগুলো আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিনত হচ্ছে এবং যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা ক্রমেই জোরালো হয়ে উঠছে। ইসরাইলকে নি:শর্তভাবে গণহত্যা ও যুদ্ধাপরাধে মদত দেয়ার দায় বাইডেন প্রশাসন এড়াতে পারবে না। গাজায় গণহত্যা, সালেহ আরুরি হত্যা এবং ইরানে বোমা হামলার ঘটনা একই সুত্রে গাঁথা। আমরা এ ধরণের ন্যাক্কারজনক, নৃশংস ও কাপুরোষোচিত হামলার নিন্দা জানাই। নিহতদের আত্মার মাগফিরাত প্রার্থনা করি। হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং ইরানের সংগ্রামী জনগণের প্রতি সহমর্মিতা জানাই। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। মমার্ন্তিক এ হত্যাকান্ড নিয়ে কোনো ব্লেইম গেম কাম্য নয়। ব্লেম গেমে প্রকৃত অপরাধিরা পার পেয়ে যায়। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করি। ঘটনার বিশ্বাসযোগ্য অনুপুঙ্খ ও পক্ষপাতহীন তদন্ত নিশ্চিত করতে হবে।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দুইবার এগিয়ে গিয়েও জেতা হলো না মায়ামির

দুইবার এগিয়ে গিয়েও জেতা হলো না মায়ামির

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

রোনালদোদের নতুন কোচ পিওলি

রোনালদোদের নতুন কোচ পিওলি

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো