বিষয়টির অনুপুংখ তদন্ত জরুরি

Daily Inqilab ইনকিলাব

১১ মার্চ ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১১ মার্চ ২০২৪, ১২:০৪ এএম

বাংলাদেশের বরেণ্য ক্রিকেটতারকা, বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান ফের সমালোচনার মুখে পড়েছেন। তার দীর্ঘ দেড় যুগের ক্রিকেট ক্যারিয়ারে বিভিন্ন সময়ে তিনি বিতর্কের জন্ম দিয়েছেন, সমালোচিত হয়েছেন। এবার অবশ্য নিজের কারণে নয়, বোনের কারণে সমালোচনার সম্মুখীন হয়েছেন। ভারতের বহুল আলোচিত মহাদেব অ্যাপ মামলার তদন্তে তার বোন জান্নাতুল হাসান রিতুর নাম উঠে এসেছে। সেখানকার একাধিক মিডিয়া আউট লেট এ তথ্য জানিয়েছে। তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বরাতে শুক্রবার ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, মহাদেব বেটিং অ্যাপ নামের একটি অনলাইন গেমিং প্লাটফর্মের মাধ্যমে ব্যাপক আর্থিক দুর্নীতি হয়। এই ঘটনায় আদালতে মামলা হয়। ইডি ইতোমধ্যে মহাদেব অ্যাপের অন্যতম প্রমোটার হরিশংকর তিবরিওয়ালের ঘনিষ্ঠ সহযোগী গীরিশ তিবরিজা ও সুরজ চোখানীকে আটক করেছে। ইডির মতে, সুরুজ চোখানী বাংলাদেশে ‘১১ উইকেট ডট কম’ নামের একটি বেটিং অ্যাপে বিনিয়োগ করেন। এতে সাকিব আল হাসানের বোন রিতুর অংশীদারিত্ব রয়েছে। এ খবর প্রকাশের পর দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক মাধ্যমে অনেকে এনিয়ে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছে। বিষয়টি সাকিব আল হাসান ও তার পরিবারের জন্য যেমন বিব্রতকর, তেমনি ক্রিকেট ও দেশের ভাবমর্যাদার জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ব্যাপারে এখন পর্যন্ত সাকিব আল হাসান কিংবা তার বোনের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ করা হয়েছে, এর আগেও সাকিব আল হাসান নানা বিতর্কের জন্ম দিয়েছেন। বেটিংয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে এবারই তার নাম প্রথম উঠলো, তা নয়, আগেও উঠেছে। ২০১৯ সালে বুকমেকারদের সঙ্গে যোগাযোগের তথ্য প্রকাশ না করার দায়ে আইসিসি তার ওপর এক বছরের সাসপেনশনসহ দু’বছরের নিষেধাজ্ঞা আরোপ করে। সাকিব আল হাসান দেশের গর্ব। দেশে-বিদেশে তার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। স্বভাবতই কোনো কারণে তিনি যখন বিতর্কিত বা সমালোচিত হন তখন তার ভক্ত-অনুরাগীরা আহত হয়, দুঃখিত হয়। এতে তারও সম্মান নষ্ট হয়, মর্যাদা ক্ষুণœ হয়। অন্যদিকে তার নামের সঙ্গে দেশের নামও যেহেতু সংযুক্ত, ওতপ্রোত, সুতরাং তার দুর্নামে দেশেরও দুর্নাম হয়। আর কিছুদিন পরই টি-২০ বিশ্বকাপের আসর বসছে। দেশের ক্রিকেট দল এতে অংশ নেবে। এ সময়ে বেটিংয়ের সঙ্গে তার বোনের নাম ওঠায় দলের ওপর তার বিরূপ প্রভাব পড়তে পারে বৈকি! সাকিব আল হাসান শুধুমাত্র বিখ্যাত ক্রিকেটার নন, জনপ্রতিধিও বটে। গত সংসদ নির্বাচনে তার বিজয়ের পেছনে ক্রিকেটারখ্যাতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যারা তাকে সমর্থন করেছে, ভোট দিয়েছে, তারা এ খবরে ব্যথিত হবে, হতাশ হবে, সন্দেহ নেই। অভিজ্ঞ মহল মনে করে, জাতীয় বিভিন্ন ক্ষেত্রে যারা খ্যাতিমান, খ্যাতি সুরক্ষা করার দায়িত্ব তাদেরও। তারা সেটা এড়িয়ে যেতে পারেন না। কথা ও কাজে তাদের সর্বদা সতর্ক ও সাবধান থাকা উচিত। তাদের যারা আত্মীয়-স্বজন, তাদের ক্ষেত্রেও এ কথা সমান প্রযোজ্য। প্রশ্ন ওঠে, সমালোচনা হয়, এমন কথা ও কাজ থেকে তাদের বিরত থাকা উচিত।

আমরা নিশ্চিত করে এখনো জানি না জান্নাতুল হাসান রিতু বেটিংচক্রের সঙ্গে স্বেচ্ছায় বা সচেতনভাবে কতটা জড়িত এবং সাকিব আল হাসানই বা এ ব্যাপারে কতটা ওয়াকিবহাল বা সম্পর্কিত। যেহেতু ১১ উইকেট ডট কম একটি বেটিং অ্যাপ এবং সেখানে রিতুর বিনিয়োগ বা অংশীদারিত্ব রয়েছে, কাজেই প্রশ্ন উঠেছে, সমালোচনার অবতারণা হয়েছে। এটা ভারতীয় তদন্ত সংস্থা ও মিডিয়ার প্রপাগান্ডা, নাকি সত্য, বিদ্যমান প্রেক্ষিতে তা স্পষ্ট হওয়া জরুরি। এ ব্যাপারে ব্যাপকভিত্তিক ও অনুপুংখ তদন্ত হওয়া প্রয়োজন। আমরা আশা করি, সরকারের তরফে অবিলম্বে তদন্তের ব্যবস্থা করা হবে। তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নিতে হবে। আর তদন্তে কোনো কিছু না মিললে কিংবা অপপ্রচার বলে প্রতীয়মান হলে সেটাও জানান দিতে হবে। দেশের মানুষকে সবকিছু অবহিত করতে হবে। বলা বাহুল্য, এর সঙ্গে ব্যক্তি বিশেষেরই নয়, ক্রিকেটের এবং দেশের মান-সম্মান ও মর্যাদার প্রশ্নও জড়িত। সেটা কোনোভাবেই হেলাফেলার বিষয় নয়।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শিগগিরই উন্মুক্ত কারাগার তৈরির কাজ শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শিগগিরই উন্মুক্ত কারাগার তৈরির কাজ শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘প্রবাসী আতঙ্ক’ই আঘাত হানছে ভারত-চীনের অর্থনীতিতে: বাইডেন

‘প্রবাসী আতঙ্ক’ই আঘাত হানছে ভারত-চীনের অর্থনীতিতে: বাইডেন

৩০ বছর বাদে সোজা হলেন বিশ্বের কোঁচকানো ব্যাক্তি

৩০ বছর বাদে সোজা হলেন বিশ্বের কোঁচকানো ব্যাক্তি

মার্কিন ও ব্রিটিশ ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইরানের

মার্কিন ও ব্রিটিশ ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইরানের

কালীগঞ্জে বিএনপির পক্ষ থেকে ছাতা পানি ও খাবার স্যালাইন বিতরণ

কালীগঞ্জে বিএনপির পক্ষ থেকে ছাতা পানি ও খাবার স্যালাইন বিতরণ

ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশে ক্যাস্পারস্কি’র নতুন ফ্ল্যাগশিপ প্রোডাক্ট লাইন ‘ক্যাস্পারস্কি নেক্সট’

ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশে ক্যাস্পারস্কি’র নতুন ফ্ল্যাগশিপ প্রোডাক্ট লাইন ‘ক্যাস্পারস্কি নেক্সট’

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে মোবাইল ফোন ও মোটর সাইকেল নিয়ে প্রবেশ নিষেধ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে মোবাইল ফোন ও মোটর সাইকেল নিয়ে প্রবেশ নিষেধ

অতি ডান-অতি বামের কথা বলে শেখ হাসিনা জনগণকে বিভ্রান্ত করতে চায়: প্রিন্স

অতি ডান-অতি বামের কথা বলে শেখ হাসিনা জনগণকে বিভ্রান্ত করতে চায়: প্রিন্স

জড়িতদের শাস্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ কাল

জড়িতদের শাস্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ কাল

জনগন লুটেরা দূর্নীতিগ্রস্হদের ক্ষমতায় দেখতে চায় না : আমিনুল হক

জনগন লুটেরা দূর্নীতিগ্রস্হদের ক্ষমতায় দেখতে চায় না : আমিনুল হক

কসবায় ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষক নিহত

কসবায় ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষক নিহত

হাজীদের গ্রহণে সউদী সরকার সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে

হাজীদের গ্রহণে সউদী সরকার সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক কবি রকিবুল হাছান

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক কবি রকিবুল হাছান

আখাউড়ায় ১২০০ শিক্ষার্থী পেলো মোনালিসা ন্যাপকিন

আখাউড়ায় ১২০০ শিক্ষার্থী পেলো মোনালিসা ন্যাপকিন

১১২ উপজেলায় ১ হাজার ৫৮৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

১১২ উপজেলায় ১ হাজার ৫৮৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নাসিরনগরে প্রশিক্ষণ, আখাউড়া ও কসবার আচরণবিধির আলোচনায় হুশিয়ারি

নাসিরনগরে প্রশিক্ষণ, আখাউড়া ও কসবার আচরণবিধির আলোচনায় হুশিয়ারি

কুষ্টিয়ায় পুলিশ কর্মকর্তা, আইনজীবীসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

কুষ্টিয়ায় পুলিশ কর্মকর্তা, আইনজীবীসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আত্মা ইল্লিয়্যিন বা সিজ্জিনে থাকা প্রসঙ্গে।

আত্মা ইল্লিয়্যিন বা সিজ্জিনে থাকা প্রসঙ্গে।

ইউসিবিএলের সাবেক এমডি শাহজাহানের বিরুদ্ধে মামলার অনুমোদন

ইউসিবিএলের সাবেক এমডি শাহজাহানের বিরুদ্ধে মামলার অনুমোদন

বগুড়ায় শজিমেকে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের  কমিটি গঠন

বগুড়ায় শজিমেকে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন