ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

মুসলিম শাসকরা কী করছেন?

Daily Inqilab ড. মো. কামরুজ্জামান

১৭ মার্চ ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১৭ মার্চ ২০২৪, ১২:০১ এএম

মধ্যপ্রাচ্যের মুসলিম শাসকরা যখন আয়েশী জীবন কাটাচ্ছে, তখন বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম নিধনে কোনো ধরনের দয়া বা মায়া দেখানো হচ্ছে না। এছাড়াও মায়ানমার থেকে ১০ লাখ মুসলিমকে বিতাড়িত করা হয়েছে। বিতাড়িত রোহিঙ্গারা বাংলাদেশে রিফিউজির জীবন যাপন করছে। পরিকল্পিতভাবে মায়ানমার সরকার সে দেশকে ইতোমধ্যেই সফলভাবেই মুসলিমশূন্য করেছে। ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের উপর অমানবিক নির্যাতন চলমান রয়েছে। হামলা চালিয়ে মুসলিমদের ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হচ্ছে। আর কাশ্মিরে মুসলিমদের উপর নির্যাতনের ঘটনাতো অতি পুরোনো ব্যাপার। ওই নির্যাতনের মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যেই ভারত সরকার সংবিধান শংসোধনের নামে ৩৭০ ধারা বাতিল করেছে। যে ধারা বলে ওই রাজ্যের মুসলিমরা স্বতন্ত্র কিছু সুবিধা পেতো। সেসব নাগরিকসুবিধা থেকে মুসলিমদের বঞ্চিত করা হয়েছে। কাশ্মিরের স্বায়ত্ত্বশাসন বাতিল করে ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনে নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিয়ে কোনো মুসলিম রাজা-বাদশার মাথাব্যথা নেই। মধ্যপ্রাচ্যে মুসলিম রাষ্ট্র সংখ্য ২৭টি। তারা যখন বিলাসে, রঙ্গরসে মত্ত তখন তাদেরই ঘরের পাশে গাজার ২৩ লাখ মানুষ আজ গৃহহীন। পৃথিবীর সবচেয়ে নির্যাতিত বনী আদমের নাম হলো ফিলিস্তিনি। লেখাটা যখন প্রস্তুত করছি তখন গাজা যুদ্ধের পাঁচ মাস তিন দিন পূর্ণ হয়েছে। এ দীর্ঘ পাঁচ মাসে ইহুদিদের হামলায় ৩০ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে অধিকাংশই হলো নারী ও শিশু। দীর্ঘ এ হামলায় ফিলিস্তিনিদের প্রায় শতভাগ বাড়ি-ঘর ধ্বংস হয়েছে। গাজার ৩৬টি হাসপাতালের প্রায় সবগুলোই ধ্বংস হয়েছে। শতকরা প্রায় ১০০ ভাগ ফসলি জমি নষ্ট হয়েছে। যুদ্ধ বিশেষজ্ঞদের মতে, ১৯৪৫ সালের ৬ আগস্ট আমেরিকা জাপানের হিরোশিমায় যে হামলা করেছিল তার চেয়ে চার গুণ বেশি হামলা হয়েছে গাজায়। খাদ্যের অভাবে গাজার শিশুরা আগাছা ও ঘাস খাবার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। বোমা হামলায় ঘাসও আর অবশিষ্ট নেই। একেতো মরুভূমি তদুপরি বোমা হামলায় সেটি তামায় পরিণত হয়েছে! খাদ্যাভাবে মায়েদের বুকের দুধ শুকিয়ে গেছে। অবুঝ শিশুরা শুকনো দুধ চুষতে চুষতে এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। একাধারে ৪/৫ দিন যাবত ত্রাণের লাইনে দাঁড়িয়েও একটা রুটি ভাগ্যে জুটছে না। সৌভাগ্যক্রমে একটি রুটি পেলেও ৪/৫ জনে মিলে সেটি ভাগ করে খাচ্ছে! তবে অধিকাংশ ক্ষেত্রে রুটি পাবার আগেই আকাশ থেকে বিমান হামলার শিকারে ওইসব হতভাগারা মৃত্যুবরণ করছে। ক্ষুধার্ত আর ভূভূক্ষ মানুষ দেখতে হলে এখন গাজার মানুষদের দেখতে হবে। ক্ষুধায় কাতর যাদের দেহগুলো কঙ্কালে পর্যবসিত হয়েছে। গাজায় এখন একটাই শক্তিশালী শব্দ। আর তাহলো মাজলুম জনতার অসহায় আর্তনাদ। আর্তনাদের শব্দ এতটাই বিকট যে রকেট, মিসাইল ও বোমার শব্দ যেন আর্তনাদের সামনে হারিয়ে যাচ্ছে। তথাপিও ঘরের কানাচের আরবনেতাদের কানে এ শব্দ পৌঁছাচ্ছে না। কোটি কোটি মুসলিম এখন কাবাঘরে ইবাদাতে ব্যস্ত সময় পার করছেন। এটিকে কবি আব্দুল্লাহ ইবনুল মুবারকের ভাষায়, এক ধরনের ফুর্তি বলা যেতে পারে। কবি বলেছেন, ‘হারামাইন শরীফে ইবাদাত করতে করতে ক্লান্ত হে ইবাদাতকারী! যদি ময়দানে এসে আমাদের অবস্থা একটু দেখতে, বুঝতে পারতে যে ইবাদাতের নামে আসলে তুমি খেলাধুলা করছো, ফুর্তি আর আমেজে সময় ব্যয় করছো। তোমাদের গালে অশ্রুর খেজাব। এসে দেখো, আমাদের বুকগুলোতে টকটকে লাল রক্তের খেজাব।’ ফিলিস্তিনের অসহায় শিশু, নারী, পুরুষেরা জীবন বাঁচাতে আল্লাহর কাছে ফরিয়াদ করছে! রমজানকে টার্গেট করে নেতানিয়াহু গাজার উপর হামলা তীব্রতর করেছে। উদ্দেশ্য, গাজাবাসীকে মিশরে পুশইন করা। অতঃপর গাজাকে একচেটিয়া দখলে নিয়ে সেখানে বিশ্বের বৃহৎ সামরিক ঘাঁটি তৈরি করা। এ ঘাঁটি তৈরির মাধ্যমে তারা প্রথমে শক্তিশালী ইরান, মিশর ও তুরস্ককে দখল করবে। মধ্যপ্রাচ্যের বাকি ২৭টি মুসলিম রাষ্ট্রকে করদরাজ্যে রূপান্তরিত করবে। ৩৫ কোটি আরব মুসলিমকে তাদের সেবাদাসে পরিণত করবে। অবশ্য এমনিতেই আরব রাষ্ট্রগুলো ইসরাইলের অঘোষিত দাসত্বের শিকলে বন্দি আছে। কিন্তু তারা যেন অদূর ভবিষ্যতে মাথা তুলে দাঁড়াতে না পারে সে লক্ষ্যে তারা গাজায় এ ধরনের শক্তিশালী ঘাঁটি নির্মাণ করতে চায়। তাতে চিরদিনের মতো মুসলিম দেশগুলো তাদের ভৃত্যে পরিণত হবে। আর গোটা বিশ^কে মধ্যপ্রাচ্য থেকে শাসন করবে।

গাজার উপর ভয়াবহ হামলা বন্ধে ইতোমধ্যে ইউরোপ ও আমেরিকার সাধারণ নাগরিকগণ বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। ওইসব দেশের সাধারণ জনতা ইসরাইলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে। শুধু তাই নয়, যুদ্ধরত এক মার্কিন সেনা যুদ্ধ বন্ধের দাবিতে নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন ওই মার্কিন পাইলট, যার নাম ‘অ্যারন বুশনেল’।

তার সারা গায়ে দাউ দাউ করে জ¦লছে আগুন! কিন্তু মৃত্যু যন্ত্রণায় তিনি কারো নাম উচ্চারণ করেননি। কোনো প্রিয়জনের কথাও মনে করেননি। আগুনে দগ্ধ হওয়া ওই সেনার দাবি ছিল একটি। তাহলো, ‘ফ্রি প্যালেস্টাইন’ অর্থাৎ ফিলিস্তিনকে মুক্ত করো। তিনি আরব হতে পারতেন, হতে পারতেন ফিলিস্তিনি, কিংবা দুনিয়ার যে কোনো প্রান্তের একজন শান্তিকামী মুসলিম। অথচ তিনি একজন মার্কিন সেনা, তাঁর দেশের সেনারাই গণহত্যা চালিয়েছিল ভিয়েতনামে, ইরাকে ও আফগানিস্তানে। সেই আমেরিকান বিমানসেনা ঘুরে দাঁড়ালেন। মৃত্যুর আগে লাইভ ভিডিওতে বলে গেছেন, ‘আমি গণহত্যায় জড়াতে চাই না’। মার্কিন বিভিন্ন গণমাধ্যমের খবরের বরাতে এএফপি আরও জানায়, যুক্তরাষ্ট্রের লাইভ ভিডিও স্ট্রিমিং টুইচে তিনি নিজের নাম ও পেশা জানান, এরপর বলেন, ‘আমি যা করতে যাচ্ছি, ফিলিস্তিনিদের দুর্দশার সামনে তা নিতান্তই সামান্য।’ নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার সময় তাঁকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘ফ্রি প্যালেস্টাইন’ (ফিলিস্তিনকে মুক্ত করো)। প্রতিবাদের মাধ্যম হিসেবে এমন চরম পন্থা বেছে নেওয়ার ঘটনাটি নতুন নয়। গত বছর ডিসেম্বরেও আটলান্টায় ইসরাইলি কনস্যুলেটের সামনে এক বিক্ষোভকারী নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। ঘটনাস্থলে একটি ফিলিস্তিনি পতাকা পাওয়া গিয়েছিলো। প্রতিবাদ হিসেবে মার্কিন সেনাবাহিনীর কারও এমন পন্থা বেছে নেওয়ার ঘটনা আগে কখনও ঘটেনি। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের মুক্তিযোদ্ধা সংগঠন হামাস ইসরাইলে হামলা চালানোর পর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরাইল। এই যুদ্ধে সক্রিয়ভাবে ইসরাইলের পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। বিভিন্ন সংবাদ মাধ্যমের কল্যাণে এই যুদ্ধের ভয়াবহতা সবার কাছে স্পষ্ট। কোথাও চলছে ফিলিস্তিনপন্থীদের প্রতিবাদ, কোথাও চলছে ইসরাইলপন্থীদের প্রতিবাদ।

মুসলিম রাজা-বাদশাহদের সম্বিত ফেরেনি আজও। মুখে কলুপ এঁটে তারা বসে আছে! আজও তাদের টনক নড়েনি। আজও টনক নড়েনি আমেরিকার। উল্টো তারা ব্যবসার নামে গাজায় মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে। এমন পটভূমিতে মার্কিন সেনার আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেওয়াটা বিস্ময়কর বটে। অ্যারন বুশনেলের আত্মহত্যার ঘটনানাটি স্পষ্টতই গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে একটি বিস্ময়কর প্রতিবাদ। যেটি বিশ্ববাসীর মনোযোগ টানতে সক্ষম হয়েছে। কিন্তু গাজায় হামলার পক্ষে থাকা আমেরিকার এখনও পর্যন্ত বোধোদয় ঘটেনি। অন্যদিকে পর্যবেক্ষকদের মতে, মুসলিম বিশ্বের শাসক ও রাজা-বাদশারা ফিলিস্তিনের পক্ষে হা বললেই যুদ্ধটি থেমে যেতে পারে।

লেখক: অধ্যাপক, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
[email protected]


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ফিরোজ হোসেনকে গ্রেফতার

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ফিরোজ হোসেনকে গ্রেফতার

বান্দরবানে বিজিবির অভিযান: অস্ত্র-গোলাবারুদ, ড্রোন ও সিগন্যাল-জ্যামারসহ প্রযুক্তি সরঞ্জামাদি উদ্ধার

বান্দরবানে বিজিবির অভিযান: অস্ত্র-গোলাবারুদ, ড্রোন ও সিগন্যাল-জ্যামারসহ প্রযুক্তি সরঞ্জামাদি উদ্ধার

কেরানীগঞ্জে তিন লক্ষ জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ, গ্রেফতার ২

কেরানীগঞ্জে তিন লক্ষ জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ, গ্রেফতার ২

পলাতক আওয়ামী খতিবের বিরুদ্ধে বায়তুল মোকাররমে বিক্ষুব্ধ জনতার মিছিল

পলাতক আওয়ামী খতিবের বিরুদ্ধে বায়তুল মোকাররমে বিক্ষুব্ধ জনতার মিছিল

মাগুরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মাগুরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বায়তুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষ, নামাজ না পড়িয়েই পালিয়ে গেলেন খতিব

বায়তুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষ, নামাজ না পড়িয়েই পালিয়ে গেলেন খতিব

ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

শিক্ষক ভিন্ন ধর্মালম্বি হলেও তার সাথে ভদ্রতা, সৌজন্যবোধ ও সম্মান করতে হবে -ছারছীনার পীর ছাহেব

শিক্ষক ভিন্ন ধর্মালম্বি হলেও তার সাথে ভদ্রতা, সৌজন্যবোধ ও সম্মান করতে হবে -ছারছীনার পীর ছাহেব

আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদরদপ্তর

আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদরদপ্তর

আখাউড়ায় ১১৫০ কেজি ভারতীয় কফিসহ গ্রেপ্তার ৩

আখাউড়ায় ১১৫০ কেজি ভারতীয় কফিসহ গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধার পরিবারের উপর সন্ত্রাসী হামলা, ঘরবাড়ি ভাংচুর লুটপাট করেছে সন্ত্রাসীরা

কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধার পরিবারের উপর সন্ত্রাসী হামলা, ঘরবাড়ি ভাংচুর লুটপাট করেছে সন্ত্রাসীরা

সাকিব-লিটনের ব্যাটে ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা

সাকিব-লিটনের ব্যাটে ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা

মণিপুর সংঘাত ইস্যুতে নতুন পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার

মণিপুর সংঘাত ইস্যুতে নতুন পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার

বাংলাদেশ বেতারে উর্দু সার্ভিস চালু করতে পর্যালোচনা সভা

বাংলাদেশ বেতারে উর্দু সার্ভিস চালু করতে পর্যালোচনা সভা

তোফাজ্জলের জানাজায় মানুষের ঢল, দাফন হলো বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে

তোফাজ্জলের জানাজায় মানুষের ঢল, দাফন হলো বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

গণপিটুনিতে হত্যা: ঢালাওভাবে ছাত্রদের বিজয়কে খাটো করতে আওয়ামী মিডিয়ার আস্ফালন, সমালোচনার ঝড়

গণপিটুনিতে হত্যা: ঢালাওভাবে ছাত্রদের বিজয়কে খাটো করতে আওয়ামী মিডিয়ার আস্ফালন, সমালোচনার ঝড়

সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫

ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫