ঢাকা   বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১

এইচএসসির স্থগিত পরীক্ষাসমূহ বাতিল করা ঠিক হয়নি

Daily Inqilab জালাল উদ্দিন ওমর

২২ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২২ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম

গত ৩০ জুন থেকে দেশব্যাপী এইচএসসি, আলিম এবং কারিগরি শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা শুরু হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট সাড়ে চৌদ্দ লক্ষ শিক্ষার্থী এসব পরীক্ষায় অংশগ্রহণ করেন। মোট ৭টি পরীক্ষা স¤পন্ন হয় এবং ৬টি পরীক্ষা স্থগিত থাকে। কোনো বিষয়েরই ব্যবহারিক পরীক্ষা হয়নি। এর মধ্যে কোটা সংস্কারের আন্দোলন শুরু হয়। এমন পরিস্থিতিতে বাকী পরীক্ষাসমূহ স্থগিত করা হয়। ছাত্রদের আন্দোলনের ধারবাহিকতায় গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। ছাত্র-জনতার প্রবল এক গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এর মাধ্যমে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের দোর্দ- প্রভাবের শাসনের অবসান হয়। ইতোমধ্যে গত ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তারা এখন দেশ পুনর্গঠন এবং একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য কাজ করছেন।

এদিকে গত ১৫ আগস্ট শিক্ষা বোর্ডসমূহ এইচএসসি, আলিম এবং কারিগরি পরিক্ষার্থীদের স্থগিত হওয়া পরীক্ষাসমূহ পুনরায় অনুষ্ঠানের জন্য ১১ সেপ্টেম্বর থেকে নতুন রুটিন প্রকাশ করে। পরীক্ষার্থীরা যাতে ভালো করে প্রস্তুতি নিতে পারে তার জন্য নতুন সিডিউলে যথেষ্ট সময় দেয়া হয়। অথচ, গত ২০ আগস্ট মঙ্গলবার ঢাকার একদল শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করে এবং শিক্ষা উপদেষ্টার কাছে স্থগিত পরীক্ষাসমূহ স¤পূর্ণভাবে বাতিল এবং অটো পাসের দাবি জানায়। এর পিছনে তাদের যুক্তি হচ্ছে কোটা সংস্কারের আন্দোলনে অনেক পরীক্ষার্থী নিহত এবং আহত হয়েছে। আহতরা এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের আরো দাবি, দেশের বিদ্যমান পরিস্থিতিতে পরীক্ষার্থীরা মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। এ অবস্থায় তাদের পক্ষে পরীক্ষায় অংশগ্রহণ সম্ভব নয়। সুতরাং স্থগিত পরীক্ষাসমূহ বাতিল এবং অটোপাস দিতে হবে। বিক্ষোভকারীদের দাবির মুখে শিক্ষা উপদেষ্টা প্রথমে পরীক্ষাসমূহ আরো দু’ সপ্তাহ পিছানোর প্রস্তাব দেন। কিন্তু বিক্ষোভকারীরা তা না মানায় শেষ পর্যন্ত স্থগিত পরীক্ষাসমূহ বাতিল এবং অটো পাসের সিদ্ধান্ত ঘোষিত হয়।

কিন্তু স্থগিত পরীক্ষাসমূহ বাতিল এবং অটো পাসের সিদ্ধান্ত কোনোভাবেই সঠিক হয়নি। সরকার বিরোধী আন্দোলনে অনেক পরীক্ষার্থী নিহত এবং আহত হয়েছে একথা ঠিক। একইভাবে দেশের সার্বিক পরিস্থিতিতে পরীক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একথাও ঠিক। কিন্তু তাই বলে স্থগিত পরীক্ষা বাতিল এবং অটোপাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত নয় এবং এতে পরীক্ষার্থীরা কোনোভাবেই লাভবান হবে না। কোটা আন্দোলনে যেসব পরীক্ষার্থী মারা গেছে তারা দেশের মুক্তির জন্য জীবনকে উৎসর্গ করেছে। তারা মুক্তিযোদ্ধা এবং শহীদ হয়েছে। তাদের অবদানকে এ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আর যারা আহত হয়েছে তারা হচ্ছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং গাজী। তাদের অবদানও এ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

এবারের এইচএসসি, আলিম এবং কারিগরি পরীক্ষার্থীর মোট সংখ্যা সাড়ে চৌদ্দ লক্ষ। এর মধ্যে মাত্র কয়েকশ’ পরীক্ষার্থী স্থগিত পরীক্ষাসমূহ বাতিল এবং অটো পাসের জন্য সচিবালয়ে গিয়ে আন্দোলন করেছে। সুতরাং কয়েকশ পরীক্ষার্থী কখনোই এবং কিছুতেই সাড়ে চৌদ্দ লক্ষ পরীক্ষার্থীর প্রতিনিধি নয় এবং হতে পারে না। সাড়ে চৌদ্দ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে এক শতাংশ পরীক্ষার্থীও স্থগিত পরীক্ষা বাতিল এবং অটো পাস চায় না। অর্থাৎ ৯৯ শতাংশেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিতে চায় এবং এর মাধ্যমে পরীক্ষায় পাস করতে চায়। প্রয়োজনে অনলাইনে পরীক্ষার্থীদের মতামত নেয়া হোক। যারা পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করেছে আমি তাদের হেয় করছি না, বাস্তবতার কথা বলছি। তবে খোঁজ নিলে হয় দেখা যাবে, কিছু পরিক্ষার্থী যারা ভালো করে পড়াশোনা করে না এবং করতে চায় না, তারাই স্থগিত পরীক্ষাসমূহ বাতিল এবং অটো পাসের দাবি জানিয়েছে। এক্ষেত্রে তারা কোটা আন্দোলনে হতাহতের অবস্থাকে ইস্যু বানিয়েছে। এ অবস্থায় স্থগিত পরীক্ষাসমূহ বাতিল এবং অটো পাসের যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা বাতিলের দাবি জানাচ্ছি। একই সাথে নতুন রুটিন প্রকাশ করে স্থগিত পরীক্ষাসমূহ অনুষ্ঠানের জন্য শিক্ষা উপদেষ্টাসহ সবারই প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।

স্থগিত পরীক্ষাসমূহ অনুষ্ঠানের জন্য কিছু প্রস্তাব বিবেচনা করা যেতে পারে। প্রথমত কোটা আন্দোলনে দেশব্যাপী হতাহতদের সবারই একটি নির্ভুল এবং পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে হবে। যারা কোটা আন্দোলনে নিহত হয়েছে তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে তাদেরকে পাস ঘোষণা করা হোক। যারা আহত হয়েছে তাদেরকে এই পরীক্ষায় অংশগ্রহণ থেকে অব্যাহতি দেয়া হোক এবং এসএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে স্থগিত বিষয়সমূহে মার্ক দিয়ে আহত পরীক্ষার্থীদের অটোপাস দেয়া হোক। বাকী যারা পরীক্ষার্থী, তারা সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবে। এক্ষেত্রে স্থগিত পরীক্ষাসমূহ অনুষ্ঠানের জন্য নতুনভাবে রুটিন দিতে হবে এবং পরীক্ষা শুরুর আগে পর্যাপ্ত সময় দিতে হবে। প্রয়োজনে ১ অক্টোবর বা ১৫ অক্টোবর হতে পরীক্ষা শুরু করা যেতে পারে। আবার পরীক্ষাসমূহের মাঝে অর্থাৎ একটি পরীক্ষার পর পরবর্তী পরীক্ষার আগে পর্যাপ্ত গ্যাপ দিতে হবে। ফলে পরীক্ষার্থীরা এই সময়ে তাদের মানসিক ধাক্কা সামলিয়ে উঠে প্রস্তুতি নিতে পারবে এবং ভালো করে পরীক্ষা দিতে পারবে। এসবের পাশাপাশি সকল পরীক্ষার উত্তররপত্র একটু সহজ দৃষ্টিতে মূল্যায়ন করতে হবে এবং ভালো মার্ক দিতে হবে। আমার বিশ্বাস, এভাবে স্থগিত পরীক্ষাসমূহ পুনরায় নেয়া সম্ভব এবং এর মাধ্যমে আমরা অটোপাস পরিহার করতে পারি।

এবার আমার সন্তানতুল্য কোমলমতি পরীক্ষার্থীদের প্রতি কিছু কথা বলছি। প্রথম এবং শেষ কথা হচ্ছে শিক্ষা জীবনে পড়ালেখা এবং পরীক্ষার কোনো বিকল্প নেই। পড়ালেখার বিকল্প হচ্ছে বেশি করে পড়ালেখা করা এবং পরীক্ষার বিকল্প হচ্ছে বেশি করে পরীক্ষা দেয়া। একজন শিক্ষার্থীর জীবনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাসের পর শিক্ষার্থীরা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। সে কোথায় এবং কোন বিষয়ে পড়াশোনা করবে তা এই ভর্তি পরীক্ষার মাধ্যমেই নির্ধারিত হয়ে যায়। এই ভর্তি পরীক্ষা তীব্র প্রতিযোগিতামূলক এবং এখানে অটো পাসের কোনো সুযোগ নেই। সুতরাং পরীক্ষা দিলে ক্ষতির কিছুই নেই, বরং সবদিকে লাভ। কারণ, পরীক্ষা উপলক্ষে পড়া হবে, যা ভর্তি পরীক্ষায় কাজে আসবে। যিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের পর ভর্তি পরীক্ষায় পাস করে মেডিকেলে ভর্তির সুযোগ পায় তার পক্ষেই কেবল চিকিৎসা বিজ্ঞান অধ্যয়ন করে একজন চিকিৎসক হওয়া সম্ভব। একইভাবে ভর্তি পরীক্ষায় পাস করে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ পাওয়া ছাত্রছাত্রীর পক্ষেই কেবল প্রকৌশল বিদ্যা অধ্যয়ন করে প্রকৌশলী হওয়া সম্ভব। একইভাবে কৃষি বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষায় পাস করে কৃষি বিষয়ে ভর্তির সুযোগ পাওয়া ছাত্রছাত্রীর পক্ষেই কেবল কৃষি বিদ্যা অধ্যয়ন করে কৃষিবিদ হওয়া সম্ভব। এই বাস্তবতা আজ তোমাদের বুঝতে হবে। সুতরাং তোমরা পরীক্ষা দাও এবং অটোপাসে যেও না। প্রয়োজনে একটু বেশি কষ্ট করো। এটি তোমাদের শিক্ষাজীবনকে সমৃদ্ধ করবে।

শিক্ষা জাতির মেরুদ-। শিক্ষার উন্নতিতেই জাতির উন্নতি। শিক্ষায় পিছিয়ে পড়া মানেই উন্নয়নে পিছনে পড়া। আর শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হয় এবং নিজেকে সমৃদ্ধ করতে হয়। তাই এমন কোনো নিয়ম চালু করা ঠিক নয়, যার কারণে ছাত্রছাত্রীরা তাদের কাক্সিক্ষত শিক্ষা অর্জনে বঞ্চিত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। এ অবস্থায় স্থগিত পরীক্ষাসমূহ বাতিল এবং অটো পাসের সিদ্ধান্ত বাতিল করা হোক। নতুনভাবে সিডিউল ঘোষণা করে পরীক্ষাসমূহ নেয়ার ব্যবস্থা করা হোক। এটাই একমাত্র সমাধান এবং বিকল্প। এতেই পরীক্ষার্থীদের কল্যাণ।

লেখক : প্রকৌশলী ও উন্নয়ন গবেষক।
[email protected]


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

যুক্তরাজ্য বিএনপি'র সভাপতি মালেকের বাড়িতে হামলার ঘটনায় সিলেটে মামলা

যুক্তরাজ্য বিএনপি'র সভাপতি মালেকের বাড়িতে হামলার ঘটনায় সিলেটে মামলা

দুই পুলিশ সদস্যকে রিমান্ড শেষ না হতেই কারাগারে প্রেরণ

দুই পুলিশ সদস্যকে রিমান্ড শেষ না হতেই কারাগারে প্রেরণ

গেঞ্জির পেছনে নাম দেখে সনাক্ত হয় দগ্ধ কামালের লাশ

গেঞ্জির পেছনে নাম দেখে সনাক্ত হয় দগ্ধ কামালের লাশ

দেশের শিক্ষা ব্যবস্থাকে বৃহত্তর জনগোষ্ঠীর বিশ্বাস ও ঐতিহ্যের আলোকে ঢেলে সাজাতে হবে

দেশের শিক্ষা ব্যবস্থাকে বৃহত্তর জনগোষ্ঠীর বিশ্বাস ও ঐতিহ্যের আলোকে ঢেলে সাজাতে হবে

আদানি পাওয়ার বিদ্যুতের দাম বেশি নিচ্ছে কি না, তা পর্যালোচনা করবে বাংলাদেশ

আদানি পাওয়ার বিদ্যুতের দাম বেশি নিচ্ছে কি না, তা পর্যালোচনা করবে বাংলাদেশ

নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর

নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর

প্রাথমিক শিক্ষার ‘এডহক’ কমিটির ১১ সদস্যের

প্রাথমিক শিক্ষার ‘এডহক’ কমিটির ১১ সদস্যের

গণঅভ্যুত্থানের অভিপ্রায় বাস্তবায়নে অস্থিরতা ও দীর্ঘসূত্রিতা কোনটাই কাম্য নয় -এবি পার্টি

গণঅভ্যুত্থানের অভিপ্রায় বাস্তবায়নে অস্থিরতা ও দীর্ঘসূত্রিতা কোনটাই কাম্য নয় -এবি পার্টি

গণমাধ্যমের সাথে আলোচনা করে কমিশন করা হবে : তথ্য উপদেষ্টা

গণমাধ্যমের সাথে আলোচনা করে কমিশন করা হবে : তথ্য উপদেষ্টা

ওরসের নাম ভাঙিয়ে কিছু কুচক্রি মহল দেশের শান্তিশৃঙ্খলা বিঘ্ন ও মাজারের পবিত্রতা বিনষ্ট করতে পারে

ওরসের নাম ভাঙিয়ে কিছু কুচক্রি মহল দেশের শান্তিশৃঙ্খলা বিঘ্ন ও মাজারের পবিত্রতা বিনষ্ট করতে পারে

মাওলানা হাজী ইউছুফের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন

মাওলানা হাজী ইউছুফের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন

গোবিন্দগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত হলে পড়াশুনার ব্যাপক মানোন্নয়ন হবে: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী

শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত হলে পড়াশুনার ব্যাপক মানোন্নয়ন হবে: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী

মাগুরা ও কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিল

মাগুরা ও কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের পদত্যাগ

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের পদত্যাগ

রাজবাড়ীতে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ সভায় হামলা-ভাংচুর,  আহত ১০

রাজবাড়ীতে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ সভায় হামলা-ভাংচুর, আহত ১০

মুরাদনগরে মাদক, চাঁদাবাজি ও ভুমি দখলদারদের বিরুদ্ধে বিএনপির মাইকিং

মুরাদনগরে মাদক, চাঁদাবাজি ও ভুমি দখলদারদের বিরুদ্ধে বিএনপির মাইকিং

বিপ্লব কুমারকে ভারতে পাচারের দাবিদার শুভকে খুঁজছে পুলিশ

বিপ্লব কুমারকে ভারতে পাচারের দাবিদার শুভকে খুঁজছে পুলিশ

সাইবার মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা আলাল

সাইবার মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা আলাল

গণতন্ত্র দিবসে র‌্যালী ও সমাবেশ সফলের আহ্বান জানালো সিলেট মহানগর বিএনপি

গণতন্ত্র দিবসে র‌্যালী ও সমাবেশ সফলের আহ্বান জানালো সিলেট মহানগর বিএনপি