ঢাকা   বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১

দেশের ভাব-মর্যাদা সমুন্নত করার বিকল্প নেই

Daily Inqilab ইনকিলাব

২২ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২২ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম

অক্টোবরের ৩ তারিখ থেকে অনুষ্ঠিতব্য আইসিসি টি-২০ নারী বিশ্বকাপের আসর ঢাকায় হচ্ছে না। অর্ন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগ থাকা সত্ত্বেও গত মঙ্গলবার আইসিসি’র বোর্ড সভার সিদ্ধান্ত অনুসারে ঢাকায় অনুষ্ঠেয় নারী ক্রিকেট টি-২০ বিশ্বকাপের ইভেন্টগুলো আরব আমিরাতে সরিয়ে নেয়া হয়েছে। প্রায় দেড়মাস ব্যাপী রক্তক্ষয়ী আন্দোলনের প্রেক্ষিতে অষ্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য ঢাকায় ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় আইসিসি এই পরিবর্তন এনেছে বলে জানিয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতন ও ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ছাত্র-জনতার অভাবনীয় বিজয় অর্জিত হয়েছে। দেশের মানুষ এ বিজয়কে দ্বিতীয় স্বাধীনতা বলে উৎযাপন করেছে। বিশ্বখ্যাত নোবেল বিজয়ী প্রফেসর ড. ইউনূসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর দুই সপ্তাহ অতিক্রান্ত হলেও দেশে এক ধরণের অস্থিরতা-অনিশ্চয়তা বিরাজ করছে। দেড় দশকের ফ্য্যাসিবাদী স্বৈরশাসন থেকে মুক্তি পেতে ছাত্র-জনতাকে যে অসম সাহসিকতা, ত্যাগ ও মূল্য দিতে হয়েছে, তার প্রতিক্রিয়া বা ঢেউ থাকবেই। কিন্তু চারদিকে যেস সব আলামত দেখা যাচ্ছে, তাতে নানা সন্দেহ তৈরী হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনের ফসলকে ম্লান করতে পতিত স্বৈরাচারের সুবিধাভোগী শ্রেণী সুযোগ খুঁজছে। স্বৈরাচারের পুলিশি ব্যবস্থার ভয়ে এতদিন মানুষ নির্ভয়ে কথা বলতে পারেনি। গণঅভ্যুত্থানে তাদের পতনের পর নানা শ্রেণী- পেশার মানুষ, নানা ভূঁইফোড় সংগঠন নানা রকম দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে রাজপথে নেমে পড়েছে। প্রতিদিন বিভিন্ন সংগঠনের কর্মীরা রাজপথে নেমে আসায় ঢাকায় অস্বাভাবিক যানজট দেখা দিয়েছে। সবচেয়ে লক্ষ্যনীয় বিষয় হচ্ছে, প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের চারপাশের রাস্তাগুলোয় এসব আন্দোলনকারীর ভীড় বেড়ে যাওয়ায় স্বাভাবিক কর্মকা- ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ধরণের পরিস্থিতি মোটেও সমীচিন নয়।

অর্ন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর থেকেই পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার পুত্র জয় বিদেশ থেকে ভিডিও বার্তার মাধ্যমে সরকারকে অস্থির করার সাথে সাথে নানা রকম চ্যালেঞ্জের সম্মুখীন করে তুলতে সক্রিয় রয়েছে। আজ্ঞাবহ বিচারপতিদের মাধ্যমে জুডিসিয়াল ক্যু;র অপচেষ্টা। গুজব-অপপ্রচার চালিয়ে হিন্দুদের রাস্তায় নামিয়ে, গোপালগঞ্জে বিদ্রোহ সৃষ্টি করে, ১৫ আগস্টকে ঘিরে বড় ধরনের সমাবেশ ও প্রতিবিপ্লব সংঘটিত করার নানা রকম তৎপরতার আভাসও পাওয়া যাচ্ছিল। দেশের মানুষের সমর্থনে ছাত্র-জনতার নিরলস অংশগ্রহণে কুচক্রী মহলের সব ষড়যন্ত্র ব্যর্থ হলেও তারা এক মুহূর্তের জন্যও থেমে নেই। প্রশ্ন হচ্ছে, এক শ্রেণীর শিক্ষার্থী কি তাদের ষড়যন্ত্রের জালে পা দিচ্ছে? এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঘটা শিক্ষার্থীদের তৎপরতা অত্যন্ত দুঃখজনক, উদ্বেগের বিষয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ পরীক্ষা বাতিলের মত সিদ্ধান্তকে সমর্থন না করার কথা জানিয়েছেন। সচিবালয়ে চারপাশে প্রতিদিনই নানা দাবি-দাওয়া নিয়ে এমন আন্দোলনের ছক মূলত নতুন সরকারকে বিব্রত ও প্রশাসনকে চাপে ফেলার ষডযন্ত্র বলে মনে করছেন অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণঅভ্যুত্থানের লক্ষ্য ও সাফল্য নস্যাতের ষড়যন্ত্রের কথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমহীর তো প্রায় প্রতিদিনই সতর্ক করছেন। অন্যান্য দলের তরফেও সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। শিক্ষার্থীদের নামে পতিত স্বৈরাচারের মদদপুষ্ট সংগঠনের আড়ালে নতুন নতুন দাবি দাওয়া সম্পর্কে সজাগ থাকতে হবে। দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে, হাজার হাজার কোটি ডলারের ঋণ করে দেশকে দেউলিয়াত্বের মধ্যে রেখে পালিয়ে যাওয়া সরকারের সুবিধাভোগী, দলীয় ক্যাডার ও দেড় দশকে নিয়োগ পাওয়া কর্মচারিদের একাংশ দেশকে অস্থিতিশীল করে গণঅভ্যুত্থানকে ব্যর্থ ও ম্লান করতে চাইছে। এটা নিছক সন্দেহ বা গুজব নয়, চারপাশের বাস্তবতায় তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি পরিষেবার সাথে যুক্ত কর্মকর্তা ও কর্মীদের নিস্ক্রিয়তা ও পালিয়ে যাওয়ার বাস্তবতায় ছাত্র-জনতা ট্রাফিক ব্যবস্থা সচল রাখা এবং নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধন থেকে শুরু করে বাজার মনিটরিং পর্যন্ত সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে। জাতি আশা করে তারা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম।

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সংস্কারের পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই অর্ন্তবর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ড ইউনূসের সরকারের প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিলেও দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। দেড় দশকের একদলীয় শাসনে প্রতিটি সেক্টরে দলীয়করণ ও নিয়োগ দুর্নীতির মাধ্যমে যাদের পদায়ন করা হয়েছে, তাদের কেউ কেউ এখন পতিত স্বৈরাচারের এজেন্ট হিসেবে গোপন এজেন্ডা বাস্তবায়নে তৎপর হয়ে উঠতে পারে। সচিবালয়ের কর্ম পরিবেশ বিনষ্ট করতে এবং প্রশাসনকে চাপে ফেলে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। এ ক্ষেত্রে বর্তমান সরকারকে সর্বাগ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে হবে। অক্টোবরে ঢাকায় আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পারলে, তা সরকারের ভাব-মর্যাদা এবং পরিবর্তিত প্রেক্ষাপটে স্থিতিশীলতা ও বিনিয়োগের জন্য একটি ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারত। অবস্থা যাই হোক, অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের সম্ভাব্য সব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। সচিবালয় ও রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা অবাধে চালিয়ে যাওয়ার সুযোগ নেই। দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে সরকারকেও দেশে-বিদেশে যথাযথ পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন-জাপান, ইউরোপীয় ইউনিয়নসহ উন্নয়ন অংশীদারদের সাথে যোগাযোগ ও সফর বিনিময় বাড়াতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা দ্রুতই এসব দেশে সফর করতে পারেন। দূতাবাসগুলোতে প্রয়োজনীয় রদবদল সাপেক্ষে সক্রিয় ও গতিশীল করতে হবে। মনে রাখতে হবে, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমর্যাদা বৃদ্ধি ছাড়া বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, সুসম্পর্ক এবং প্রত্যাশিত সাফল্য আসবে না। অনেক রক্ত ও জীবনের বিনিময়ে স্বৈরাচারমুক্ত বাংলাদেশে একই সাথে গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে কালবিলম্বের কোনো সুযোগ নেই।

 


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আন্দোলনে গুলিবর্ষণকারী নেত্রকোনার বারহাট্টা উপজেলা আ.লীগ সভাপতি খোকন কল্যানপুরে গ্রেফতার

আন্দোলনে গুলিবর্ষণকারী নেত্রকোনার বারহাট্টা উপজেলা আ.লীগ সভাপতি খোকন কল্যানপুরে গ্রেফতার

কুতুবদিয়া উপজেলাধীন লেমশীখালীতে কোস্টগার্ডর অভিযান

কুতুবদিয়া উপজেলাধীন লেমশীখালীতে কোস্টগার্ডর অভিযান

যুক্তরাজ্য বিএনপি'র সভাপতি মালেকের বাড়িতে হামলার ঘটনায় সিলেটে মামলা

যুক্তরাজ্য বিএনপি'র সভাপতি মালেকের বাড়িতে হামলার ঘটনায় সিলেটে মামলা

দুই পুলিশ সদস্যকে রিমান্ড শেষ না হতেই কারাগারে প্রেরণ

দুই পুলিশ সদস্যকে রিমান্ড শেষ না হতেই কারাগারে প্রেরণ

গেঞ্জির পেছনে নাম দেখে সনাক্ত হয় দগ্ধ কামালের লাশ

গেঞ্জির পেছনে নাম দেখে সনাক্ত হয় দগ্ধ কামালের লাশ

দেশের শিক্ষা ব্যবস্থাকে বৃহত্তর জনগোষ্ঠীর বিশ্বাস ও ঐতিহ্যের আলোকে ঢেলে সাজাতে হবে

দেশের শিক্ষা ব্যবস্থাকে বৃহত্তর জনগোষ্ঠীর বিশ্বাস ও ঐতিহ্যের আলোকে ঢেলে সাজাতে হবে

আদানি পাওয়ার বিদ্যুতের দাম বেশি নিচ্ছে কি না, তা পর্যালোচনা করবে বাংলাদেশ

আদানি পাওয়ার বিদ্যুতের দাম বেশি নিচ্ছে কি না, তা পর্যালোচনা করবে বাংলাদেশ

নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর

নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর

প্রাথমিক শিক্ষার ‘এডহক’ কমিটির ১১ সদস্যের

প্রাথমিক শিক্ষার ‘এডহক’ কমিটির ১১ সদস্যের

গণঅভ্যুত্থানের অভিপ্রায় বাস্তবায়নে অস্থিরতা ও দীর্ঘসূত্রিতা কোনটাই কাম্য নয় -এবি পার্টি

গণঅভ্যুত্থানের অভিপ্রায় বাস্তবায়নে অস্থিরতা ও দীর্ঘসূত্রিতা কোনটাই কাম্য নয় -এবি পার্টি

গণমাধ্যমের সাথে আলোচনা করে কমিশন করা হবে : তথ্য উপদেষ্টা

গণমাধ্যমের সাথে আলোচনা করে কমিশন করা হবে : তথ্য উপদেষ্টা

ওরসের নাম ভাঙিয়ে কিছু কুচক্রি মহল দেশের শান্তিশৃঙ্খলা বিঘ্ন ও মাজারের পবিত্রতা বিনষ্ট করতে পারে

ওরসের নাম ভাঙিয়ে কিছু কুচক্রি মহল দেশের শান্তিশৃঙ্খলা বিঘ্ন ও মাজারের পবিত্রতা বিনষ্ট করতে পারে

মাওলানা হাজী ইউছুফের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন

মাওলানা হাজী ইউছুফের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন

গোবিন্দগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত হলে পড়াশুনার ব্যাপক মানোন্নয়ন হবে: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী

শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত হলে পড়াশুনার ব্যাপক মানোন্নয়ন হবে: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী

মাগুরা ও কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিল

মাগুরা ও কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের পদত্যাগ

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের পদত্যাগ

রাজবাড়ীতে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ সভায় হামলা-ভাংচুর,  আহত ১০

রাজবাড়ীতে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ সভায় হামলা-ভাংচুর, আহত ১০

মুরাদনগরে মাদক, চাঁদাবাজি ও ভুমি দখলদারদের বিরুদ্ধে বিএনপির মাইকিং

মুরাদনগরে মাদক, চাঁদাবাজি ও ভুমি দখলদারদের বিরুদ্ধে বিএনপির মাইকিং

বিপ্লব কুমারকে ভারতে পাচারের দাবিদার শুভকে খুঁজছে পুলিশ

বিপ্লব কুমারকে ভারতে পাচারের দাবিদার শুভকে খুঁজছে পুলিশ