ঢাকা   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | ৯ কার্তিক ১৪৩১

মুসলমানরাই জ্ঞান-বিজ্ঞানে বিশ্বকে আলোকিত করেছিল

Daily Inqilab ইলিয়াজ হোসেন রানা

২৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম

(পূর্বে প্রকাশিতের পর)
মুসলমানেরা শুধু জ্যোতির্বিজ্ঞানচর্চা করেননি। উচ্চতর গণিতের প্রত্যেক শাখায় তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে সমর্থন হন। কথিত আছে, গ্রিকরা বীজগণিতের উদ্ভাবক, কিন্তু ওলসনার মন্তব্য করেন যে, তাদের মধ্য ‘গবলেট খেলায়’ আনন্দদানের কাজে বীজগণিত সীমিত ছিল। মুসলমানেরা একে উচ্চতর লক্ষ্যে নিয়োজিত করেছিলেন। শুধু বীজগণিত, জ্যামিতি ও গণিত নয়, আলোকবিদ্যা ও মেকানিক্স ও মুসলমানদের হাতে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছিল। তারা খ-গোলীয় ত্রিকোণমিতির উদ্ভাবন করেছিলেন; তারাই সর্বপ্রথম বীজগণিত জ্যামিতির ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন, আর ত্রিকোণমিতির গণনার ক্ষেত্রে বৃত্তচাপের জায়গা সাইনে পরিবর্তন করেছিলেন। ইবনে হাওকাল, মাকরিজি, আল-ইশতাখরী, আল মাসুদি, আল বেরুনি, আল কুমি, আল ইদারিসী, ইবনুল ওয়ারদি ও আবুল ফেদার গ্রন্থসমূহ প্রমাণ করে জ্ঞানের প্রতিটি ক্ষেত্রে মুসলমানদের অবদান। যখন ইউরোপের খ্রিস্টান জাহান দৃঢ়ভাবে পৃথিবীর সমতলত্বে বিশ্বাস করতো এবং যে নির্বোধ এর বিপরীতে চিন্তা করত তাকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হতো, তখন মুসলমানেরা গ্লোবের সাহায্যে ভূগোল শিক্ষা দিতেন।

বিজ্ঞান হিসেবে রসায়ন নিঃসন্দেহে মুসলমানদের উদ্ভাবন। আবু মুসা জাবির ইবনে হাইয়ান আধুনিক রসায়নের জনক। তাঁর ‘আস-সুন্দুক আল হিকমাত’ গ্রন্থে নাইট্রিক অ্যাসিড, তাপে চূর্ণকরণ, কেলাসন, দ্রবণ, ঊর্ধ্বপাতন ও লঘুকরণ প্রক্রিয়া নির্ভুল ব্যাখ্যা করেন। সে যুগে রসায়ন শাস্ত্রের আরেক দিকপাল আবুবক্কর আল রাজি। তাঁর ‘কিতাবুল আসরার’ চতুর্দশ শতাব্দী পর্যন্ত রসায়নের উৎস হিসেবে পরিগণিত হয়। তার ‘হাউই’ চিকিৎসা বিদ্যার দুর্গ বলে খ্যাত।

চিকিৎসাবিজ্ঞানের আল রাজি, আলী ইবনে আব্বাস, ইবনে সিনা, আল বুকাসিস, ইবনে রুসদ ও আল বেসার হলেন উজ্জ্বলতম নক্ষত্র। আল বুকাসিস প্রথম শ্রেণির শাল্যচিকিৎসকও ছিলেন। তিনি ধাত্রীবিদ্যা সবচেয়ে জটিল অস্ত্রোপচার করতেন। ইবনে সিনা একজন দার্শনিক, গাণিতিক, জ্যোর্তিবিজ্ঞান, কবি ও চিকিৎসক হিসেবে তিনি দুইটি মহাদেশের উপর তাঁর প্রভাব বিস্তার করেন। তিনি প্রাচ্যের এরিস্টটল হিসেবে বিবেচিত হওয়ায় যোগ্য। ইবনে সিনার ‘আল-কানুন’ গ্রন্থটিকে চিকিৎসাশাস্ত্রের বিশ্বকোষ বলা হয়। এই বইটিতে যক্ষাসহ ৭৬০টি ঔষধ স¤পর্কে আলোচনা আছে। আল রাজির ‘আল-হাউই’ গ্রন্থে গুটি বসন্ত, হাম, যকৃত পিত্তথলির পাথর, চক্ষু, নাক, কান এবং হৃদপি-ের চিকিৎসা স¤পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।

ভূগোল চর্চায় আল-খাওয়ারিজমি তাঁর বিখ্যাত ‘সুরাত আল আরদ’ গ্রন্থটি রচনা করেন, যা চতুর্দশ শতাব্দি পর্যন্ত ইসলামী বিশ্বে ভূগোল শাস্ত্র অধ্যায়ন ও মৌলিক গ্রন্থ প্রণয়নে অনেককে উদ্বুদ্ধ করে। ভেষজ উৎপাদনের অধ্যয়ন যা আলেকজান্দ্রিয় চিন্তাগোষ্ঠীর ডায়াস কুরাইশের ধারণাকে উদ্দীপিত করেছিল, তা বৈজ্ঞানিক আকারে আরবদেরই সৃষ্টি। তারা রসায়নের ফার্মাসির উদ্ভাবন করেছিলেন এবং আজ যে সব প্রতিষ্ঠানকে চিকিৎসালয় বলা হয় তার প্রথম প্রতিষ্ঠাতা আরবরাই। স্থাপত্যে মুসলমানদের শ্রেষ্ঠত্ব সর্বজনবিদিত। কেননা প্রাচ্যে ও প্রতীচ্যে আরবজাতির স্থাপত্যের যে গৌরবময় নিদর্শন রয়েছে তা এখনও আধুনিক বিশ্বের বিস্ময়।

ঐতিহাসিক গবেষণার ক্ষেত্রে মুসলিম জাতি প্রাচীন বা আধুনিক কোনো জাতির চেয়ে পিছপা ছিল না। ইবনে ইসহাক, ইবনে খালদুন, বালাজুুরি, হামাদিনী, জাবির আত-তাবারী, মাকরিজী এবং আল-মাসুদী অসংখ্য মূল্যবান ইতিহাসসমৃদ্ধ গ্রন্থাবলী লিপিবদ্ধ করেন, যা ঐতিহাসিক মনোভঙ্গির বিশিষ্ট অগ্রগতির নির্দেশক। এভাবে জ্ঞান-বিজ্ঞানচর্চার এমন কোনো শাখা প্রশাখা নেই যে আরব মুসলমানদের হাত ছিল না। আর এসব সম্ভব হয়েছিল একখানি গ্রন্থের (আল-কুরআন) জন্য, যার সাহায্যে আরবগণ মহান আলেকজান্ডারের চেয়ে বিশালতার, রোমের চেয়ে ব্যাপকতর রাজ্য অধিকারভুক্ত করেছিল, যা তারা ১০ বছরে স¤পাদন করেছিল, রোমের তা করতে ১০০ বছর লেগেছিল। কেবল এই গ্রন্থের সাহায্যেই সমগ্র সেমেটিক জাতির মধ্যে তারাই নৃপতি হিসেবে ইউরোপে এসেছিল যখন ফিনিশীয়গণ বাণিক হিসেবে, ঈহুদীগণ উদ্বাস্তু বা বন্দি হিসেবে এসেছিল; তারা ইউরোপে এসেছিল এসব উদ্বাস্তুদের সাথে মানবজাতির নিকট আলোকবর্তিকা তুলে ধরতে- যখন দশদিক অন্ধকারে আচ্ছন্ন ছিল তখন তারাই হেলেনীয় জ্ঞান-বিজ্ঞানকে মৃত অবস্থা থেকে পুনরুজ্জীবিত করেছিল। প্রাচ্যের মতো প্রতীচ্যকের দর্শন, চিকিৎসা-বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে শিক্ষা দিয়েছিল এবং আধুনিক বিজ্ঞানের ধাত্রীপনা করেছিল। গ্রানাডার পতনকালে সেই উজ্জ্বল দিনগুলির জন্য চিরকাল কাঁদতে মুসলমানদেরকে বিলম্বিত উত্তরসূরি বানিয়ে গিয়েছিল।

মুসলমানদের জ্ঞান-বিজ্ঞানচর্চায় যে সাফল্য ধরা দিয়েছিল তা সম্ভবত নবী মুহাম্মদ (সা.) এর জন্য। জাহেলিয়াতের যুগে আরবরা বর্বরতা ও অজ্ঞতার গহীনে ডুবেছিল, তাঁর ডাকে সাড়া দিয়ে বর্তমানের বা ভবিষ্যতের কোনো আশা না করে আরবগণ বিশ্ববাসীকে সমুন্নত করতে, সকলকে সভ্য ও সংস্কৃতবান করতে এগিয়ে গেলেন। নির্যাতিত, অবহেলিত মানবতা নবজীবন লাভ করলো। যখন ইউরোপের জাতিসমূহ ক্ষীয়মান সাম্রাজ্য বিপর্যস্ত করে অজ্ঞানতা ও নিষ্ঠুরতার অন্ধকারের মধ্যে দিশেহারা হয়ে চলেছিল, সেই সময়ে মুসলমানেরা এক মহান সভ্যতা গড়ে তুলেছিলেন। ইউরোপে শতাব্দীর পর শতাব্দী যখন নৈতিক ও বুদ্ধিভিত্তিক উৎসন্নতা চলছিল, তখন ইসলাম প্রগতির সারথ্য করেছিল। সিজারের সাম্রাজ্যের উপর খ্রিষ্টধর্ম নিজেকে প্রতিষ্ঠা করেছিল। কিন্তু তা পৃথিবীর জাতিসমূহের পুনরুজ্জীবিত করতে পারেনি। খ্রিস্টীয় চতুর্থ শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত যে নৈরাশ্যের অন্ধকার ইউরোপকে গ্রাস করেছিল তা আরও গভীরতর হয়েছিল। হিং¯্র ধর্মান্ধতার যুগে যাজকতন্ত্র যে পথ দিয়ে জ্ঞান, মানবতা বা সভ্যতা প্রবেশ করতে পারতো সে পথ রূদ্ধ করে দিয়েছিলো। যদিও ঈর্ষাবশতঃ এই ধর্মান্ধ দেশে ইসলামী সংস্কৃতির হিতকর প্রভাব অবরুদ্ধ অবস্থায় ছিল তথাপি যথা সময়ে খ্রিস্টান জগতে সর্বত্র অনুভূত হয়েছিল। একসময়ে বাগদাদ, দামেস্কো, কর্ডোভা, গ্রানাডা, মালাগার স্কুলসমূহের মাধ্যমে মুসলমানেরা বিশ্বকে দর্শনের শান্ত পাঠ এবং কঠোর বিজ্ঞানের ব্যবহার শিক্ষা দান করেছিল।

পুরোহিত সম্প্রদায় হাজার হাজার নির্দোষ ব্যক্তিদেরকে চিন্তার ব্যতিক্রমের জন্য আগুনে পুড়িয়ে মারার পথ প্রশস্ত করেছিল, খ্রিস্টান ইউরোপ মন্ত্রের সাহায্যে ভূত ছাড়াতো এবং ছিন্নকন্থা ও অস্থির পূজা করতো, তখন বিদ্যার্জন মুসলিম নৃপতিদের অধীনে সমৃদ্ধি লাভ করেছিল এবং অভূতপূর্ব সম্মানে ভূষিত হয়েছিলেন। মুহাম্মদ (সা.) এর প্রতিনিধিবৃন্দ সভ্যতার অগ্রগতির কাজে নিজেদের উজাড় করে দিয়েছিলেন এবং মুহাম্মদ (সা.) যে স্বাধীন চিন্তা ও স্বাধীন জিজ্ঞাসার জন্ম দিয়েছিলেন ও পবিত্রতা প্রতিপন্ন করেছিলেন তাঁরা তার বিকাশে প্রাণপণ সাহায্য করেছিলেন। প্রাকৃতিক বিজ্ঞানসমূহের চর্চা-একটি জাতির বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার মহান নির্দেশক, মুসলমানদের মধ্যে এটি জনপ্রিয় পেশায় পরিণত হয়েছিল। তখনকার যুগে পৃথিবীতে এমন কোনো জাতি ছিল না যে মুসলিম প-িতদের সাথে জ্ঞান-বিজ্ঞানের প্রতিযোগিতা করতে পারে। ঐ সময় ইউরোপের অবস্থা এমন ছিল যে, যদি কেউ জ্ঞান অর্জন করতেন, তবে তাকে মুসলমান মনে করা হতো, কেননা মুসলমানরাই তখন এমন জাতি যারা জ্ঞান-বিজ্ঞানচর্চা করতো। জধমবৎ নধপড়হ কে মুসলমান বলে কটাক্ষ করা হতো কেননা তিনি বিজ্ঞানচর্চা করতেন এবং এই কারণে তাকে ১৪ বছরের কারাদ- দেন। ইউরোপে নবজাগরণ শুরু হয়েছিল চতুর্দশ শতাব্দী থেকে আর তা সম্ভব হয়েছিল মুসলিম সভ্যতার এবং উন্নতমানের ভাবধারার সাথে পরিচিত হওয়ার ফলে। মুসলিম স্বর্ণযুগকে প্রাচ্য রেনেসাঁর পূর্ণ প্রতীক বলা হয়। একমাত্র মুসলিম প-িতদের প্রচেষ্টার ফলেই ইউরোপের যেসব জাতি মধ্যযুগীয় অন্ধকারে অতল তলে নিমজ্জিত ছিল, তারা হারিয়ে যাওয়া গ্রিক বিজ্ঞান ও দর্শনের সাথে পুনরায় পরিচিত হওয়ার সুযোগ পায়। (সমাপ্ত)

লেখক: প্রভাষক, সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজ, কেরাণীগঞ্জ, ঢাকা।

 


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সর্বোচ্চ রান, ছক্কার পর  সবচেয়ে বড় জয়ের রেকর্ড জিম্বাবুয়ের

সর্বোচ্চ রান, ছক্কার পর সবচেয়ে বড় জয়ের রেকর্ড জিম্বাবুয়ের

ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইয়াজ আল রিয়াদ গ্রেপ্তার

ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইয়াজ আল রিয়াদ গ্রেপ্তার

রাস্তা সংস্কার চাই

রাস্তা সংস্কার চাই

সুন্দরগঞ্জে ১০ বছর পর হত্যা মামলা দায়ের

সুন্দরগঞ্জে ১০ বছর পর হত্যা মামলা দায়ের

সবাই ভিসি হতে চান কেন?

সবাই ভিসি হতে চান কেন?

তারেক রহমানের স্টেট রিফরমেশন : দুর্নীতিমুক্ত বাংলাদেশ

তারেক রহমানের স্টেট রিফরমেশন : দুর্নীতিমুক্ত বাংলাদেশ

স্বৈরাচারের দোসররা নানা ইস্যুতে জনদুর্ভোগ সৃষ্টি করছে

স্বৈরাচারের দোসররা নানা ইস্যুতে জনদুর্ভোগ সৃষ্টি করছে

প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাবে প্রধান বিচারপতির ‘না’

প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাবে প্রধান বিচারপতির ‘না’

বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ইরানি কুস্তিগীর নাঘুসি

বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ইরানি কুস্তিগীর নাঘুসি

ব্রিকসে যোগ দিতে আগ্রহী তুরস্ক

ব্রিকসে যোগ দিতে আগ্রহী তুরস্ক

ফোন ওঠাতে গিয়ে দুই পাথরের মাঝে উল্টো হয়ে আটকা পড়লেন নারী

ফোন ওঠাতে গিয়ে দুই পাথরের মাঝে উল্টো হয়ে আটকা পড়লেন নারী

ইরানে পাল্টা হামলায় মার্কিন সমর্থন চায় ইসরাইল

ইরানে পাল্টা হামলায় মার্কিন সমর্থন চায় ইসরাইল

বাংলাদেশ থেকে ১৪০ রোহিঙ্গা নৌকায় করে ইন্দোনেশিয়ায় : ৩ জনের মৃত্যু

বাংলাদেশ থেকে ১৪০ রোহিঙ্গা নৌকায় করে ইন্দোনেশিয়ায় : ৩ জনের মৃত্যু

সরকারি কর্মীদের সম্পত্তির হিসাব চেয়ে চ্যালেঞ্জের মুখে যোগী

সরকারি কর্মীদের সম্পত্তির হিসাব চেয়ে চ্যালেঞ্জের মুখে যোগী

রাশিয়ায় ৩ হাজার সৈন্য পাঠিয়েছে উ. কোরিয়া

রাশিয়ায় ৩ হাজার সৈন্য পাঠিয়েছে উ. কোরিয়া

ট্রাম্প ‘বয়স্ক ও পাগলাটে’ : বারাক ওবামা

ট্রাম্প ‘বয়স্ক ও পাগলাটে’ : বারাক ওবামা

গণহত্যাকারী লুটেরা ও দুর্নীতিবাজদের রাজনীতি এবং নির্বাচনে অযোগ্য ঘোষণা করুন কালো টাকা ও পেশীশক্তি রোধে পিআর পদ্ধতিতে নির্বাচন দিন -মুফতী সৈয়দ ফয়জুল করীম

গণহত্যাকারী লুটেরা ও দুর্নীতিবাজদের রাজনীতি এবং নির্বাচনে অযোগ্য ঘোষণা করুন কালো টাকা ও পেশীশক্তি রোধে পিআর পদ্ধতিতে নির্বাচন দিন -মুফতী সৈয়দ ফয়জুল করীম

প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করছে যুক্তরাজ্য ও জার্মানি

প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করছে যুক্তরাজ্য ও জার্মানি

আইএসের ইরাক শাখার প্রধান নেতা নিহত

আইএসের ইরাক শাখার প্রধান নেতা নিহত

সিদ্ধ চালের রফতানি শুল্ক তুলে নিল ভারত

সিদ্ধ চালের রফতানি শুল্ক তুলে নিল ভারত