তুলসী গ্যাবার্ডের আপত্তিকর ও নিন্দনীয় মন্তব্য
১৯ মার্চ ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৯ মার্চ ২০২৫, ১২:০৩ এএম

তিন দিনের ভারত সফরে রয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। এ সফরকালে তিনি গত সোমবার এনডিটিভি-কে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ‘নিপীড়ন ও হত্যা’ করা হচ্ছে এবং ‘ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকির’ মধ্যে ইসলামি খেলাফতের মতাদর্শে দেশ শাসন করার ‘আদর্শ ও উদ্দেশ্য নিহিত’ আছে। বাংলাদেশকে নিয়ে তুলসী গ্যাবার্ডের এ মন্তব্য অত্যন্ত আপত্তিকর এবং নিন্দনীয়। তিনি ভারতে বসে ভারত যেভাবে প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করছে, ঠিক সেভাবেই তুলসী গ্যাবার্ড মন্তব্য করেছেন। তিনি যেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান নন, ভারতের মুখপাত্রের মতো কথা বলেছেন। এটাও প্রতীয়মান হয়েছে, ভারত তার কাছ থেকে যে ধরনের কথা শুনতে চেয়েছে, তিনি সে ধরনের কথাই বলেছেন। এটা বাংলাদেশ সম্পর্কে তার সঠিক তথ্য না জানা এবং অজ্ঞতার শামিল। সঙ্গত কারণেই বাংলাদেশ সরকার তার মন্তেব্যের তীব্র প্রতিবাদ করবে এবং করেছেও। গত সোমবার রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, তুলসী গ্যাবার্ডের মন্তব্য ‘বিভ্রান্তিকর’ এবং ‘বাংলাদেশের সুনাম ও ভাবমর্যাদার জন্য ক্ষতিকর’। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। গ্যাবার্ডের মন্তব্য সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি, বরং পুরো জাতিকে মোটা দাগে ও অযৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে। বিবৃতিতে বাংলাদেশকে ‘ইসলামি খেলাফতের সঙ্গে যুক্ত করার যেকোনো প্রচেষ্টার’ তীব্র নিন্দা জানানো হয়েছে। গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশকে ইসলামি খেলাফতের সাথে ভিত্তিহীনভাবে যুক্ত করার অর্থ হচ্ছে, বাংলাদেশের জনগণ, বিশ্বজুড়ে তাদের বন্ধু এবং অংশীদারদের কঠোর পরিশ্রমকে ছোট করে দেখা, যারা কিনা শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমরা তুলসী গ্যাবার্ডের অযাচিত ও অর্বাচীনসুলভ মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।
ডোনাল্ড ট্রাম্প ভারতীয় বংশদ্ভুত তুলসী গ্যাবার্ডকে যখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নাম ঘোষণা করেছিলেন, তখন থেকেই বিশ্লেষকরা ধারণা করেছিলেন, এতে ভারত অত্যন্ত খুশি হবে এবং তাকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পারপার্স সার্ভ করা যাবে। বাস্তবেও তাই হয়েছে। গোয়েন্দা প্রধান হওয়ার পর ভারত সফরে এসেই অনুমিতভাবেই তিনি বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন। ভারত সরকার ও গোদি মিডিয়া স্বাভাবিকভাবেই তুলসী গ্যাবার্ডের মুখ থেকে বাংলাদেশ নিয়ে তারা যে ধরনের বিষোদগারপূর্ণ বক্তব্য দিয়ে থাকে, সে ধরনের বক্তব্য ও মন্তব্য করাবে। তিনিও তোতা পাখির মতো শেখানো বুলি আওড়েছেন। অথচ তুলসী গ্যাবার্ড যখন বাংলাদেশ নিয়ে মন্তব্য করেন, তখন ভারতেই সাম্প্রদায়িক দাঙা লাগানোর মতো ঘটনা ঘটেছে। গত সোমবার ভারতের মহারাষ্ট্রের নাগপুরে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং পার্টি মুঘল স¤্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে বিক্ষোভ করে এবং সমাধির কুশপুত্তলিকা পুড়িয়ে দেয়। এছাড়া এই ভারতেই মুসলমানদের ঐতিহাসিক স্থাপনা থেকে শুরু করে বাবরি মসজিদসহ অসংখ্য মসজিদ গুড়িয়ে দেয়া হয়েছে। মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্যকে রাষ্ট্রীয়ভাবে মুছে ফেলার কার্যক্রম চালাচ্ছে। মুসলমানদের নিপীড়িত ও নির্যাতিত হওয়ার ঘটনা সেখানে নিত্যদিনের বিষয়ে পরিণত হয়েছে। তুলসী গ্যাবার্ড কি বিশ্ব মিডিয়ায় প্রকাশিত এসব তথ্য জানেন না? যে ভারতে বসে তিনি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও উগ্রবাদ নিয়ে মন্তব্য করেছেন, সে ভারতেরই সরকারে উগ্রবাদী হিসেবে পরিচিত। শুধু তাই নয়, তিনি যেদিন বাংলাদেশ নিয়ে উপরোক্ত মন্তব্য করেছেন, সেদিনই যুদ্ধবিরতি উপেক্ষা করে পবিত্র রমজানে গাজার বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়ে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল ২৩২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের অধিকাংশই শিশু। এই সন্ত্রাসী রাষ্ট্রের ব্যাপারে তুলসী গ্যাবার্ডের কোনো মন্তব্য নেই। ইসরাইলের মানবতাবিরোধী ও সন্ত্রাসবাদ নিয়ে তার কোনো কথা নেই কেন? অথচ তিনি ভারতে এসেই কোনো তথ্য প্রমাণ ছাড়া বাংলাদেশ নিয়ে হুট করে মন্তব্য করে বসলেন। অথচ এই ভারতের মদদেই বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য ইসকনকে দিয়ে সন্ত্রাসী কর্মকা- চালিয়েছিল। ইসকনের সদস্যরা একজন আইনজীবীকে হত্যা করেছে। এছাড়া পতিত ফ্যাসিস্ট হাসিনার দোসরদের দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিপাকে ফেলার জন্য আনসার বিদ্রোহ থেকে শুরু করে সংখ্যালঘু নির্যাতন কার্ড এই ভারতই খেলেছে। সরকার প্রত্যেক ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিয়েছে। এমনকি, গণঅভ্যুত্থানের পর হিন্দুদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির রাত জেগে পাহারা দিয়েছে সাধারণ মানুষ, মসজিদের ইমাম, মাদরাসার ছাত্ররা। এমন সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত আজ পর্যন্ত ভারত কি দেখাতে পেরেছে? পারেনি। ইতোমেধ্য খেলাফতের নামে যে স্বল্প তৎপরতা পরিলক্ষিত হয়েছে, তার পেছনেও ভারতের হাত রয়েছে বলে বিশ্লেষকরা বলেছেন। ভারত পতিত আওয়ামী নেতাকর্মীদের দিয়ে এ ঘটনা ঘটাচ্ছে। খেলাফতের নামে যেভাবে যুক্তরাষ্ট্র আইএস প্রতিষ্ঠা করে ইসলামোফোবিয়া কন্টিনিউ করতে চেয়েছিল, একইভাবে ভারতও বাংলাদেশে এ ধরনের অপতৎপরতায় ইন্ধন দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির গোয়েন্দা প্রধান হিসেবে তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সম্পর্কে যে ভালভাবে স্টাডি করেননি, তা তার এই বালখিল্যপূর্ণ ও অজ্ঞতাপ্রসূত মন্তব্য থেকেই বোঝা যায়। এটা কোনো দায়িত্বশীল ও ক-জ্ঞান সম্পন্ন ব্যক্তির কাজ হতে পারে না। তার এ মন্তব্য থেকে স্পষ্টতই বোঝা যায়, ভারত তাকে যেভাবে বলেছে বা বলে দিয়েছে, তিনি তাই বলেছেন। তার জানা উচিৎ, বিশ্বে বাংলাদেশ অন্যন্য সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশে কাজ করে যাওয়া তার দেশের রাষ্ট্রদূতরাও বারবার এ কথা বলে গেছেন। বাংলাদেশের সম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস হাজার বছরের। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক সহবস্থান নিয়ে বসবাস করছে। একজনের বিপদে আরেকজন এগিয়ে আসে। যেকোনো দেশের বিরুদ্ধে মন্তব্য করার আগে সে দেশ সম্পর্কে জেনে মন্তব্য করা দায়িত্বশীল ব্যক্তির কাজ। তুলসী গ্যাবার্ড এ কাজটি করেননি। কোনো ধরনের তথ্যজ্ঞান ছাড়া এ ধরনের মন্তব্য ব্যক্তিগত বিদ্বেষের বিহঃপ্রকাশ ছাড়া কিছু নয়।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী মৃত্যু

ড. ইউনূস-মোদির বৈঠকে ‘আশার আলো’ দেখছেন মির্জা ফখরুল

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক গ্রেফতার

তারেক রহমানের মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে কেন্দ্রীয় যুবদল নেতা

ড. ইউনূসকে ‘বস’ ডেকে যা বললেন উপদেষ্টা আসিফ

গণপিটুনিতে নিহত খুনে অভিযুক্ত, বাঁচাতে যেয়ে আহত ৬ পুলিশ

চিকেন’স নেক নিয়ে আতঙ্কে ভারত, নিরাপত্তা জোরদার

মরহুম আতাহার হোসেন স্মৃতি আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা

ড. ইউনূসের সঙ্গে মোদির বৈঠক প্রয়োজন ছিল : মির্জা আব্বাস

জকিগঞ্জে অটোরিকশা চালককে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

বিএনপি কারো উপর নির্যাতন করতে চায় না' : শামা ওবায়েদ

ইশার নামাজের সাথে সাথে বিতির নামাজ না পড়া প্রসঙ্গে?

থাইল্যান্ড থেকে দেশের উদ্দেশে রওনা হলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে: আবদুল হালিম

মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদ বিভ্রান্তিকর

প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

কারো চোখ রাঙানী আর মেনে নেয়া হবে না-সারজিস আলম

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার কানাডার অধিনায়ক

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে -আমান উল্লাহ আমান

ফটিকছড়িতে ভাইয়ের হাতে ভাই খুন, লাইফ সাপোর্টে মা