নিউইয়র্ক টাইমসের বিভ্রান্তিকর প্রতিবেদন
০৩ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সারির পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমসে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী অর্ন্তবর্তী সরকারের সময়কে অত্যন্ত ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ১ এপ্রিলে মূদ্রিত আকারে প্রকাশিত হওয়ার আগেই প্রতিবেদনটি বাংলাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ‘অ্যাজ বাংলাদেশ রিইনভেন্টস ইটসেল্ফ, ইসলামিস্ট হার্ডলাইনারস সি অ্যান ওপেনিং’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটিতে অর্ন্তবর্তী সরকারের আমলে বাংলাদেশে কথিত ইসলামি মৌলবাদের উত্থানের চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এ জন্য প্রতিবেদনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে বাংলাদেশের পরিবর্তিত সমাজচিত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে । শিরোনামের ইন্ট্রোতে বাংলাদেশে এক ধরণের রাজনৈতিক শুন্যতার সুযোগে ধর্মীয় সংরক্ষণবাদের উত্থানের ক্রান্তিকাল হিসেবে বর্ননা করা হয়েছে। প্রতিবেদনের প্রচ্ছদে পবিত্র রমজান মাসে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইফতারের জন্য অপেক্ষমান মুসল্লিদের ছবি ব্যবহার করা হয়েছে। রমজান মাসের সিয়াম সাধনা ইসলামের অন্যতম স্তম্ভ। আর মুসলিম বিশ্বের দেশে দেশে সিয়াম সাধনায় সেহেরি-ইফতারির এক স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে উঠেছে। বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররমে গণইফতারের আয়োজন দীর্ঘদিনের। বিগত সরকারের সময়ও তা অব্যাহত ছিল। কিন্তু বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতাকে খন্ডিত ও বিকৃতভাবে উপস্থাপনের মধ্য দিয়ে এখানে মৌলবাদ-জঙ্গিবাদের উত্থানের প্রয়াস হিসেবে দেখানোর জন্য নিউইয়র্ক টাইমসের মত পত্রিকার এহেন একপাক্ষিক ও বিভ্রান্তিকর প্রতিবেদন বাংলাদেশ সম্পর্কে বিশ্বের কাছে বিভ্রান্তিকর ভুল বার্তা দিতে পারে। এ কারণেই অর্ন্তবর্তী সরকারের প্রেস উইংয়ের তরফ থেকে নিউইয়র্ক টাইমসের আলোচিত প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এ প্রতিবেদনের মতলববাজিকে ঘৃণাভরে প্রত্যাখান করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত প্রতিবেদনে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর ও একপক্ষীয়’ বলে উল্লেখ করা হয়েছে। নিউইয়র্ক টাইমসের নিবন্ধের শুরু থেকে শেষ পর্যন্ত যে সব খন্ডচিত্র তুলে ধরা হয়েছে, সেখানে বাংলাদেশের প্রকৃত বাস্তবতাকে অগ্রাহ্য করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নারী অধিকার ও সুরক্ষার বিষয়ে বর্তমান সরকারের সময়ে সংঘটিত কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে উপজীব্য করে নিউইয়র্ক টাইমস যে চিত্র অঙ্কন করতে চেয়েছে তার বিপরীতে প্রেস উইংয়ের প্রতিবেদেনে বলা হয়েছে, দুই হাজারের বেশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে নারীদের ব্যাপক সফল অংশগ্রহণের রেকর্ডকে অগ্রাহ্য করে মেয়েদের একটি ফুটবল ম্যাচের বিচ্ছিন্ন ঘটনাকে তুলে ধরার পেছনে বাংলাদেশবিরোধী শক্তির কুশীলবদের অপপ্রচার ভিন্ন এজেন্ডার ধারণাই স্পষ্ট হয়ে ওঠে। যেখানে ২০২৫ সালের যুব উৎসবে সারাদেশ থেকে ২৭ লাখ মেয়ে অংশগ্রহণ করেছে, সেখানে মেয়েদের একটি ফুটবল ম্যাচের ঘটনাকে তুলে এনে প্রতিবেদনে বাংলাদেশের প্রকৃত চিত্রকে আড়াল করার চেষ্টা করা হয়েছে। এ ধরণের প্রতিবেদন নিউইয়র্ক টাইমসের দীর্ঘদিনের সুনাম, গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতার নীতিকেই প্রশ্নবিদ্ধ করবে।
বাংলাদেশে দেড় দশকের বেশি সময় ধরে চেপে বসা অগণতান্ত্রিক স্বৈরাচারী রিজিম দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেশে দুর্নীতি ও ক্লেপ্টোক্রেসির রাজত্ব কায়েম করেছিল। সে অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে দেশের ছাত্র-জনতা রাজপথে কঠোর আন্দোলনে জীবন দিয়ে একটি নতুন সম্ভাবনাময় বাংলাদেশের পথকে সুগম করতে সক্ষম হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সমাজচিত্র ও অর্ন্তবর্তী সরকারের কর্মকান্ড সম্পর্কে সমন্বিত ডিজইনফরমেশন ক্যাম্পেইন শুরু করে। সংখ্যালঘু নির্যাতনের কথিত প্রচারণাসহ প্রকৃত অবস্থার সাথে কোনো মিল না থাকায় সে সব মিথ্যা প্রচারণা হালে পানি পায়নি। সে সব অপপ্রয়াস ব্যর্থ হয়েছে। এখন নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ভারতীয় হিন্দুত্ববাদী মিডিয়ার বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা ও ন্যারেটিভের প্রতিফলন দেখা গেল। ভারতীয় মিডিয়া বাংলাদেশে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও হিন্দু-মুসলমানের শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্যকে বিনষ্ট করে এখানে একটি সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির চেষ্টা অব্যাহত রেখেছে। ভারতীয় ন্যারেটিভের ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড সম্প্রতি ভারত সফরে এসে বাংলাদেশ সম্পর্কে যে বিভ্রান্তিকর মন্তব্য করেছিলেন, তারও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের চীন সফরের সময় নিউইয়র্ক টাইমস বাংলাদেশ সম্পর্কে যে বিভ্রান্তিকর মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে, তা হয়তো ভূরাজনৈতিক এজেন্ডাকে সামনে রেখে একটি ইন্দো-মার্কিন ষড়যন্ত্রের অংশ। এ ষড়যন্ত্র শুধু ড. ইউনূস বা অর্ন্তবর্তী সরকারের বিরুদ্ধে নয়, বাংলাদেশের বিরুদ্ধে। তবে এ ধরণের ভিত্তিহীন অপপ্রচার আদতে কোনো কাজে আসেনা। পক্ষান্তরে ভারতের অভ্যন্তরে সাম্প্রদায়িক নিপীড়নের ভয়াবহ চিত্র প্রতিদিন বেরিয়ে আসছে। ইসলামোফোবিক এজেন্ডায় মধ্যপ্রাচ্যের দেশ ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন ও গাজায় যে ধ্বংসযজ্ঞ, গণহত্যা চালানো হয়েছে, তার দায় থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো মুক্তি নেই। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত বরং নিজ নিজ দেশের রেসিজম তথা উগ্রবর্ণবাদী সন্ত্রাস থেকে দেশের শান্তিকামী মানুষকে রক্ষার কার্যকর উদ্যোগ গ্রহণ করুক। যে যত উস্কানিমূলক নিবন্ধ ও অপ্রপচারে মশগুল হোক, বাংলাদেশ তার সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ধারণ করে আধুনিক প্রগতিশীল গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবে। বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে কোনো বিরোধ নেই। সবকিছু ধারণ করেই বাংলাদেশ সামনে এগিয়ে যেতে চায়।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক গ্রেফতার

তারেক রহমানের মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে কেন্দ্রীয় যুবদল নেতা

ড. ইউনূসকে ‘বস’ ডেকে যা বললেন উপদেষ্টা আসিফ

গণপিটুনিতে নিহত খুনে অভিযুক্ত, বাঁচাতে যেয়ে আহত ৬ পুলিশ

চিকেন’স নেক নিয়ে আতঙ্কে ভারত, নিরাপত্তা জোরদার

মরহুম আতাহার হোসেন স্মৃতি আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা

ড. ইউনূসের সঙ্গে মোদির বৈঠক প্রয়োজন ছিল : মির্জা আব্বাস

জকিগঞ্জে অটোরিকশা চালককে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

বিএনপি কারো উপর নির্যাতন করতে চায় না' : শামা ওবায়েদ

ইশার নামাজের সাথে সাথে বিতির নামাজ না পড়া প্রসঙ্গে?

থাইল্যান্ড থেকে দেশের উদ্দেশে রওনা হলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে: আবদুল হালিম

মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদ বিভ্রান্তিকর

প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

কারো চোখ রাঙানী আর মেনে নেয়া হবে না-সারজিস আলম

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার কানাডার অধিনায়ক

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে -আমান উল্লাহ আমান

ফটিকছড়িতে ভাইয়ের হাতে ভাই খুন, লাইফ সাপোর্টে মা

ট্রাম্পকে ৭ লাখ ৪১ হাজার ডলার জরিমানা করলেন লন্ডনের হাইকোর্ট

ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ফেসবুক পোস্টে যা বললেন মোদি