হাফিজ আহমেদ মজুমদার : যার তুলনা তিনি নিজে

Daily Inqilab আফতাব চৌধুরী

২৯ মার্চ ২০২৪, ১২:৩৩ এএম | আপডেট: ২৯ মার্চ ২০২৪, ১২:৩৩ এএম

ঐতিহ্যবাহী স্কলার্সহোমের বেশ ক’টি শাখা ছাড়াও অসংখ্য শিক্ষা, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক হাফিজ মজুমদার বহুমুখী প্রতিভার অধিকারী। বিশাল মনের মানুষ। জন্ম ১৯৩৩ সালের ২৯ মার্চ অবিভক্ত ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জে। ছাত্রজীবন থেকেই তিনি অসাধারণ মেধাবী, তাঁর চাল-চলন, আচার-আচরণ সবই চোখে পড়ার মতো। ছোটকাল থেকেই ছিলেন আচরণে বিনয়ী, ন¤্র, ভদ্র, মার্জিত ও ভদ্রলোকের প্রতিকৃতি। তিনি একজন উঁচু মাপের মানুষ, ব্যবসায়ী, শিল্পপতি, সমাজসেবক। শিক্ষানুরাগী হিসাবে তাঁর খ্যাতি শুধু দেশে নয়, বলতে হয় বিশ্বব্যাপী। তিনি যে স্বাধীনচেতা কঠোর পরিশ্রমী ও দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তাঁর সততা, অধ্যবসায়, আত্মপ্রত্যয়, সিদ্ধান্তে স্থিরতা সকল মহলেই প্রশংসিত।

অসাধারণ মেধাবী মা-বাবার ভীষণ ভক্ত হাফিজ মজুমদার দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে ব্যবসাতে মনোনিবেশ করেন। তিনি বলেন, আমাদের নবী করিম (সা.) সৎ জীবন-যাপনের জন্য ব্যবসাকেই প্রাধান্য দিতেন। ‘আমি তাঁর আদর্শে অনুপ্রাণিত একজন মানুষ, ব্যবসা দিয়েই আমি ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবো’। হ্যাঁ, তাঁর এ কথা সত্যে পরিণত হয়েছে। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী রয়েছে তাঁর ব্যাপক পরিচিতি। একজন শিল্পপতি, শিক্ষানুরাগী, পরোপকারী, সমাজসেবী এবং সফল রাজনীতিবিদ হিসাবে তাঁর তুলনা শুধু তিনি নিজেই। হাফিজ মজুমদার আমার নিকট অত্যন্ত বরণীয় ব্যক্তিত্ব, যাকে আমি ভীষণ সম্মান ও শ্রদ্ধা করি। বিশেষ করে, শিক্ষাবিস্তারে ও মান উন্নয়নে তিনি যে অবদান রেখে চলেছেন আমি গেল ১০ ফেব্রæয়ারি জকিগঞ্জে তাঁর প্রতিষ্ঠান ‘হাফিজ মজুমদার এডুকেশন ট্রাস্ট’ কর্তৃক আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুধাবন করতে সক্ষম হয়েছি। আমি মনে করি, সে দিনের এ অনুষ্ঠান আমাকে হাফিজ মজুমদার, তাঁর প্রতিষ্ঠিত ট্রাস্ট এবং শিক্ষানীতি সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছে। গ্রামের স্কুলের নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের বিতর্ক প্রতিযোগিতা উপস্থিত হাজারো দর্শককে দিয়েছে আনন্দ ও উৎসাহ। অনুপ্রাণিত হয়েছেন ছাত্রছাত্রী, অবিভাবক ও শিক্ষক মন্ডলী। দু’ পক্ষের ছাত্রীদের নির্ধারিত বিষয়ে বক্তব্য উপস্থাপন ও অঙ্গভঙ্গি ছিল চোখে পড়ার মতো। অসাধারণ। উপস্থিত ছাত্রছাত্রী সুধীবৃন্দের মুহুর্মুহু করতালি প্রতিযোগীদের উৎসাহিত, অনুপ্রাণিত করেছে। আমার একান্ত বিশ্বাস, ভবিষ্যতে গ্রামের এসব শিক্ষার্থী জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বিজয় লাভ করে শিক্ষানুরাগী হাফিজ মজুমদার এবং তাদের মা-বাবাসহ আমাদের মুখ উজ্জ্বল করতে সক্ষম হবে, উপকৃত হবে নিজেরাও।

হাফিজ শুধু জকিগঞ্জ, কানাইঘাট বা সিলেট জেলায় নয় সারাদেশে শিক্ষা বিস্তার ও তার মান উন্নয়নে তিনি অবিরাম কাজ করে যাচ্ছেন। এ উদ্দেশ্য সামনে রেখে তিনি ১৯৮৫ সালে প্রতিষ্ঠা করেন ‘হাফিজ মজুমদার এডুকেশন ট্রাস্ট’ ও ২০০৩ সালে সিলেট কেন্দ্রিক ‘হাফিজ মজুমদার ট্রাস্ট’ এ সব ট্রাষ্ট এর মাধ্যমে তিনি একে একে প্রতিষ্ঠা করেন-হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজ, ওয়াজিদ আলী মজুমদার সেকেন্ডারী স্কুল, হাফিজ মজুমদার বিদ্যানিকেতন, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন, এমদাদ মজুমদার বিদ্যানিকেতন, এম.আর মজুমদার বিদ্যানিকেতন, শায়লা স্মৃতি হসপিটাল। এখানেই শেষ নয়, তাঁর সহযোগিতায় গড়ে উঠেছে লায়ন্স শিশু হাসপাতাল, ইউসেফ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল এবং প্রতিভা নিবাস। তাঁরই উদ্যোগে এবং অর্থায়নে সিলেট হার্ট ফাউন্ডেশন, ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজ, পুলিশ ল্যাইনসে বিরাটাকার অডিটরিয়াম ভবন নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন সম্ভব হয়েছে। এ ছাড়াও রয়েছে অসংখ্য প্রতিষ্ঠান যেখানে তিনি দান করে চলেছেন অকাতরে।

রাজনীতিবিদ হাফিজ আহমেদ মজুমদার জকিগঞ্জ, কানাইঘাট এলাকা থেকে ৩ বার জাতীয় সংসদে বিপুল ভোটে সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি এলাকার উন্নয়নে জাতীয় সংসদে বিশেষ ভূমিকা রাখেন, এলাকার উন্নয়নে তিনি বিস্তর কাজও করেন। দেশের রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি, ব্যবসা-বাণিজ্য-সাংবাদিকতা শিক্ষকতা-চিকিৎসাসেবা-আইনপেশা প্রতিটি ক্ষেত্রে মূল্যবোধের অবক্ষয় ঘটছে, এ সময়ে ঘুণেধরা এ সমাজ-দেশে হাফিজ মজুমদার এর মতো লোকগুলো এমন কিছু চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ-লালন করেন যা তাঁদের প্রতি সর্বজনের আকর্ষণ বাড়ায়, শ্রদ্ধা জাগায়। এ গুণের কারণে সংস্কৃতি ও সাহিত্যসেবীদের কাছেও হাফিজ মজুমদার প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তাঁর সাথে দেখা-সাক্ষাতে আলাপে ভিতরে-বাইরে, এক পরিশুদ্ধ মনের মানুষের সান্নিধ্য লাভের পুলক অনুভব করি আমি, সৃষ্টি করেন বন্ধুত্বের পরিবেশ, ঘুচে যায় বয়সের ব্যবধান, মত প্রকাশের অপূর্ব স্বাধীনতা, সুযোগ ঘটে তাঁকে কাছ থেকে দেখার, লাভ করি এগিয়ে চলার ইতিবাচক অনুপ্রেরণা।

সদা হাসি-খুশির মানুষ হাফিজ আহমেদ মজুমদার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ দু’টি পদে অধিষ্ঠিত থেকে তিনি কাজ করেছেন সমাজ, দেশ ও জাতির কল্যাণে। দীর্ঘদিন থেকে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ জনহিতকর বিভিন্ন প্রতিষ্ঠানে অকৃপণ হাতে অনুদান দিয়ে আসছেন, যার উজ্জ্বল নিদর্শন ন্যাশন্যাল হার্ট ফাউন্ডেশন, সিলেট ডায়াবেটিক হাসপাতাল, ল্যায়েন্স শিশু হাসপাতাল নামক সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান। আমার বিশ্বাস, স্কলার্স হোম নামক শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাঁর জীবনের সবচেয়ে বড় অর্জন। এ সব প্রতিষ্ঠানে পড়ালেখা করে হাজারো ছাত্রছাত্রী দেশেতো বটেই বিদেশে গিয়েও উচ্চতর ডিগ্রি নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছেন। একজন দেশপ্রেমিক সৎ নাগরিক হিসাবে সবসময় চিন্তা করেন কীভাবে দেশের তরুণ সমাজকে আধুনিক চিন্তা চেতনার সমন্বয় করে উপযুক্ত শিক্ষা প্রদান করা যায়। ইংরেজি মাধ্যমে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে তিনি প্রকৃতিকন্যা জাফলং-এ একটি বিশেষ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপন করেন।

কীর্তিমান মানুষের কর্মবহুল জীবন দেশ, জাতির জন্য বিরাট আদর্শ ও অনুপ্রেরণার উৎস। তাঁরা তাদের কীর্তির মধ্য দিয়ে চিরঞ্জিব হয়েই থাকেন। হাফিজ মজুমদার এমনই একজন সর্বত্যাগী কৃর্তীপুরুষ, যাকে নিয়ে জাতি-ধর্ম নির্বিশেষে আমরা সকলেই গৌরব বোধ করতে পারি। যিনি তাঁর কথা ও কর্মে সমাজের, দেশের সমকালীন সমস্যাগুলোর শুধু প্রতিকারের পথ নির্দেশ দেন না, ভবিষ্যতের দিক নির্দেশনাও দিয়ে থাকেন। তিনি আমাদের অনুপ্রাণিত করে চলেছেন প্রতিটি মহৎ প্রচেষ্টায়।

অসংখ্য শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা সহযোগিতাদানকারী শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হাফিজ মজুমদার বিভিন্ন রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত থেকে এসবের উন্নয়নে নিবিড়ভাবে কাজ করে চলেছেন।

হাফিজ আহমেদ মজুমদার ছোটকাল থেকেই রাজনীতি সচেতন। তিনি দেখেছেন ১৯৫২- এর ভাষা আন্দোলন, প্রত্যক্ষ অংশ নিয়েছেন ১৯৬২-র শিক্ষা আন্দোলনে। রাজনীতির ক্রমবিকাশ তিনি নিজের তরুণ বয়স থেকেই আত্মস্থ করেছেন। ফলে দেখেছেন, শিখেছেন বাঙালির জাতীয়তাবাদী সংগ্রাম এবং দেখেছেন ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধকে। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে একাত্তর তাঁর জীবন চেতনার প্রত্যক্ষ অংশ।

লেখক: প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইবিতে গুচ্ছভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

ইবিতে গুচ্ছভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

শ্রুতিলেখকের মাধ্যমে ভর্তি যুদ্ধে অংশ নিলেন শারীরিক প্রতিবন্ধী আদনানুজ্জামান

শ্রুতিলেখকের মাধ্যমে ভর্তি যুদ্ধে অংশ নিলেন শারীরিক প্রতিবন্ধী আদনানুজ্জামান

দেশরক্ষায় বৃক্ষরোপণ করবে ছাত্রদল

দেশরক্ষায় বৃক্ষরোপণ করবে ছাত্রদল

ডিএনসিসিতে বসার ব্যবস্থা নেই চীফ হিট অফিসারের, পায়না বেতনও

ডিএনসিসিতে বসার ব্যবস্থা নেই চীফ হিট অফিসারের, পায়না বেতনও

হেলিকপ্টারে বসতে গিয়ে আঘাত পেলেন মমতা

হেলিকপ্টারে বসতে গিয়ে আঘাত পেলেন মমতা

মতলবে বৃষ্টি চেয়ে ‘ইসতিসকার’ নামাজে   মুসল্লীদের বিশেষ দোয়া

মতলবে বৃষ্টি চেয়ে ‘ইসতিসকার’ নামাজে  মুসল্লীদের বিশেষ দোয়া

ব্রাজিলে আশ্রয়কেন্দ্রে আগুন, নিহত ১০

ব্রাজিলে আশ্রয়কেন্দ্রে আগুন, নিহত ১০

সাতক্ষীরায় ক্যামিকালে পাকানো দশ মন আম ভ্রমমাণ আদালতে বিনষ্ট

সাতক্ষীরায় ক্যামিকালে পাকানো দশ মন আম ভ্রমমাণ আদালতে বিনষ্ট

আনোয়ারা হাসপাতালে সাবেক ভূমিমন্ত্রীর ৩০ কেবি জেনারেটর হস্তান্তর

আনোয়ারা হাসপাতালে সাবেক ভূমিমন্ত্রীর ৩০ কেবি জেনারেটর হস্তান্তর

মানিকগঞ্জে ইমামদের উদ্যোগে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত

মানিকগঞ্জে ইমামদের উদ্যোগে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সন্তানসহ মায়ের মৃত্যু

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সন্তানসহ মায়ের মৃত্যু

হরিরামপুরে দলীয় বহিষ্কারাদেশ মাথায় নিয়েই নির্বাচনী মাঠে সরব বিএনপির দুই নেতা

হরিরামপুরে দলীয় বহিষ্কারাদেশ মাথায় নিয়েই নির্বাচনী মাঠে সরব বিএনপির দুই নেতা

তিন দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি চালু, সেই সাথে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সবধরণের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক

তিন দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি চালু, সেই সাথে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সবধরণের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক

মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও উত্তরায় কিশোর গ্যাং বেশি: ডিএমপি কমিশনার

মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও উত্তরায় কিশোর গ্যাং বেশি: ডিএমপি কমিশনার

“মধুখালীতে প্রশাসনের ব্যর্থতা ঢাকতে আসামি ধরতে পুরস্কার ঘোষণায় কাজ হয়নি”

“মধুখালীতে প্রশাসনের ব্যর্থতা ঢাকতে আসামি ধরতে পুরস্কার ঘোষণায় কাজ হয়নি”

যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল : হামাস

যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল : হামাস

শেরপুর ৬ বিএনপির প্রার্থীকে বহিষ্কার!

শেরপুর ৬ বিএনপির প্রার্থীকে বহিষ্কার!

পুড়ছে শেরপুর গারো পাহাড়! সামাল দিতে বন বিভাগ জনবল সংকটে নিরুপায়!

পুড়ছে শেরপুর গারো পাহাড়! সামাল দিতে বন বিভাগ জনবল সংকটে নিরুপায়!

যানজটে ছবি কেন্দ্রে পৌঁছাতে শিক্ষার্থীদের ভোগান্তি

যানজটে ছবি কেন্দ্রে পৌঁছাতে শিক্ষার্থীদের ভোগান্তি

কোটি টাকার মাদক আইসসহ সংগীত শিল্পী রিবেল গ্রেপ্তার

কোটি টাকার মাদক আইসসহ সংগীত শিল্পী রিবেল গ্রেপ্তার