গ্যাংস্টারের হুমকি, রাতারাতি নিরাপত্তা বাড়ানো হল সালমান খানের
২০ মার্চ ২০২৩, ১২:০৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২৩ পিএম

বারবার হুমকি চিঠি পাচ্ছেন বলিউডের দাবাং অভিনেতা সালমান খান। তবে এবার যেটা পেয়েছেন তাতে সরাসরি তাকে প্রাণে মারার হুমকি দেয়া না হলেও ঝটকা দেয়ার কথা উল্লেখ করা হয়েছে। আর সেই ঝটকা ঠিক কেমন সে বিষয়ে না গিয়ে পুলিশ সল্লু মিঞার নিরাপত্তা বাড়িয়ে দিলেন। প্রসঙ্গত, শনিবার রাতে সালমান খান তার অফিসিয়াল ই-মেলে এ হুমকি চিঠি পান। এরপরই এই নিয়ে ব্রান্দ্রা পুলিশের কাছে এফআইআর দায়ের করার পরই অভিনেতার বাড়ি গ্যালাক্সিতে পুলিশি নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়। রবিবার রাতভর চলে পুলিশের টহলদারি।
এ ইমেল পাঠানো হয় মোহিত গর্গ নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে। ইমেলটি যে সরাসরি সালমান পড়বেন না, তা বুঝেই লেখা হয়েছে। ইমেলে প্রেরক যা লিখেছেন তার আক্ষরিক অনুবাদ করলে দাঁড়ায়, ‘গোল্ডি ভাই (গোল্ডি ব্রার) কথা বলতে চায় তোর বস সালমানের সঙ্গে। কিছু হিসাব চোকাতে হবে। কথা বলিয়ে দিস। কথা হবে মুখোমুখি। সেটা বলে দিস। এখনও হাতে সময় আছে। তাই মনে করিয়ে দিলাম। সময় পেরিয়ে গেলে আর মনে করাবো না। তখন শুধু ঝটকা দেব।’ যদিও সেই ঝটকা কেমন হবে তার কোনও আভাস পাওয়া যায়নি।
এরপরই সালমানের ম্যানেজার প্রশান্ত গুঞ্জলকর বান্দ্রা পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। এই ঘটনাকে গুরুত্ব দিয়ে এবং সালমান খানের নিরাপত্তাকে মাথায় রেখে বান্দ্রা পুলিশের পক্ষ থেকে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (২), ১২০ (বি) ও ৩৪ ধারায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার ও রোহিত ব্রারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর পাশাপাশি অভিনেতার বাড়ির বাইরের পাহারা বাড়িয়ে দেয়া হয়। রোববার গোটা রাত জুড়ে সালমান খানের গ্যালাক্সির বাইরে পুলিশকে নিরাপত্তা দিতে দেখা গিয়েছে।
তবে এই প্রথমবার সালমান খান হুমকি চিঠি পেয়েছেন এমন নয়। এর আগেও লরেন্স বিষ্ণোই অভিনেতাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। এক পুরনো সাক্ষাৎকারে, জেলে বসেই লরেন্স বিষ্ণোই দাবী করেছিল যে, সালমান খানকে ক্ষমা চাইতে হবে। প্রসঙ্গত, ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন সালমান খান। বিষ্ণোইয়ের দাবী ছিল যে, সালমান যেন গোটা বিষ্ণোই জাতির কাছে ক্ষমা চান। কালো হরিণ হত্যার ঘটনায় অভিযুক্ত সালমানের ওপর লরেন্স বিষ্ণোই ছোট থেকেই রেগে ছিল বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, সিধু মুসেওয়ালা হত্যা মামলায় ইতিমধ্যেই জেলবন্দি লরেন্স। তবে তারপরও হুঙ্কার থামেনি তার। সূত্র: টিওআই।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

১৫ বছর পর বন্ধ হলো বেইজিং এলজিবিটি সেন্টার

সাগরে চীনকে প্রতিরোধে ফিলিপিন্স কৌশলের মূল খেলোয়াড় ভিয়েতনাম

পঙ্গপালের আক্রমণে বিশাল ক্ষতিতে আফগান কৃষকরা

‘পাকিস্তানে আজ নৈরাজ্য, বেকারত্ব সাধারণ ব্যাপার’

চলতি অর্থবছরে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি ০.২৯ শতাংশ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী আজ

কানাডায় ছুরিকাঘাতে শিখ নারী খুন

মশা নিয়ন্ত্রণে ব্যর্থ

সংঘাত নয় শান্তিপূর্ণ সমাধান চাই : প্রধানমন্ত্রী

মার্কিন ভিসা নীতিতে বিএনপির নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেস্তে গেছে

কিসের জাদুতে আমেরিকা থেকে রেমিট্যান্স বাড়ছে

মার্কিন ভিসা নীতি বিএনপির ওপরই বড় চাপ সৃষ্টি করেছে

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জাতিসংঘ বিশেষ প্রতিবেদক শ্যুটারের উদ্বেগ

বাজেটের পর জ্বালানির দাম সমন্বয়

টিভিতে দেখুন

মেয়র তাপসকে গ্রেফতার দাবি

বাফুফেকে পদত্যাগপত্র পাঠালেন ছোটন

নেইমারহীন ব্রাজিলে নতুনের ছড়াছড়ি

লেস্টারের অবনমন টিকে রইল এভারটন

আজ ট্রফির জন্য লড়বে মোহামেডান-আবাহনী