নিরাশা নয়, আল্লাহর রহমতের প্রত্যাশা মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন-১

Daily Inqilab মাওলানা হুজ্জাতুল্লাহ

০৮ এপ্রিল ২০২৫, ১২:১১ এএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২৫, ১২:১১ এএম

ইয়াকুব আলাইহিস সালামের ছিল ১২ জন পুত্র সন্তান। ১০ জন ভিন্ন ভিন্ন ঘরে। আর ইউসুফ ও বিনইয়ামিন নামে দুই ছেলে এক স্ত্রীর ঘরে। এই দুজন ছিল ভাইদের মধ্যে ছোট। নববী দূরদর্শিতার কারণে ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন, আল্লাহ তাআলা ইউসুফের মাধ্যমে বড় কোনো কাজ নেবেন। ইউসুফ একটি বিশেষ স্বপ্ন দেখার পর তিনি এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান। তাই তিনি তার প্রতি একটু বেশি খেয়াল রাখতেন। এই খেয়াল অকারণ দুর্বলতা কিংবা অন্যায় পক্ষপাতবশত ছিল না।

কিন্তু বিষয়টি ছিল তার অন্য সন্তানদের উপলব্ধির ঊর্ধ্বে। তারা ভেবেছিল, অকারণে ইউসুফকে বেশি স্নেহ করা হয়। বস্তুত ইয়াকুব আলাইহিস সালাম যে গভীর ও দূরদৃষ্টি দিয়ে ইউসুফকে দেখছিলেন এবং মূল্যায়ন করছিলেন, সেভাবে মূল্যায়ন করা তাদের পক্ষে সম্ভব ছিল না। কারণ ইয়াকুব আলাইহিস সালামের নববী প্রজ্ঞা তাদের ছিল না। ফলে যা হবার তাই হলো। মানবীয় দুর্বলতার শিকার হয়ে তারা ইউসুফকে হিংসা করতে শুরু করলেন।

হিংসার প্রকাশ ঘটল এভাবে, তারা শলাপরামর্শ করে ইউসুফকে একটি কুয়ায় ফেলে দিলেন। অতঃপর এক মুসাফির দল তাকে কুয়া থেকে উঠিয়ে তাদের আবাসভ‚মি কানআন থেকে বহু দূরে মিসরে নিয়ে গেল। এর পর বহু বছর কেটে গেল। হাতবদল হয়ে ইউসুফ আলাইহিস সালাম মিসরে রাজপদাধিকারী এক বিশিষ্ট ব্যক্তির মালিকানায় চলে গেলেন। নানা ঘাত-প্রতিঘাত সয়ে এবং নানা ঘটনাপ্রবাহ পেরিয়ে অবশেষে একদিন ইউসুফ আলাইহিস সালাম নিজেও মিসরের রাজকোষপ্রধান হয়ে গেলেন।

এদিকে ফিলিস্তিনের কানআনেও বহু বসন্ত পার হয়েছে। ইউসুফের ভাই বিনইয়ামিন এখন বড় হয়ে গেছে। বড় ভাইরা যুবা বয়স পেরিয়ে পৌঢ়ত্বে পা দিয়েছেন। আর ইয়াকুব আলাইহিস সালাম? ইউসুফের বিরহে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে বার্ধক্যে উপনীত হয়েছেন। তখন পৃথিবীর আকাশে হঠাৎ বিপদের ঘনঘটা দেখা গেল। লাগাতার সাত বছর ফসল উৎপন্ন হলো না। ফল-ফসলের অভাবে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিলো।

অথচ এর আগের সাত বছর বিপুল পরিমাণে ফসল হয়েছে। কারো ভাবনায়ও আসেনি, আগামী সাত বছরে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, দেশে দেশে যখন দুর্ভিক্ষের হাহাকার চলছে তখন মিসরের রাজভাÐারে বিপুল পরিমাণ খাদ্যশস্য মজুদ থাকার কথা শোনা যাচ্ছে!

ঘটনা হলো, মিসর রাজ্যের প্রধান একবার এক অদ্ভুত স্বপ্ন দেখেন। সে রাজ্যের জেলখানায় বন্দি থাকা এক যুবক সেই স্বপ্নের ব্যাখ্যা থেকে দুর্ভিক্ষের ইঙ্গিত পেয়ে রাজাকে অবহিত করেন। তার কথায় আশ্বস্ত হয়ে বাদশাহ যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সেই কারাবন্দি যুবককেই তিনি রাজকোষের দায়িত্বশীল বানিয়ে দেন। এই যুবক ছিল ইউসুফ আলাইহিস সালাম। তিনি সাত বছর আগে থেকে খাদ্যশস্য মজুদ করে যথাযথ পন্থায় ফল-ফসল খরচ করার পদক্ষেপ নেন। যথাযথ পন্থায় সঞ্চয় ও পরিমিত খরচের ফলে রাজকোষ এখন খাদ্যশস্যে পরিপূর্ণ।

অন্যান্য রাজ্যের মতো ফিলিস্তিনের কানআনেও দুর্ভিক্ষ দেখা দিলো। কানআনবাসী জানতে পারল, মিসর রাজ্যে বিভিন্ন এলাকার লোকদের রেশন দেয়া হচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম তাই বড় ছেলেদের রেশন নিয়ে আসার জন্য মিসর প্রেরণ করেন। কিন্তু বিনইয়ামিনকে তাদের সঙ্গে পাঠাতে তার মন সায় দেয়নি।

মিসর এসে ছেলেরা রাজকোষপ্রধানের দরবারে হাজির হয়ে রেশন প্রদানের আবেদন করেন। ইউসুফ আলাইহিস সালাম তাদের চিনতে পারলেও তারা তাকে চিনতে পারে না। তিনি পরিচয় গোপন রেখে তাদের রেশন প্রদানের নির্দেশ দিয়ে দেন। কিন্তু শর্তারোপ করেন, এর পরের বার অপর ভাই বিনইয়ামিনকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। শর্তানুযায়ী পরের বার বিনইয়ামিনকে নিয়ে আসা হয়। কিন্তু বাবা হুঁশিয়ার করে দেন, বিনইয়ামিনের সঙ্গে যেন ইউসুফের মতো ঘটনা না ঘটে। তিনি বিনইয়ামিনকে হারাতে চান না।

এদিকে এত বছর পর আপন ভাইকে দেখে ইউসুফ আলাইহিস সালাম আবেগাপ্লæত হয়ে পড়েন। সবার সামনে আবেগ গোপন রাখেন ঠিকই, কিন্তু একটি কৌশল অবলম্বন করে বিনইয়ামিনকে নিজের কাছে রেখে দেন। বাইরে প্রকাশ করেন যে, একটি বিশেষ অপরাধে তাকে বন্দি করা হচ্ছে।

বিনইয়ামিনের বন্দিত্বে ভাইয়েরা চিন্তায় পড়ে যান, বাবার কাছে কী জবাব দেবেন? কিন্তু বাবাকে জানানো ছাড়া আর কী-ইবা উপায় ছিল? ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে হারানোর দুঃখই ভুলতে পারেননি, বিনইয়ামিনের বন্দিত্বের খবর শুনে তিনি আরো ব্যথিত হন। কিন্তু তিনি নবীসুলভ দৃঢ়তার পরিচয় দেন। ছেলেদের তিনি আবার মিসর ফিরে গিয়ে ইউসুফ ও বিনইয়ামিনকে খোঁজ করতে বলেন। তিনি তখন তাদের একটি মহামূল্যবান উপদেশ দিলেন।

এই উপদেশ মুমিনের হৃদয়ে খোদাই করে লিখে রাখার মতো : হে আমার পুত্রগণ! তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইকে খোঁজ করো। আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কেবল সেই লোকেরাই, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না। (সূরা ইউসুফ-৮৭) সেই কবে ইউসুফ আলাইহিস সালাম নিখোঁজ হয়েছেন। অপর ছেলে বিনইয়ামিন স্বয়ং রাজকোষপ্রধানের নির্দেশে কারাবন্দি। তারপরও ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, ‘আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না’।

এরপর আরো গভীর একটি বিষয়ের দিকে তিনি তাদের মনোযোগ আকর্ষণ করেছেন; মুমিনের চরিত্রে নিরাশা থাকতে পারে না, মুমিন চরম প্রতিক‚ল পরিস্থিতিতেও আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ‘আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে কেবল তারাই, যাদের মনে আল্লাহর প্রতি বিশ্বাস নেই’। কী দৃঢ় ঈমান আর গভীর বিশ্বাস আল্লাহর রহমতের প্রতি!


বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ইসলামে এসো, শান্তি ও নিরাপত্তা লাভ করবে
নিরাশা নয় আল্লাহর রহমতের প্রত্যাশা মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন-২
পিতার কর্তব্য সন্তানকে সময় ও সঙ্গদান-৩
পিতার কর্তব্য সন্তানকে সময় ও সঙ্গদান-২
পিতার কর্তব্য : সন্তানকে সময় ও সঙ্গদান-১
আরও
X

আরও পড়ুন

সর্বজনবিদিত মানবাধিকার ও গণতান্ত্রিক সংস্কৃতি

সর্বজনবিদিত মানবাধিকার ও গণতান্ত্রিক সংস্কৃতি

“আমাদের ভবিষ্যৎ বিক্রি করো না”- উপকূলে জলবায়ু অবরোধ কর্মসূচি

“আমাদের ভবিষ্যৎ বিক্রি করো না”- উপকূলে জলবায়ু অবরোধ কর্মসূচি

থানায় সুপারিশ নিয়ে বিপাকে বিএনপি নেতা, ব্যাখ্যা চাইল জেলা কমিটি

থানায় সুপারিশ নিয়ে বিপাকে বিএনপি নেতা, ব্যাখ্যা চাইল জেলা কমিটি

মতলব মুন্সীর হাট বাজারে আগুনে পুড়েছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান

মতলব মুন্সীর হাট বাজারে আগুনে পুড়েছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান

আর্টেমিস অ্যাকর্ডে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

আর্টেমিস অ্যাকর্ডে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

দেশের চার অঞ্চলে দুপুরের মধ্যেই ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোকে সতর্ক বার্তা

দেশের চার অঞ্চলে দুপুরের মধ্যেই ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোকে সতর্ক বার্তা

সাগরে ডাকাতি: ২ কোটি টাকার মালপত্র লুট, ২৫ ঘণ্টা পর ৬৮ জেলে উদ্ধার

সাগরে ডাকাতি: ২ কোটি টাকার মালপত্র লুট, ২৫ ঘণ্টা পর ৬৮ জেলে উদ্ধার

ইসরাইলি অবরোধে অপুষ্টিতে ভুগছে গাজার ৬০,০০০ শিশু : জাতিসংঘ

ইসরাইলি অবরোধে অপুষ্টিতে ভুগছে গাজার ৬০,০০০ শিশু : জাতিসংঘ

আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন ঢাকামুখী যাত্রা, গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন ঢাকামুখী যাত্রা, গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

ঢাকায় তাপমাত্রা কমার আভাস, শীতল দিনে স্বস্তির সম্ভাবনা

ঢাকায় তাপমাত্রা কমার আভাস, শীতল দিনে স্বস্তির সম্ভাবনা

হঠাৎ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, ভারতের উদ্দেশ্য কী ছিল?

হঠাৎ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, ভারতের উদ্দেশ্য কী ছিল?

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৯ জিএমকে ডিএমডি পদে পদোন্নতি

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৯ জিএমকে ডিএমডি পদে পদোন্নতি

নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের দাবিতে মন্ত্রণালয়ে চিঠি ডিসি'র

নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের দাবিতে মন্ত্রণালয়ে চিঠি ডিসি'র

ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে রাজধানীতে মোটরসাইকেল র‌্যালি

ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে রাজধানীতে মোটরসাইকেল র‌্যালি

সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়ি থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়ি থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

বিনিয়োগকারীদের চোখ আগামী নির্বাচিত সরকারের দিকে: খসরু

বিনিয়োগকারীদের চোখ আগামী নির্বাচিত সরকারের দিকে: খসরু

ভারতজুড়ে ওয়াকফ আইন নিয়ে তীব্র বিক্ষোভ ও আইনি লড়াই

ভারতজুড়ে ওয়াকফ আইন নিয়ে তীব্র বিক্ষোভ ও আইনি লড়াই

ভক্ত, দর্শনার্থীদের পদচারণায় মুখোরিত মোরেলগঞ্জের লক্ষীখালি বারুনী স্নানোৎসব ও ধর্মীয় মাতুয়া মেলা

ভক্ত, দর্শনার্থীদের পদচারণায় মুখোরিত মোরেলগঞ্জের লক্ষীখালি বারুনী স্নানোৎসব ও ধর্মীয় মাতুয়া মেলা

ইসরায়েলি অবরোধে ত্রাণহীন গাজায় মানবিক বিপর্যয়

ইসরায়েলি অবরোধে ত্রাণহীন গাজায় মানবিক বিপর্যয়

ড. ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের সমৃদ্ধি আনবে, প্রত্যাশা আমিরাত প্রেসিডেন্টের

ড. ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের সমৃদ্ধি আনবে, প্রত্যাশা আমিরাত প্রেসিডেন্টের