ভারতের ‘ইমার্জেন্সি’ ছবিতে মুজিবের ‘দালালি’ চরিত্র ঘিরে বিতর্ক-সমালোচনার ঝড়
২৯ জানুয়ারি ২০২৫, ০৬:০২ পিএম | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫, ০৬:১৫ পিএম

ভারতে বলিউডের একটি বিতর্কিত বাণিজ্যিক সিনেমায় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে প্রোপাগাণ্ডা ছড়ানোয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় বইছে। শুধু বাংলাদেশ নয় সিনেমাটি ঘিরে বিশ্বের অন্তত দুই প্রান্তে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপির এমপি বলিউড তারকা কঙ্গনা রানাওয়াতের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'ইমার্জেন্সি'কে ঘিরে এই তোলপাড় চলছে। সিনেমায় শেখ মুজিবর রহমানের মুখে কিছু 'বিতর্কিত' সংলাপ নিয়ে বাংলাদেশে ছবিটিকে নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। ছবিটিতে মূলত শেখ মুজিবকে ভারতের পক্ষ হয়ে একজন দালালের চরিত্রে চিত্রিত করা হয়েছে।
বাংলাদেশে যদিও 'ইমার্জেন্সি' বাণিজ্যিকভাবে মুক্তি পায়নি। তবে ছবিতে শেখ মুজিবকে চিত্রায়িত করা হয়েছে এমন কিছু অংশের ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে স্পষ্টত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা ও প্রোপাগাণ্ডা ছড়ানো হয়েছে। নেটিজেনরা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এনিয়ে প্রতিবাদ জানানোর জোর দাবি জানিয়েছেন।
'ইমার্জেন্সি' ছবিতে শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ঋষি কৌশিক। সিনেমার একটি অংশে নদীর ধারে বিরাট জনতার সামনে ভাষণ দিতে গিয়ে তাকে বলতে শোনা যায়, ‘‘ভারতমাতা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্ম দিয়েছেন। আজ আমরা শপথ নিচ্ছি, যতদিন এখানে ব্রহ্মপুত্রের পানি বইবে, যতদিন আমরা বাংলা বলব, ততদিন আমরা ভারতমাতার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে যাব।’’
তার পরেই সিনেমায় তিনি সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘‘এত জোরে আপনারা ইন্দিরা গান্ধীর নামে জয়ধ্বনি দিন, যাতে তার রেশ দিল্লি পর্যন্ত শোনা যায়।’’ অতঃপর ‘‘জয় মা ইন্দিরা, জয় বাংল’’ স্লোগানে এরপর মুখরিত হয়ে ওঠে ব্রহ্মপুত্রর তীর।
ভারত একাত্তরের মুক্তিযুদ্ধে সকল কৃতিত্ব দাবি এবং একাত্তরকে একটি ভারত-পাকিস্তান যুদ্ধ হিসেবে দেখানোর চেষ্টার অংশ হিসেবেই সিনেমার মাধ্যমে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। ‘ইমার্জেন্সি’তে শেখ মুজিবের সেই বক্তব্যের ক্লিপ ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের সকল দলমত-শ্রেণি-পেশার মানুষ এর প্রতিবাদ জানালেও ভারতের সেবাদাস খ্যাত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এনিয়ে কোনো মন্তব্য করেনি।
সোয়েব মাহমুদ নামে একজন ফেসবুক ব্যবহারকারী ওই ভিডিও ক্লিপ পোস্ট করে লিখেছেন, ‘‘প্রতিবেশী রাষ্ট্রের প্রোপাগাণ্ডার সিনেমা – ইমার্জেন্সি-তে শেখ মুজিব। পলাতক লীগের ইতিহাসবিদদের মন্তব্য আশা করছি।’’
অ্যাড. মোঃ জাহিদুল ইসলাম লিখেছেন, ভারতের বিজেপির এমপি এবং বলিউড অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াত প্রযোজিত সিনেমা “ইমার্জেন্সি” তে শেখ মুজিবকে নাকি ভারতের দালাল হিসেবে উপস্থাপনা করা হয়েছে। ভারতীয়দের এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর এদিকে হাসিনাও তো এখন ইন্ডিয়াতেই,,,।
ভিডিও শেয়ার করে মোঃ মহসীন পাটোয়ারী লিখেছেন, ‘‘ভারতীয় সিনেমা-ইমার্জেন্সিতে শেখ মুজিব। পলাতকলীগের ইতিহাসবিদদের মন্তব্য আশা করছি। আমরাও তো এই মুজিবকেই জনগণের সাথে পরিচয় করাতে চাচ্ছি। ভারতের পা চাটা গোলাম "মুজিবুর রহমান"।ধন্যবাদ টীম ইমার্জেন্সি।
একই ভিডিও পোস্ট করে এম এইচ রনির মন্তব্য, "কঙ্গনা তার ইমার্জেন্সি মুভিতে শেখ মুজিবকে এত অপদস্থ করল কিন্তু এটা নিয়ে জাতির আব্বার একনিষ্ঠ সন্তানদের প্রতিবাদ করতে দেখলাম না।"
এদিকে, 'ইমার্জেন্সি' নিয়ে বাংলাদেশে যাবতীয় বিতর্ক এখনও সোশ্যাল মিডিয়াতে সীমাবদ্ধ থাকলেও ব্রিটেনে এনিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে দেখা গেছে।
'ইমার্জেন্সি' হলো আসলে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি আংশিক বায়োপিক, যা তৈরি হয়েছে ১৯৭৫ সালে দেশে তার জারি করা জরুরি অবস্থা বা ইমার্জেন্সির পটভূমিতে। ছবিটির কাহিনিকার, পরিচালক ও অন্যতম প্রযোজক কঙ্গনা রানাওয়াত নিজেই। ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয়ও করেছেন তিনি।
তবে ইমার্জেন্সি ছাড়াও এই 'পলিটিক্যাল ড্রামা'তে ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনের আরও বহু ঘটনাই চিত্রায়িত হয়েছে, যার মধ্যে তার প্রধানমন্ত্রিত্বের সময়ে ঘটা ১৯৭১-র যুদ্ধ কিংবা ১৯৮৪-তে স্বর্ণমন্দিরে ভারতীয় সেনার 'অপারেশন ব্লু স্টারে'র প্রসঙ্গও এসেছে।
ছবিটিকে ঘিরে আন্তর্জাতিক স্তরে বিতর্কের সূত্রপাতও সেখানেই। দেশের ভেতরেও এই ছবিটিকে নিয়ে নানা রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে এবং সে কারণে ছবিটির মুক্তিও বারবার বিলম্বিত হয়েছে, তবে সেটি ভিন্ন প্রসঙ্গ।
ব্রিটেনের বিভিন্ন শিখ গোষ্ঠী দাবি করছে, এই ছবিতে খালিস্তানি আন্দোলনের অন্যতম প্রধান নায়ক জার্নেইল সিং ভিন্দ্রানওয়ালের মুখে এমন সংলাপ বসানো হয়েছে, যা তিনি কখনও বলেনইনি।
ব্রিটেনের বিভিন্ন সিনেমা হলে 'ইমার্জেন্সি' ছবির স্ক্রিনিং-য়ের বিরুদ্ধে এই গোষ্ঠীগুলো তীব্র বিক্ষোভ দেখিয়েছে – অন্তত দুটি সিনেমা হল চেইন তাদের দাবির মুখে ছবিটি প্রত্যাহার করারও সিদ্ধান্ত নিয়েছে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

কুমিল্লার সাবেক এমপি শফিউদ্দিন শামীমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইসরাইল নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে : কর্নেল অলি

আবেদ আলীর বাড়ি-ফ্ল্যাট-জমি জব্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পুরান ঢাকায় আগুনে একজনের মৃত্যু

ট্রাম্পের পাল্টা শুল্কে ব্যবসায়ীরা চিন্তিত : আইসিসিবি সভাপতি

আরব আমিরাত ও তুরস্ক সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

পহেলা বৈশাখ পান্তা-ইলিশ খাওয়া আমাদের সংস্কৃতি না -প্রাণিসম্পদ উপদেষ্টা

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক

ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

ইসরাইল নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে : কর্নেল অলি

গণজাগরণ মঞ্চের নেপথ্যের নায়কদের সচিব করার প্রস্তাব

ওয়াকফ বিল ইস্যুতে সারজিস : মোদিকে ছুড়ে ফেলার বিকল্প নেই

উদ্যোক্তাদের জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল আসছে

গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা-মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ

গাজার পক্ষে ড. ইউনূসের বিবৃতি

শুল্ক ৩ মাস স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস

জনসমর্থন হারাচ্ছেন ট্রাম্প

নিরাশা নয়, আল্লাহর রহমতের প্রত্যাশা মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন-১

বিক্ষোভে উত্তাল সারাদেশ

টঙ্গীতে পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা