একুশে বইমেলায় আসছে তারকাদের বই
২৮ জানুয়ারি ২০২৫, ০১:১৮ পিএম | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫, ০১:১৮ পিএম

একুশে বইমেলা মানেই জমজমাট আয়োজনে নানা রকম বইয়ের সমারোহ। নিয়মিত লেখকদের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের তারকারাও দিনে দিনে যুক্ত হচ্ছে আন্তর্জাতিক এই উৎসবে। সেই ক্ষেত্রে পিছিয়ে নেই দেশের শোবিজের তারকারা। এমনকি একুশে বইমেলায় নিয়মিত প্রকাশিত হয় শোবিজ অঙ্গনের তারকাদের বই। এসব বইয়ের প্রতি আবার পাঠকদের থাকে অন্য রকম আগ্রহ। নতুন করে লেখক হিসেবে পাওয়া যায় অভিনয়শিল্পী,কলাকুশলী, গায়ক, গীতিকবি কিংবা কিংবদন্তীতুল্য তারকাকে। বরাবরের মতো এবারেও একই ধারাবাহিক ধরে রেখেছে তারা।
শৈশব থেকেই ডায়েরি লিখতে পছন্দ করতেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। জীবনে নানা রকম উল্লেখযোগ্য নানা ঘটনাপ্রবাহ তিনি লিখে রেখেছেন ডায়েরির পাতায়। অবশেষে সেই লেখাগুলোই বই আকারে প্রকাশ করছেন তিনি। আসন্ন একুশে বইমেলায় প্রকাশিত হবে ফাহমিদা নবীর বই ‘ফাহমিদা নবীর ডায়েরি’। নতুন এই বইটি প্রকাশ করতে যাচ্ছে শব্দশিল্প প্রকাশনী যার প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।
সম্প্রতি বইটি নিয়ে সামাজিক মাধ্যমে ফেসবুকে এক পোস্টে ফাহমিদা নবী লিখেছেন, ‘ছোটবেলা থেকেই আমার বাবার লেখা, কথার ভঙ্গি, গান গাইবার অনুভব আমাকে অনুপ্রাণিত করত। আম্মাকে দেখতাম বই পড়তে, ডায়েরি লিখতে। খুব ভালো লাগত। আমিও লেখার চেষ্টা করতাম, করছি।’
জীবনের নানা রকম অভিজ্ঞতা নিয়ে লেখা এই বইটি সম্পর্কে নবী লিখেছেন, ‘গানের গভীরতায় জীবনবোধ, আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবনদর্শনের বাইরে নয়। তাই যা দেখি তাই নিজের মতো করে লিখি, ভাবনাগুলো নিয়ে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর লিখে ফেলি উপলব্ধি। চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতা, উপলব্ধি অনুভব ও অনুধাবনের মাধ্যমে তুলে ধরি।’
এদিকে ২০২৪ সালের শেষদিকে প্রকাশিত হয়েছে বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ’। নতুন এই বইটি পাওয়া যাবে এবারের বইমেলায়। নিজের বয়স যখন দশ বছর তখন থেকেই মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেন আবুল হায়াত। মঞ্চ, রেডিও, টিভি, সিনেমা, বিজ্ঞাপনসহ–সকল মাধ্যমেই সমানতালে কাজ করে যাচ্ছেন এই প্রখ্যাত অভিনেতা ও নির্দেশক। কেবল অভিনয় নয়, পাশাপাশি লিখেছেন অনেক নাটক, এমনকি বেশ কিছু নাটক করেছেন নির্মাণ। জীবনের সেইসব গল্পগুলো এবার পাঠকদের উদ্দেশ্যে বইমেলায় আসছে।
এ প্রসঙ্গে অভিনেতার ভাষ্যে, ‘জন্ম থেকে এ পর্যন্ত যেসব কথা মনে হয়েছে বলা দরকার, বলেছি। সব মিলিয়ে নিজেকে প্রকাশের চেষ্টা করেছি এই বইয়ে। আশা করছি, সবকিছু মিলিয়ে আমার পুরো যাত্রাপথ জানা যাবে।’ আত্মজীবনীমূলক এই বউটি প্রকাশ করেছে ‘সুবর্ণ’ প্রকাশনী।
অন্যদিকে, দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের ইন্টারনেট আসক্তি থেকে এক উদ্ভট গল্প উঠে এসেছে গীতিকার ও কণ্ঠশিল্পী লুৎফর হাসানের ‘টাইপ-সি’ উপন্যাসে। বইটি প্রকাশ করতে যাচ্ছে অন্যপ্রকাশ।
তাছাড়া, অভিনেত্রী ফারজানা ছবির উপন্যাস ‘বৃত্তবাস’ প্রকাশ হবে মিজান পাবলিশার্স থেকে। বইটি তিনি উৎসর্গ করেছেন সদ্য প্রয়াত মা আয়েশা রহমান নীলুকে।
এছাড়া অভিনেত্রী শানারেই দেবী শানুর উপন্যাস ‘বাঘ মানুষ’ প্রকাশ করবে ‘আজব প্রকাশ’। আবার, একটি উপন্যাস ও একটি কবিতার বই প্রকাশ পাবে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। উপন্যাসের নাম ‘আমরা কখনও বন্ধু ছিলাম না’। এর প্রচ্ছদ করবেন আনিসুজ্জামান সোহেল। কবিতার বইয়ের নাম এখনও ঠিক হয়নি।
এগুলো ছাড়াও, সংগীতশিল্পী জয় শাহরিয়ারের কবিতার বই ‘সুর ছাড়া কবিতারা’ প্রকাশিত হবে ‘আজব প্রকাশ’ থেকে। এর বাইরে, জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন ও কণ্ঠশিল্পী পুতুলের নতুন বই আসার কথা রয়েছে এবারের বই মেলায়।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

কুমিল্লার সাবেক এমপি শফিউদ্দিন শামীমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইসরাইল নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে : কর্নেল অলি

আবেদ আলীর বাড়ি-ফ্ল্যাট-জমি জব্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পুরান ঢাকায় আগুনে একজনের মৃত্যু

ট্রাম্পের পাল্টা শুল্কে ব্যবসায়ীরা চিন্তিত : আইসিসিবি সভাপতি

আরব আমিরাত ও তুরস্ক সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

পহেলা বৈশাখ পান্তা-ইলিশ খাওয়া আমাদের সংস্কৃতি না -প্রাণিসম্পদ উপদেষ্টা

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক

ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

ইসরাইল নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে : কর্নেল অলি

গণজাগরণ মঞ্চের নেপথ্যের নায়কদের সচিব করার প্রস্তাব

ওয়াকফ বিল ইস্যুতে সারজিস : মোদিকে ছুড়ে ফেলার বিকল্প নেই

উদ্যোক্তাদের জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল আসছে

গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা-মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ

গাজার পক্ষে ড. ইউনূসের বিবৃতি

শুল্ক ৩ মাস স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস

জনসমর্থন হারাচ্ছেন ট্রাম্প

নিরাশা নয়, আল্লাহর রহমতের প্রত্যাশা মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন-১

বিক্ষোভে উত্তাল সারাদেশ

টঙ্গীতে পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা