প্রাক্তন স্বামী শেরকে ব্যালকনি থেকে ফেলে হত্যা করতে চেয়েছিল
গায়িকা-অভিনেত্রী শের তার সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘শের : দ্য মেমোয়ার (পার্ট ওয়ান)’-এ এক মারাত্মক তথ্য ফাঁস করেছেন। তার ভাষ্যে তার প্রাক্তন স্বামী সোনি বোনো একবার তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন। উল্লেখ্য, একসময়ের গায়ক এবং পরে রাজনীতিক বোনোর সঙ্গে শেরের দাম্পত্য জীবনের প্রায় পুরোটাই ছিল সমস্যায় ভরপুর। শেরের বর্ণনায় বোনো একসময় স্বীকার করেছিলেন তাকে তিনি হত্যা করার কথা ভেবেছিলেন। স্মৃতিকথায় শের...