আয়ের চেয়ে সিনেমার মানে বিশ্বাসী কেট ব্ল্যানচেট
বিশ্বজুড়েই সিনেমা মুক্তির পর প্রধান আলোচনার বিষয় হয়, বক্স অফিসে তা কত আয় করছে। সিনেমার সাফল্য বিচার করা হয় আয়ের নিরিখে। কিন্তু অনেক সিনেমাই ভালো আয় করেও পড়ে হারিয়ে যায়। সাম্প্রতিক সময়ে বক্স অফিসের পর নতুন দিগন্ত উন্মোচন করেছিল ওটিটি বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম। অজনপ্রিয় বা ভিন্ন ধারার সিনেমার জন্য এ প্ল্যাটফর্ম বিশেষ হয়ে উঠেছিল। কিন্তু সেখানেও দেখা যায় নতুন সমস্যা।...