'নতুন রেকর্ড গড়লেন জনপ্রিয় মার্কিন তারকা বিয়ন্সে,টপকিয়ে গেলেন স্বামীকে'
অদ্ভুত এক রেকর্ড গড়লেন জনপ্রিয় মার্কিন তারকা বিয়ন্সে। গতকাল রাতে ৬৭ তম এবার গ্র্যামির মনোনয়নে ঘোষণা করা হয়ে,আর সেখানেই অদ্ভুত এই কীর্তি গড়েছেন বিয়ন্সে। এবারের গ্র্যামিতে সর্বোচ্চ ১১ মনোনয়ন পেয়েছেন এই তারকা।
ফলশ্রুতিতে, বিয়ন্সের মোট গ্র্যামি মনোনয়নের সংখ্যা হলো ৯৯। এতেই ছাপিয়ে গিয়েছে সবাইকে। জানা যায় এতো মনোনয়ন আর কেউ কখনও পায়নি।
এ প্রসঙ্গে বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বে গ্র্যামিতে সর্বোচ্চ...