কোনও ফিল্ম হিট না হলেও বিশ্বের সবচেয়ে ধনী অভিনেত্রী জেমি গার্টজ
৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
সেলেনা গোমেজ, টেলর সুইফট, রিয়ানার মতো বিশ্ব বিখ্যাত ব্যক্তিত্বদের বিপুল অর্থ তাঁর কাছে কিছুই নয়। বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা ম্যাডিয়া ফ্র্যাঞ্চাইজের জন্য বিখ্যাত টাইলার পেরি; ১.৪ বিলিয়ন ডলার সম্পদের মালিক তিনি। সেই টাইলারের সম্পত্তিও তাঁর জন্য সমুদ্রে এক গ্লাস পানির মতন। টাইলারের চেয়ে পাঁচ গুণেরও বেশি ধনী বিশ্বের সবচেয়ে ধনী এই অভিনেত্রী। নাম তাঁর জেমি গার্টজ, এক আমেরিকান অভিনেত্রী, এখন একজন সফল ব্যবসায়ী মহিলা হয়ে উঠেছেন। এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেত্রী জেমি, তাঁর মোট সম্পদ ৮ বিলিয়ন মার্কিন ডলার। তাঁর এই পরিমাণ সম্পত্তি কিন্তু অন্যান্য সেলিব্রিটি, পুরুষ বা মহিলার তুলনায় অনেক বেশি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, বিশ্বের তিন অতি জনপ্রিয় নাম টেলর সুইফট, যার মোট সম্পত্তি ১.৬ বিলিয়ন ডলার, রিয়ানা, মোট মূল্য ১.৪ বিলিয়ন ডলার এবং সেলেনা গোমেজ, হাতে তাঁর ১.৩ বিলিয়ন ডলার, এই তিনজনের মোট সম্পদ এক করলেও জেমিকে ছুঁতে পারবেন না। রিপোর্ট অনুসারে, বিশ্বের সবচেয়ে ধনী পাঁচ তারকারা হলেন, জেমি গার্টজ, টেলর সুইফট, রিয়ানা, সেলেনা গোমেজ এবং ম্যাডোনা। আর এই পাঁচজনই অভিনয় ছাড়া অন্যান্য থেকে এই বিপুল অর্থ উপার্জন করেছেন। জেমি গার্টজ যেখানে ব্যবসায়িক বিনিয়োগের মাধ্যমে তাঁর সম্পদ অর্জন করেছেন, যখন টেলর সুইফট, রিয়ানা এবং সেলেনা গোমেজ গান এবং মেকআপ ব্র্যান্ড থেকে তাঁদের সম্পত্তির প্রাচুর্য বানিয়েছেন। তবে তালিকার সপ্তম ধনী অভিনেত্রী যিনি বেশিরভাগই তার অভিনয়ের জন্য পরিচিত, তিনি হলেন রিজ উইদারস্পুন। ১৯৬৫ সালে শিকাগোতে জন্মগ্রহণ করেন জেমি গার্টজ। ১৯৮১ সালে ‘এন্ডলেস লাভ’ ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তিনি ১৯৮৭ সালে রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে ‘লেস দ্যান জিরো’-তে দারুণ কাজ করে সুপরিচিত হন। একই বছরে, ভ্যাম্পায়ার মুভি ‘দ্য লস্ট বয়েজ’-এ একটি প্রধান ভূমিকায় অভিনয় করেন। যদিও একজন প্রধান অভিনেত্রী হিসেবে, জেমি গার্টজ বক্স অফিসে খুব বেশি সাফল্য পাননি, তাই তিনি সাপোর্টিং ভূমিকায় কাজ করতে বাধ্য হন। ৯০-এর দশকে ‘টুইস্টার’ এর মতো সুপরিচিত সিনেমা এবং ‘অ্যালি ম্যাকবিল’ এর মতো টিভি শোতে অভিনয় করেন। সম্প্রতি, ২০২২ সালের ‘আই ওয়ান্ট ইউ ব্যাক’-এ একটি ক্যামিও করেছেন তিনি। যদিও জেমি গার্টজ-এর অভিনয় জীবনে এমন কিছু সাফল্য পাননি, তাঁর ব্যবসায়িক বিনিয়োগের কারণে তিনি বিশ্বের সবচেয়ে ধনী অভিনেত্রী হয়ে উঠেছেন। ১৯৮৯ সালে, তিনি বিলিয়নেয়ার ব্যবসায়ী টনি রেসলারকে বিয়ে করেন। একসঙ্গে, তাঁরা মিলওয়াকি ব্রুয়ার্স বেসবল দল এবং আটলান্টা হকস বাস্কেটবল দলকে এগিয়ে নিয়ে যান। এরই পাশাপাশি গার্টজ-এর বিভিন্ন ব্যবসায় উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে, যা তাঁর সম্পত্তিকে ব্যাপকভাবে বাড়িয়েছে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
আগের শিরোপা ‘বাই চান্স’ আসেনি,মেয়েরা প্রমাণ করেছে: সাবিনা
অকস্মাৎ মৃত্যু ইসলামে কাম্য নয়
হাসিনা পালিয়ে না গেলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: ইসমাইল সম্রাট
কেরানীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ,আহত ১০
দস্তগীরের বানোয়াট প্রশ্নের সমুচিত জবাব দিলেন ম্যাথু মিলার
বাংলাদেশের মাটিতে যত খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যকান্ড হয়েছে সবার বিচার এই মাটিতেই হবে; শামা ওবায়েদ
রাসুল সা. এর জীবনাদর্শই আদর্শ রাষ্ট্র গঠনের একমাত্র চাবিকাঠি- সিলেটে জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী
অলরাউন্ডারদের তালিকায় তিনে মিরাজ, শীর্ষ বোলার রাবাদা
ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা
শিক্ষাব্যবস্থায় ইসলামী জ্ঞান-গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী মাছপাড়ায় অবৈধ ৬টি স্বর্ণের বারসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার
ঢাকাকে বাসযোগ্য করতে হবে
মানবাধিকারের নামে সমাকামিতা প্রমোট করা জনগণ মানবে না
ইসরাইলি হামলায় আরও ১০২ ফিলিস্তিনি নিহত
পর্তুগাল জমিয়তের উলামায়ে ইসলামের কাউন্সিল সম্পন
শিক্ষার সব স্তরে 'ইসলাম শিক্ষা' বাধ্যতামূলকসহ ৭ দাবি
আয়রন ডোমের আদলে তুরস্কের প্রতিরক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ
ইরান সামরিক বাজেট তিন গুণ বাড়াবে
রহস্যঘেরা মায়া সভ্যতার শহরের খোঁজ মেক্সিকোয়
উষ্ণায়নের প্রভাবে মাউন্ট ফুজিতে তুষারপাতে বিলম্ব