‘পিঙ্ক প্যান্থার’ রিবুটে এডি মার্ফি
নতুন করে শুরু হচ্ছে ‘পিঙ্ক প্যান্থার’। ক্লাসিক কমেডি সিরিজটির রিবুটে ইনস্পেক্টর জাক ক্লুজো’র ভূমিকায় সম্ভাব্য বাছাই এডি মার্ফি। ডেডলাইন জানিয়েছেন এমজিএম রিবুট নির্মাণ করবে ‘সোনিক দ্য হেজহগ’খ্যাত জোফ ফাউলারের পরিচালনায়। চিত্রনাট্য লিখবেন ক্রিস ব্রেমার। ফিল্মটি প্রযোজনা করবেন ড্যান লিন, জুলি অ্যানড্রুজ, ল্যারি মিরিশ এবং জনাথান আইরিক।
লাইভ-অ্যাকশন/সিজি পদ্ধতিতে নির্মিত হবে ‘পিঙ্ক প্যান্থার’। বাডি কপ ধারায় ইনস্পেক্টর ক্লুজোর সঙ্গে দল বাঁধবে প্যান্থার।...