অ্যাম্বারের দেওয়া জরিমানা দান করে দিয়েছেন জনি
প্রাক্তন স্ত্রী হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে মানহানির মামলায় ১০ লাখ ডলার ক্ষতিপূরণ পেয়েছিলেন হলিউড তারকা জনি ডেপ। অ্যাম্বারের থেকে পাওয়া পুরো অর্থ নিজের কাছে না রেখে পাঁচটি বিভিন্ন দাতব্য সংস্থায় দান করেছেন জনি ডেপ। প্রতিটি দাতব্য সংস্থায় সমান ২ লাখ ডলার করে দিচ্ছেন তিনি। এমনটাই জানা গেছে যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম সূত্রে।
জানা গেছে, ‘জনি ডেপ দান করার জন্য পাঁচটি দাতব্য...