বুড়ো হয়েছেন মানতে নারাজ ডলি পার্টন
কান্ট্রি কিংবদন্তী ডলি পার্টন জানিয়েছেন তিনি বুড়ো হয়েছেন তা কখনও স্বীকার করবেন না এবং মৃত্যুর আগে পর্যন্ত কাজ করে যাবেন কারণ তিনি প্রতি নিয়ত পৃথিবীকে ভাল কিছু দিয়ে যেতে চান। এইসশোবিজ ডট কম ডব্লিউবিআইআর টিভির উদ্ধৃতি দিয়ে লিখেছে, এই শিল্পী ১৯৬০-এর দশক থেকে কাজ করে যাচ্ছেন, তিনি বলেন, আমি এক ধরনের আধ্যাত্মিক এবং সৃজনশীল শক্তির উপর বেঁচে আছি আর আমি...